আব্দুর রউফ আজহার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আব্দুল রউফ আজহার কাশ্মীর এবং আফগানিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের এক সেনাপতি ছিলেন।[১][২]জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসউদ আজহারের ছোট ভাই তিনি। তিনি ভারতীয় বিমান সংস্থার ৮১৪ বিমান ছিনতাইয়ের সাথে জড়িত ছিলেন এবং জঙ্গি তৎপরতায় জড়িত থাকার কারণে তিনি ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড ব্যক্তি।

আব্দুর রউফ আজহার ২০০৭ সালের ২১ এপ্রিল মাসে তার বড় ভাই মাওলানা মাসউদ আজহারের পরে জইশ-ই-মুহাম্মদের দায়িত্ব গ্রহণ করেন।[২]

২০০৯ সালে বিবিসি নিউজ রিপোর্ট করে যে, তিনি ইসলামাবাদে তলব করা নেতাদের একজন ছিলেন। যারা ৪২ জন বেসামরিক নাগরিককে আটক করেছে।[১]

২রা ডিসেম্বর, ২০১০ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Cookies not enabled?"verify1.newsbank.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৩ 
  2. "WebCite query page"www.webcitation.org। ২০১৭-১০-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৩