আমার সাধ না মিটিলো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"আমার সাধ না মিটিলো"
একক
ভাষাবাংলা ভাষা
ইংরেজি শিরোনামAmar Sadh Na Mitilo
ধারাভক্তিমূলক, শ্যামা সংগীত
গান লেখককমলাকান্ত ভট্টাচার্য

আমার সাধ না মিটিলো হল কমলাকান্ত ভট্টাচার্যের রচিত একটি শ্যামা সঙ্গীত বা কালী ভজন।[১] এই গানে কবি আকাঙ্ক্ষার অসারতা নির্দেশ করেছেন এবং তা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি যে কষ্টগুলি অতিক্রম করেছিলেন তা ব্যাখ্যা করেছেন। এছাড়াও আমরা তাকে সমাজের প্রেমহীনতায় অসন্তুষ্ট দেখি এবং এইভাবে এই পৃথিবী থেকে পালাতে চাই এবং তাকে আশ্রয় দেওয়ার জন্য দেবী কালীর কাছে প্রার্থনা করছি। পান্নালাল ভট্টাচার্য এই গান গেয়ে বিখ্যাত হয়েছিলেন। পরবর্তীতে এই গানটি বিভিন্ন কুমার শানু, অনুরাধা পৌডওয়াল, সোমচাঁদাসহ আরও অনেক শিল্পী গেয়েছেন।

স্বরলিপি[সম্পাদনা]

মা..

আমার সাধ না মিটিল আশা না পুরিলো

সকলি ফুরায়ে যায় মা,

জনমের শোধ ডাকি গো মা তোরে,

কোলে তুলে নিতে আয় মা

সকলি ফুরায়ে যায় মা,


পৃথিবীর কেউ ভালতো বাসে না

এ পৃথিবী ভাল বাসিতে জানে না,

যেথা আছে শুধু ভাল বাসাবাসি

সেথা যেতে প্রাণ চায় মা

সকলি ফুরায়ে যায় মা,


বড় দাগা পেয়ে বাসনা তেজেছি

বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি,

অনেক কেঁদেছি কাঁদিতে পারি না,

বুক ফেটে ভেঙ্গে যায় মা

সকলই ফুরায়ে যায় মা

আধুনিক সংস্করণ[সম্পাদনা]

নিচে কিছু আধুনিক সংস্করণের তথ্য দেওয়া হলো:

কুমার শানু[সম্পাদনা]

"আমার সাধ না মিটিলো"
"সকলি তোমারি ইচ্ছা" অ্যালবাম থেকে
কুমার শানু কর্তৃক একক
ভাষাবাংলা ভাষা
মুক্তিপ্রাপ্ত১৯৯৪
লেবেলসারেগামা ইন্ডিয়া লিমিটেড
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "আমার সাধ না মিটিলো"

চাঁপাডাঙ্গার বৌ (চলচ্চিত্র)[সম্পাদনা]

১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত চাঁপাডাঙ্গার বৌ সিনেমায় খুরশিদ আলমের কন্ঠে গানটি গাওয়া হয়: [১]

"আমার সাধ না মিটিলো"
খুরশিদ আলম কর্তৃক একক
ভাষাবাংলা ভাষা
মুক্তিপ্রাপ্ত৬ জুন ১৯৮৬ (1986-06-06)
বিন্যাস35 mm
দৈর্ঘ্য:৫০
লেবেলঅনুপম রেকর্ডিং মিডিয়া
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "আমার সাধ না মিটিলো"

টি সিরিজ ভক্তি সাগর[সম্পাদনা]

মাগো আনন্দময়ী অ্যালবাম থেকে আমার সাধ না মিতিলো শ্যামা সঙ্গীতটি গেয়েছেন অনুরাধা পৌডওয়াল। পুরুষ সংস্করণের গানটি গেয়েছেন কুমার শানুদীপাবলি স্পেশাল বাংলা গানের মিউজিক করেছেন শেখর সেন।[২]

"আমার সাধ না মিটিলো"
মাগো আনন্দময়ী অ্যালবাম থেকে
অনুরাধা পৌডওয়াল কর্তৃক একক
ভাষাবাংলা ভাষা
দৈর্ঘ্য:৩২
লেবেলটি-সিরিজ ভক্তি সাগর
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "আমার সাধ না মিটিলো"

SVF ডিভশনাল[সম্পাদনা]

"আমার সাধ না মিটিলো"
সোমছন্দা ভট্টাচার্য কর্তৃক একক
ভাষাবাংলা ভাষা
মুক্তিপ্রাপ্ত২ মার্চ ২০২২
বিন্যাসডিজিটাল ভিডিও
স্টুডিওসুভম স্টিডিও
দৈর্ঘ্য:৫৯
লেবেলশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "আমার সাধ না মিটিলো"

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Amar Sadh Na Mitilo by Pannalal Bhattacharya"। ৮ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১১ 
  2. "Amar Sadh Na Mitilo Lyrics (আমার সাধ না মিটিল) Anuradha | Kumar Sanu | Shyama Sangeet"। সংগ্রহের তারিখ ২০২২-১১-২১