আব্দুল হাই (ঝিনাইদহের রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মো: আব্দুল হাই
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১ অক্টোবর ২০০১ – ১৬ মার্চ ২০২৪
পূর্বসূরীআব্দুল ওয়াহাব
উত্তরসূরীশূন্য
বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১৬ সেপ্টেম্বর ২০১২ – ২১ নভেম্বর ২০১৩
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৫২-০৫-০১)১ মে ১৯৫২
ঝিনাইদহ জেলা, বাংলাদেশ
মৃত্যু১৬ মার্চ ২০২৪(2024-03-16) (বয়স ৭১)
ব্যাংকক, থাইল্যান্ড
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তানএক মেয়ে এবং ২ ছেলে

মো: আব্দুল হাই (১ মে ১৯৫২ – ১৬ মার্চ ২০২৪) বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী।[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

আব্দুল হাই ১ মে ১৯৫২ সালে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ফয়জুদ্দীন মোল্লা ও মাতার ছকিরন নেছা দম্পতির তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার ছোট তিনি। তিনি ১৯৬৭ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঝিনাইদহ সরকারি কেসি কলেজে ভর্তি হন।[৩]

বিবাহিত জীবনে তার এক মেয়ে এবং ২ ছেলে।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

পেশার ব্যবসায়ী মো: আব্দুল হাই রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি ১৯৬৮ সালে মহকুমা ছাত্রলীগের সহ-সভাপতি ও ১৯৬৯ সালে সরকারি কেসি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। একই বছর তিনি বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন।[২]

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি ঝিনাইদহে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন। দেশ স্বাধীনের পর তিনি ঝিনাইদহ যুবলীগের আহ্বায়ক ও ১৯৭৩ সালে যুবলীগের মহকুমা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[২]

১৯৮৭ সালে তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৯৮ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।[২]

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৪]

২০০৫ সালে আব্দুল হাই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং মৃত্যুর আগপর্যন্ত দায়িত্ব পালন করেন।[২]

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৫]

১৬ সেপ্টেম্বর ২০১২ থেকে ২১ নভেম্বর ২০১৩ সাল পর্যন্ত তিনি মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[৬]

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৭]

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৮]

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৯]

মৃত্যু[সম্পাদনা]

আব্দুল হাই ১৬ মার্চ ২০২৪ সালে স্থানীয় সময় সকাল ৬টায় থাইল্যান্ডের ব্যাংককের বামরুণগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই মারা গেছেন"রাইজিংবিডি.কম। ১৬ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৪ 
  2. "ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মারা গেছেন"দৈনিক প্রথম আলো। ১৬ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৪ 
  3. ঝিনাইদহ-১, মো: আব্দুল হাই। "Constituency 81_10th_Bn"www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৪ 
  4. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  5. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১০ 
  6. "বর্তমান ও সাবেক মাননীয় প্রতিমন্ত্রীগণ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  7. "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২ 
  8. "১১তম সংসদের সদস্যবৃন্দ"জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯ 
  9. "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"আরটিভি। ৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৪