আমিন খান আইতগিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আমিন খান (গভর্নর) থেকে পুনর্নির্দেশিত)
আমিন খান আইতগিন
অবধলখনৌতির গভর্নর
কাজের মেয়াদ
১২৭২
সার্বভৌম শাসকসুলতান গিয়াসউদ্দীন বলবান
পূর্বসূরীশের খান
উত্তরসূরীতুগরল তুগান খান

আমিন খান ১২৭২ সালে বাংলার গভর্নর ছিলেন, এবং একই বছর তিনি পদত্যাগ করেন।

ইতিহাস[সম্পাদনা]

১২৭২ সালে আমিন খানকে সুলতান গিয়াসউদ্দীন বলবান বাংলার গভর্নর নিযুক্ত করেন। যেহেতু প্রায় ৩০ বছর ধরে পূর্ব বাংলার অধিকাংশ পূর্ব গঙ্গা রাজবংশের নিয়ন্ত্রণে ছিল, তাই তিনি সামান্য অর্থ বা ক্ষমতা নিয়ে একজন দুর্বল শাসক ছিলেন। এই নেতৃত্বে বাংলায় সাবেক গভর্নর তুঘরল তুঘান খান, তাকে বাংলার উপ-গভর্নর হিসেবে নিয়োগ করা হয়।[১]

এর পরপরই তুগান খান আমিনকে পদত্যাগ করেন এবং নিজেকে নতুন গভর্নর ঘোষণা করেন।[২] এভাবেই আমিন খান এর স্বল্পকালীন গভর্নরশিপ শেষ হয় সে বছরই তিনি দায়িত্ব গ্রহণ করেন।[৩]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. W Nassau Lees। "The Tabaqat I Nasiri Of Aboo Omar Minhaj Al Din Othman" – Internet Archive-এর মাধ্যমে। 
  2. এ বি এম শামশুদ্দিন (২০১২)। "আমিন খান"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. Rajadhyaksha, P L Kessler and Abhijit। "Kingdoms of South Asia - Indian Kingdom of Bengal"www.historyfiles.co.uk 
পূর্বসূরী
শের খান
বাংলার মামলুক গভর্নর
১২৬৮–১২৭২
উত্তরসূরী
তুগরল তুগান খান