আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল
আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় Atatürk Devlet Modeli Lisesi | |
---|---|
অবস্থান | |
স্থানাঙ্ক | ২২°৫৬′১৯″ উত্তর ৯১°১৮′১১″ পূর্ব / ২২.৯৩৮৬৮৭° উত্তর ৯১.৩০৩০৭৪° পূর্ব |
তথ্য | |
প্রাক্তন নাম | মিডল ইংলিশ স্কুল |
বিদ্যালয়ের ধরন | মাধ্যমিক |
প্রতিষ্ঠাকাল | ৬ জানুয়ারি ১৯৩৯ |
ইআইআইএন | ১০৬৫১২ |
প্রধান শিক্ষক | মোবারক হোসেন |
শ্রেণি | ৬–১০ |
শিক্ষার্থী সংখ্যা | ১৩৬৫ |
শিক্ষায়তন | ৮ একর |
ওয়েবসাইট | ataturkschool.edu.bd |
আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল বাংলাদেশের ফেনী জেলায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। এটি জেলার প্রাচীনতম বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। ৮ একর জমির উপরে নতুন ভবন নির্মিত এই বিদ্যালয়ের নাম তুরস্কের জাতির জনক ও প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্কের নামে রাখা হয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]তৎকালীন ফেনী মহকুমার কর্মকর্তা মিজানুর রহমান এলাকার কিছু ব্যক্তিদের সাহায্য নিয়ে এই বিদ্যালয়টি ১৯৩৯ সালের ৬ জানুয়ারিতে[১] প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালে এর নাম ছিলো "মিডল ইংলিশ স্কুল"। বিদ্যালয় প্রতিষ্ঠার পর এর প্রধান শিক্ষক হিসেবে জালাল উদ্দিন আহমদ ১৯৫১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।[২] ১৯৮১ সালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইলতার তুর্কমেন ও বাংলাদেশে নিযুক্ত তৎকালীন তুর্কি রাষ্ট্রদূত মতিন সেরমান এবং ২৪ ডিসেম্বর ১৯৮২ সালে সেই দেশের রাষ্ট্রপতি কেনান এভরেন বিদ্যালয়টি পরিদর্শনে আসেন। পরবর্তীতে বাংলাদেশে প্রেরিত একটি প্রযুক্তিগত দল রাষ্ট্রপতিকে সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে তুরস্কের সরকার বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের জন্য দুই কোটি টাকা দান করে।[৩] ২১ জানুয়ারি ২০১৬ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বিদ্যালয় বা কলেজহীন জেলা ও উপজেলায় থাকা বিদ্যালয় ও কলেজকে সরকারিকরণ করার আশ্বাস দেন। এরপর ১১ এপ্রিল ২০১৮ সালে প্রজ্ঞাপন জারির মাধ্যমে আতাতুর্ক মডেল হাই স্কুলকে সরকারিকরণের আদেশ দেওয়া হয়।[৪]
বিতর্ক
[সম্পাদনা]২০১৭ সালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোবারক হোসেনের বিরুদ্ধে এক ছাত্রীর মা ভর্তি বানিজ্যের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আনুষ্ঠানিকভাবে অভিযোগ তুলেন। হাজারিকা প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে বিদ্যালয়ে প্রশাসনে স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে।[৫] ২০২১ সালের ১৮ জানুয়ারিতে দাগণভূঞায় এলাকাবাসী কর্তৃক অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে মোবারক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তাকে পদত্যাগপত্র দেওয়ার দাবি জানিয়ে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান করে।[৬]
প্ৰাক্তন শিক্ষার্থী
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bengal's contribution to Turkish independence"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৯ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ এ.বি.এম মোহিববুর রহমান (২০১২)। "আতাতুর্ক মডেল হাই স্কুল"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "কামাল আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয়"। দৈনিক ইত্তেফাক। ২৪ অক্টোবর ২০১৩। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৫।
- ↑ "প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ২১ মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো"। বাংলা ট্রিবিউন। ১১ এপ্রিল ২০১৮। ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "দাগনভূঞা আতাতুর্ক হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভর্তি বানিজ্যের অভিযোগ"। হাজারিকা প্রতিদিন। ১২ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ হিরন, জাহিদুল ইসলাম (১৮ জানুয়ারি ২০২১)। "প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদে দাগনভুঞায় মানববন্ধন"। প্রবাসীর দিগন্ত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।