আবদুল রশিদ খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুল রশিদ খান
আবদুল রশিদ খান
আবদুল রশিদ খান
প্রাথমিক তথ্য
উপনামরসন পিয়া
জন্ম(১৯০৮-০৮-১৯)১৯ আগস্ট ১৯০৮
সালোন, রায়বেরেলি, আগ্রা ও অবধের যুক্তপ্রদেশ ব্রিটিশ ভারত
উদ্ভবউত্তরপ্রদেশ, ভারত
মৃত্যু১৮ ফেব্রুয়ারি ২০১৬(2016-02-18) (বয়স ১০৭)
ধরনহিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত
পেশাসঙ্গীতজ্ঞ, কলকাতার 'আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি'র গুরু
কার্যকাল১৯৭৩–২০১৬
পুরস্কারসংগীত নাটক একাদেমি পুরস্কার (২০০৯)
পদ্মভূষণ (২০১৩)

উস্তাদ আবদুল রশিদ খান (১৯ আগস্ট ১৯০৮ – ১৮ ফেব্রুয়ারি ২০১৬) ছিলেন একজন ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কণ্ঠশিল্পী।[১][২] খেয়াল ছাড়াও তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের ধ্রুপদ, ধামার ও ঠুমরি গোত্রের গানের এক বিরল শিল্পী ছিলেন।[২][৩] ২০২০ খ্রিস্টাব্দে তিনি অতি প্রবীণ সঙ্গীতশিল্পী হিসাবে ভারত সরকারের পদ্ম পুরস্কারে (পদ্মভূষণে) ভূষিত হন।

জন্ম ও প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আবদুল রশিদ খানের জন্ম ১৯০৮ খ্রিস্টাব্দের ১৯ আগস্ট ব্রিটিশ ভারতের আগ্রা ও অবধের যুক্তপ্রদেশ অধুনা ভারতের উত্তরপ্রদেশের বেহরাম খানের ঐতিহ্যবাহী গোয়ালিয়র ঘরানা গায়কির বংশে রায়বেরেলি জেলার সালোন শহরে।[৪] তিনি তার জ্যেঠামশাই বড়ে ইউসুফ খান এবং তার পিতা ছোট ইউসুফ খানের কাছ থেকে সঙ্গীতের প্রাথমিক তালিম নেন।[৫]

পরবর্তীতে পরিবারের বরিষ্ঠ সদস্য চাঁদ খান, বরখুদার খান এবং মাহতাব খান প্রমুখ খ্যাতনামা উচ্চাঙ্গ সঙ্গীতব্যক্তিত্বদের কাছে গোয়ালিয়র ঘরনার গায়কিতে প্রশিক্ষিত হন। তিনি তার নিজস্ব শৈল্পিক সংবেদনশীলতায়, সাঙ্গীতিক প্রতিভায় আরো দক্ষতা অর্জন করেন। প্রসঙ্গত উল্লেখ্য এই যে, ষোড়শ শতকে আকবর দ্য গ্রেট-এর দরবারের নবরত্নের অন্যতম তানসেনের বংশধর ছিলেন তিনি। [৬]

কর্মজীবন[সম্পাদনা]

আবদুল রশিদ খানের ঐতিহ্যবাহী সুররচনায় সংগীত পরিবেশনা বিবিসি এবং ইরাক রেডিও রেকর্ড করে। লখনউস্থিত 'উত্তরপ্রদেশ সঙ্গীত নাটক আকাদেমি' এবং কলকাতার 'আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি'সহ বহুসংস্থা তার রচিত পরিবেশনা রেকর্ড ও সংরক্ষণ করেছে। কয়েক দশক ধরে, তিনি আকাশবাণী এবং লখনউ-এর দূরদর্শনের নিয়মিত শিল্পী ছিলেন। এছাড়াও আবদুল রশিদ খান সদারং সম্মেলন, গোদরেজ সম্মেলন, লক্ষ্ণৌ মহোৎসব, ডোভার লেন সংগীত সম্মেলন, আইটিসি এসআরএ সঙ্গীত সম্মেলন প্রয়াগ সঙ্গীত সমিতির মতো অনেক জাতীয় ও আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণ করেন। সারা ভারতে সঙ্গীত সম্মেলন। তিনি সমালোচক, সহশিল্পী এবং উত্তরপ্রদেশ সঙ্গীত নাটক একাডেমী (১৯৮১), বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (১৯৯৩), পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র এবং প্রেস ক্লাব কলকাতার মতো অনেক স্বীকৃত প্রতিষ্ঠান দ্বারা সম্মানিত হয়েছেন।

আবদুল রশিদ খান তার জীবদ্দশায় ২০০০ টিরও বেশি সুরসমৃদ্ধ পরিবেশনা উপস্থাপন করেছেন এবং একজন কবি ও বিশিষ্ট লেখক তিনি "রসন পিয়া" ছদ্মনাম ব্যবহার করতেন। তিনি যে সকল 'বন্দিশ' গেয়েছিলেন, সেগুলির সৃষ্টিকর্তা ছিলেন তিনি নিজেই। জীবদ্দশায় অসংখ্য ছাত্রকে প্রশিক্ষণও দিয়েছেন তিনি। ১৯৯১ খ্রিস্টাব্দ থেকে প্রশিক্ষণ দিতে তিনি পাকাপাকি ভাবে কলকাতায় বসবাস করতে থাকেন এবং শেষ দিন পর্যন্ত তিনি গুরু হিসেবে 'আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি'-র সঙ্গে যুক্ত ছিলেন।[৪][৬][৭]

জীবনাবসান[সম্পাদনা]

আবদুল রশিদ খান ২০১৬ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ১০৭ বৎসর বয়সে কলকাতায় প্রয়াত হন। ধর্মপ্রাণ মুসলমান সঙ্গীতশিল্পীর মরদেহ পরদিন রায়বেরেলিতে নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য।।[৪][৫][৭]

পুরস্কার এবং স্বীকৃতি[সম্পাদনা]

আবদুল রহিম খান কর্মজীবনে বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।

  • কাশী স্বর গঙ্গা পুরস্কার (২০০৩)
  • রাস সাগর (শিরোনাম) পুরস্কার (২০০৪)
  • ভুওয়ালকা পুরস্কার (২০১০)[৮]

আবদুল রশিদ খান নয়াদিল্লির অল ইন্ডিয়া রেডিও অডিশন কমিটির সদস্য ছিলেন।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. S. Sahaya Ranjit (২ জুন ২০০৮)। "The Tapestry of Tradition"India Today। ৫ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯ 
  2. Jaskiran Kapoor (২০ অক্টোবর ২০১০)। "The centennial man (Abdul Rashid Khan)"The Indian Express (newspaper)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯ 
  3. "Ragas For Late Winter"Outlook (magazine)। ১১ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯ 
  4. "প্রয়াত আব্দুল রশিদ খান"। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১২ 
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; outlook নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  6. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; IndianExpress নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  7. Ustad Abdul Rashid Khan's Tragic Demise (১৮ ফেব্রুয়ারি ২০১৬)। "Ustad Abdul Rashid Khan's Tragic Demise – IBTN9"IBTN9.com website। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯ 
  8. "Bhuwalka Award 2010"। ITC Sangeet Research Academy। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯ 
  9. "Sangeet Natak Akademi: List of Akademi Awardees"Sageet Natak Akademi website। ১৭ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯ 
  10. "At 105, Abdul Rashid Khan becomes oldest person to get Padma Shri"First Post (newspaper)। ২৫ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯