আজানপীরের দরগাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আজানপীরের দরগাহ
ধর্ম
জেলাশিবসাগর জেলা
অবস্থান
রাজ্যআসাম

আজানপীরের দরগাহ আসামের হিন্দু-মুসলমানের চিরকালীন সম্প্রীতির প্রতীক তথা জিকির-এর জন্মদাতা আজান পীরের স্মৃতিতে নির্মাণ করা এক মসজিদ। এই দরগাহ অবস্থিত শিবসাগর শহর থেকে প্রায় ১৯-২০ কি.মি. দূরে। দিখৌ এবং ব্রহ্মপুত্রের সংগমস্থলের কাছে শরাগুড়ি চাপরিতে। দিখৌ এবং ব্রহ্মপুত্রের নদী তিনদিকে বেশি আছে। উল্লেখ্য যে আহোম রাজা তৈরি করা মঠের চিহ্ন এই দরগাহে এখনও দেখতে পাওয়া যায়। বাইরে একটি গড় এবং গড়টির মধ্যে এবং একটি ছোট গড় আছে। এই গড়টির মধ্যে একটি মসজিদ এবং কাছে একটি কবর এবং একটি পুকুর আছে। মসজিদ থেকে অল্প দূরে একটি উঁচু এবং প্রশস্ত কবর আছে। এই কবরটিকে আজান পীরের কবর বলে জনশ্রুতি আছে। পরে কবরটি পুনরায় নির্মাণ করা হয়। মঠটির মধ্যে একসারি শরা গাছ আছে। জনশ্রুতি মতে, এই গাছের তলায় আজান পীর সাহেব সঙ্গীদের সাথে একসাথে জিকির গাইতেন, জিকির রচনা করতেন এবং চর্চা করতেন। পরে এই শরা গাছ থেকে এই স্থানটির নাম হয় শরাগুড়ি চাপরিআজান পীর চূণপোরায় থাকাকালে আহোম রাজা শরাগাছের ১০০ বিঘা মাটি দিয়ে একটি গড় তৈরি করে দিয়েছিলেন। এখানে পীর সাহেব আশ্রম তৈরি করেন। হজরত পীরের মৃত্যু কখন হয়েছিল সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায় না। শরাগুড়ি চাপরির কাছে তাঁর কবর আছে বলে বিশ্বাস করে ইসলাম ধর্মীরা তা দর্শন করতে যায়। তাঁর সমাধিস্থলটি হিন্দু-মুসলমানের মিলনভূমি। গোটা বছরজুড়ে দিখৌ মুখের ঘাট দিয়ে তাঁর দরগাহে অসংখ্য লোকের সমাগম হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]