আবদুল মান্নান সিদ্দিকী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুল মান্নান সিদ্দিকী
বাংলাদেশের খাদ্যমন্ত্রী
কাজের মেয়াদ
২৪ মার্চ ১৯৮৬ – ২৫ মে ১৯৮৬
পূর্বসূরীমোহাব্বত জান চৌধুরী
উত্তরসূরীমোহাব্বত জান চৌধুরী
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
কাজের মেয়াদ
১৯ জুলাই ১৯৮৩ – ১৭ ফেব্রুয়ারি ১৯৮৬
পূর্বসূরীমোহাব্বত জান চৌধুরী
উত্তরসূরীমাহমুদুল হাসান
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কাজের মেয়াদ
১০ মে ১৯৮২ – ১১ ডিসেম্বর ১৯৮৩
পূর্বসূরীআব্দুল হাসনাত
উত্তরসূরীএম. এ. মুন’এম
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু২ মে ২০০০
নাগরিকত্বপাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
সামরিক পরিষেবা
শাখাপাকিস্তান সেনাবাহিনী(১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ সেনাবাহিনী
পদমেজর জেনারেল

মেজর জেনারেল আবদুল মান্নান সিদ্দিকী (অজানা - ২ মে ২০০০) একজন বাংলাদেশি সামরিক কর্মকর্তা ও মন্ত্রী ছিলেন। হুসেইন মুহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় তিনি গৃহায়ন ও গণপূর্ত, খাদ্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জীবনী[সম্পাদনা]

আবদুল মান্নান পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর তিনি বাংলাদেশে সেনাবাহিনীতে যোগদান করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তিনি মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স এবং কোয়াটার মাস্টার জেনারেলের দায়িত্ব পালন করেন। হুসেইন মুহাম্মদ এরশাদ সামরিক শাসন জারি করার পর তিনি ১৯৮২ সালের ১০ মে থেকে ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।[১] উপদেষ্টা থাকাবস্থায় ১৯৮৩ সালের ১৯ জুলাই তাকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ১৯৮৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৮৬ সালের ২৪ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত বাংলাদেশের খাদ্যমন্ত্রী ছিলেন।[২]

সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি ফিনিক্স ইন্স্যুরেন্স নামে একটি বীম কোম্পানি প্রতিষ্ঠা করেন। ২০০০ সালের ২ মে তিনি মৃত্যুবরণ করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাবেক মন্ত্রীদের নামের তালিকা"গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "প্রাক্তন মন্ত্রীদের তালিকা"খাদ্য মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "Maj Gen (retd) Abdul Mannan Siddique's death anniv tomorrow"নিউ এজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২০