আন্তর্জাতিক চা দিবস
আন্তর্জাতিক চা দিবস | |
---|---|
![]() শ্রীলঙ্কার একটি চা বাগান; শ্রীলঙ্কা বিশ্বের একটি অন্যতম চা উৎপাদনকারী দেশ | |
আনুষ্ঠানিক নাম | আন্তর্জাতিক চা দিবস |
পালনকারী | চা উৎপাদনকারী দেশসমূহ |
শুরু | ২০০৫ |
তারিখ | ১৫ ডিসেম্বর |
আন্তর্জাতিক চা দিবস প্রতি বছর ১৫ ডিসেম্বর উদযাপিত হয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালাউই, মালয়েশিয়া, উগান্ডা, ভারত ও তানজানিয়ার মতো চা উৎপাদনকারী দেশসমূহ ২০০৫ সাল থেকে প্রতি বছর এই দিবসটি উদযাপন করে আসছে।[১] আন্তর্জাতিক চা দিবসের উদ্দেশ্য হলো চা-কর্মী ও উৎপাদকদের ওপর বৈশ্বিক বাণিজ্যের প্রভাব সরকার ও জনগণের সামনে তুলে ধরা এবং অর্থনৈতিক সমর্থন ও ন্যায্য বাণিজ্যের সংযোগ স্থাপন করা।[২][৩]
২০০৪ সালে বিশ্ব সামাজিক সম্মেলনের পর ২০০৫ সালে প্রথম আন্তর্জাতিক চা দিবস উদযাপিত হয় ভারতের নয়া দিল্লিতে।[৪] পরবর্তীতে ২০০৬ ও ২০০৮ সালে দিবসটি উদযাপনের আয়োজন করে শ্রীলঙ্কা।[২] আন্তর্জাতিক চা দিবস উদযাপন ও এর সাথে সম্পর্কিত বিশ্ব চা সম্মেলন যৌথভাবে বিভিন্ন শ্রমকল্যাণ সমিতি আয়োজন করে থাকে।[২]
২০১৫ সালে ভারত সরকার খাদ্য ও কৃষি সংস্থার মাধ্যমে দিবসটির উদযাপন আরো বিস্তৃত করার প্রস্তাব দেয়।[৫]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "International Tea Day"। Confederation of Indian Small Tea Growers Association। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫।
- ↑ ক খ গ "South Asian tea workers call for International Tea day"। সানডে টাইমস, শ্রীলঙ্কা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫।
- ↑ "International Tea Day: Consumers Demand a Fair Cuppa"। ফেয়ারট্রেড কানাডা। ১১ জানুয়ারি ২০১০। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫।
- ↑ "International Tea Day 2005 Report" (PDF)। শিক্ষা ও যোগাযোগ কেন্দ্র। ২ মার্চ ২০০৬। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫।
- ↑ "'Tea day' proposal to UN"। দ্য টেলিগ্রাফ। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫।
বহিসংযোগ[সম্পাদনা]
- শিক্ষা ও যোগাযোগ কেন্দ্র (আন্তর্জাতিক চা দিবস উদযাপনের ছবিসহ)
- ভারতীয় চা সংঘ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |