আনারকলি মারিকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আনারকলি মারিকার
জন্ম
নিয়াস মারিকার

জাতীয়তাভারতীয়
নাগরিকত্ব ভারত
মাতৃশিক্ষায়তনমার ইভানিওস কলেজ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১৬–বর্তমান

আনারকলি মারিকার হলেন একজন ভারতীয় অভিনেত্রী। যিনি প্রধানত মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করেন।

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

আনারকলির জন্ম নিয়াস মারিকার এবং লালী পি এম তার বাবা একজন ফটোগ্রাফার এবং মা একজন অভিনেত্রী। লক্ষ্মী মারিকার নামে তার একটি বড় বোন রয়েছে, যিনি মালায়ালম চলচ্চিত্র নং ১ স্নেহাথিরাম ব্যাঙ্গালোর উত্তরের প্রাক্তন শিশু অভিনেতা ছিলেন। আনারকলি তিরুবনন্তপুরমের মার ইভানিওস কলেজ থেকে গণযোগাযোগে তার ডিগ্রি সম্পন্ন করেন। তিনি তার বোনের বন্ধু, সিনেমাটোগ্রাফার অনিন্দ সি চন্দ্রনের মাধ্যমে তার প্রথম চলচ্চিত্র আনন্দম-এ ভূমিকার প্রস্তাব পান।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mohandas, Vandana (২০ অক্টোবর ২০১৭)। "Anarkali emerges from the shadows"Deccan Chronicle। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]