বিষয়বস্তুতে চলুন

আমাদু দিওয়ারা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমাদু দিওয়ারা
২০২৩ সালে গিনি জাতীয় দলের হয়ে দিওয়ারা
ব্যক্তিগত তথ্য
জন্ম (1997-07-17) ১৭ জুলাই ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান কোনাক্রি, গিনি
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আন্ডারলেখট
জার্সি নম্বর ২১
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৮:৫৩, ৩ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আমাদু দিওয়ারা (ফরাসি: Amadou Diawara; জন্ম: ১৭ জুলাই ১৯৯৭) হলেন একজন গিনিয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বেলজীয় ক্লাব আন্ডারলেখট এবং গিনি জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

দিওয়ারা সালে গিনির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; গিনির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আমাদু দিওয়ারা ১৯৯৭ সালের ১৭ই জুলাই তারিখে গিনির কোনাক্রিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

দিওয়ারা গিনি অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে গিনির প্রতিনিধিত্ব করেছেন। দিওয়ারা ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত গিনি অলিম্পিক দলে বদলি খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছেন।[১][২][৩]

২০১৮ সালের ১২ই অক্টোবর তারিখে, ২১ বছর, ২ মাস ও ২৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী দিওয়ারা রুয়ান্ডার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৯ আফ্রিকা কাপ অব নেশন্স বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে গিনির হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৪] ম্যাচে তিনি ৬ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৫] ম্যাচটি গিনি ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৬] গিনির হয়ে অভিষেকের বছরে দিওয়ারা সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৩ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
গিনি ২০১৮
২০১৯
২০২০
২০২১
২০২২ ১০
২০২৩
২০২৪
সর্বমোট ৪৩

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃষ্ঠা ৫। ১২ জুলাই ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪ 
  2. "Guinea" [গিনি]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ১৫ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪ 
  3. "18 joueurs, 4 réservistes, voici le groupe retenu par le sélectionneur Kaba Diawara en vue des JO Paris 2024" [প্যারিস ২০২৪ অলিম্পিকের জন্য কোচ কাবা দিওয়ারা ১৮ জন খেলোয়াড় এবং ৪ জন বদলি খেলোয়াড়ের সমন্নয়ে দল ঘোষণা করেছে]। ফেসবুক (ফরাসি ভাষায়)। গিনিয় ফুটবল ফেডারেশন। ৪ জুলাই ২০২৪। ১৫ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৪ 
  4. https://www.worldfootball.net/report/afrika-cup-qual-2017-2018-gruppe-h-guinea-ruanda/
  5. https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/2863364
  6. https://www.national-football-teams.com/matches/report/20804/Guinea_Rwanda.html

বহিঃসংযোগ

[সম্পাদনা]