আবদুর রাজ্জাক খান
আবদুর রাজ্জাক খান | |
---|---|
পটুয়াখালী-৪ আসনের সাংসদ | |
কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
পূর্বসূরী | আব্দুল বাতেন |
উত্তরসূরী | আনোয়ারুল ইসলাম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১২ অক্টোবর ১৯৪৬ পটুয়াখালী জেলা, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ১৬ জুন ২০১৬ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, ঢাকা |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
সন্তান | তিন ছেলে, চার মেয়ে |
আবদুর রাজ্জাক খান (১২ অক্টোবর ১৯৪৬-১৬ জুন ২০১৬) বাংলাদেশের পটুয়াখালী জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য।[১][২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আবদুর রাজ্জাক খান ১২ অক্টোবর ১৯৪৬ সালে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আবদুর রাজ্জাক খান জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। জনতা ব্যাংকের সাবেক পরিচালক ও মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলার সাবেক কমান্ডার ছিলেন তিনি।[৪]
আবদুর রাজ্জাক ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[২][৩]
মৃত্যু
[সম্পাদনা]আবদুর রাজ্জাক খান ১৬ জুন ২০১৬ সালে ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে সমাহিত করা হয়।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সাবেক এমপি রাজ্জাক খানের মৃত্যুতে এরশাদের শোক"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৬ জুন ২০১৬। ২২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০।
- ↑ ক খ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০।
- ↑ ক খ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০।
- ↑ কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি (১৭ জুন ২০১৬)। "জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক খানের ইন্তেকাল"। দৈনিক যুগান্তর। ২৩ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২০।
- ↑ "বাংলাদেশ সংবাদ, শোক, আবদুর রাজ্জাক খান"। দৈনিক প্রথম আলো। ১৭ জুন ২০১৬। ২৩ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০।