আমার পথে পথে পাথর ছড়ানো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমার পথে পথে পাথর ছড়ানো একটি রবীন্দ্রসঙ্গীত। এটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বাংলা ভাষায় রচিত একটি পূজা পর্যায়ের গান। এটি ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯ খ্রিষ্টাব্দ) রচিত। এটির স্বরলিপিকার হলেন দিনেন্দ্রনাথ ঠাকুর[১][২]

"আমার পথে পথে পাথর ছড়ানো"
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
রচিত১৩৩৬ বঙ্গাব্দ (১৯২৯ খ্রিষ্টাব্দ)
ধারারবীন্দ্রসঙ্গীত
গান লেখকরবীন্দ্রনাথ ঠাকুর

গানের কথা[সম্পাদনা]

আমার       পথে পথে পাথর ছড়ানো।

         তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥

আমার বাঁশি তোমার হাতে           ফুটোর পরে ফুটো তাতে–

         তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো ॥

তোমার হাওয়া যখন জাগে             আমার পালে বাধা লাগে–

         এমন করে গায়ে প'ড়ে সাগর-তরানো।

ছাড়া পেলে একেবারে               রথ কি তোমার চলতে পারে–

         তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো ॥

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rabindranath Tagore - Songs - পূজা - আমার পথে পথে (amar pathe pathe pathar)"www.tagoreweb.in। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৬ 
  2. "Song amar pothe pothe pathor | Lyric and History"www.geetabitan.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]