আবু হেনা মো. রহমাতুল মুনিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবু হেনা মো. রহমাতুল মুনিম
সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৬ জানুয়ারি ২০২০
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীমোশাররফ হোসেন ভূঁইয়া
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1961-01-06) ৬ জানুয়ারি ১৯৬১ (বয়স ৬৩)
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
পেশাসিনিয়র সচিব, সরকারি কর্মকর্তা

আবু হেনা মো. রহমাতুল মুনিম (জন্ম: ৬ জানুয়ারি ১৯৬১) বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা যিনি বর্তমানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও সিনিয়র সচিব ছিলেন। [১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

মুনিম সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় ১৯৬১ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি থেকে উন্নয়ন পরিকল্পনা বিষয়ক ডিপ্লোমা এবং নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ফিনান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বিভিন্ন প্রশিক্ষণ লাভ করেছেন।[৩][৪]

কর্মজীবন[সম্পাদনা]

আবু হেনা মো. রহমাতুল মুনিম ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন ক্যাডার) সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয় (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে কাজ করেছেন। তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪][৫] প্রসঙ্গত উল্লেখ্য, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবই পদাধিকার বলে এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।[৬] এর পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আবু হেনা মো. রহমাতুল মুনিম এনবিআরের নতুন চেয়ারম্যান"জনকণ্ঠ। ১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২ 
  2. "এনবিআর চেয়ারম্যান থাকছেন রহমাতুল মুনিম"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৮ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২ 
  3. "আরও দুই বছর এনবিআরের চেয়ারম্যান থাকছেন রহমাতুল মুনিম"ঢাকাটাইমস। ২৮ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২ 
  4. "আবু হেনা মোঃ রহমাতুল মুনিম-এর জীবনবৃত্তান্ত"অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। ৩০ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২ 
  5. "নতুন এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম"জাগোনিউজ২৪.কম। ১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২ 
  6. "এনবিআর পেল নতুন চেয়ারম্যান"প্রতিদিনের সংবাদ। ১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২ 
  7. "বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক রহমাতুল মুনিম"আমাদের সময়। ১৩ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২