আন্তর্জাতিক চা দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তর্জাতিক চা দিবস
শ্রীলঙ্কার একটি চা বাগান; শ্রীলঙ্কা বিশ্বের একটি অন্যতম চা উৎপাদনকারী দেশ
আনুষ্ঠানিক নামআন্তর্জাতিক চা দিবস
পালনকারীচা উৎপাদনকারী দেশসমূহ
শুরু২০০৫
তারিখ২১ মে

আন্তর্জাতিক চা দিবস[১] প্রতি বছর ২১ মে উদযাপিত হয়। ভারত বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালাউই, মালয়েশিয়া, উগান্ডাতানজানিয়ার মতো চা উৎপাদনকারী দেশসমূহ ২০০৫ সাল থেকে প্রতি বছর এই দিবসটি উদযাপন করে আসছে।[২] পূর্বে ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক চা দিবস পালন করা হতো। ২০১৯ সালে, চা সংক্রান্ত আন্তঃসরকারি গোষ্ঠী ২১ মে আন্তর্জাতিক চা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়।[৩] আন্তর্জাতিক চা দিবসের উদ্দেশ্য হলো চা-কর্মী ও উৎপাদকদের ওপর বৈশ্বিক বাণিজ্যের প্রভাব সরকার ও জনগণের সামনে তুলে ধরা এবং অর্থনৈতিক সমর্থন ও ন্যায্য বাণিজ্যের সংযোগ স্থাপন করা।[৪][৫]

২০০৪ সালে বিশ্ব সামাজিক সম্মেলনের পর ২০০৫ সালে প্রথম আন্তর্জাতিক চা দিবস উদযাপিত হয় ভারতের নতুন দিল্লিতে[৬] পরবর্তীতে ২০০৬ ও ২০০৮ সালে দিবসটি উদ্‌যাপনের আয়োজন করে শ্রীলঙ্কা[৪] আন্তর্জাতিক চা দিবস উদ্‌যাপন ও এর সাথে সম্পর্কিত বিশ্ব চা সম্মেলন যৌথভাবে বিভিন্ন শ্রমকল্যাণ সমিতি আয়োজন করে থাকে।[৪]

২০১৫ সালে ভারত সরকার খাদ্য ও কৃষি সংস্থার মাধ্যমে দিবসটির উদ্‌যাপন আরো বিস্তৃত করার প্রস্তাব দেয়।[৭]

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সাল থেকে ২১ মে দিবসটিকে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জাতীয় চা দিবস আজ"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৯ 
  2. "International Tea Day"Confederation of Indian Small Tea Growers Association। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫ 
  3. বিশ্বজুড়ে দৈনিক ২ বিলিয়ন কাপ চা পান করেন মানুষ, জাগো নিউজ টুয়েন্টি ফোর ডটকম, ২১ মে ২০২৩
  4. "South Asian tea workers call for International Tea day"সানডে টাইমস, শ্রীলঙ্কা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫ 
  5. "International Tea Day: Consumers Demand a Fair Cuppa"ফেয়ারট্রেড কানাডা। ১১ জানুয়ারি ২০১০। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫ 
  6. "International Tea Day 2005 Report" (পিডিএফ)। শিক্ষা ও যোগাযোগ কেন্দ্র। ২ মার্চ ২০০৬। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫ 
  7. "'Tea day' proposal to UN"দ্য টেলিগ্রাফ। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫ 

বহিসংযোগ[সম্পাদনা]