আগা খান মিন্টু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু
ঢাকা-১৪ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
(খ্রিষ্টব) ২৪ জুন ২০২১
উত্তরসূরীমাইনুল হোসেন খান নিখিল
ব্যক্তিগত বিবরণ
জন্মআগা খান মিন্টু
(খ্রিষ্টব) ১৫ মারচ,১৯৫২
কাওন্দিয়া ইউনিয়ন,সাভার,ঢাকা,পোশ্চিম পাকিস্তান
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীহেনা বেগুম
সম্পর্কফারুক (খালাতো ভাই)
পিতামাতা(পিতা) মরহুম বোক্তিয়ার খান

আগা খান মিন্টু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা যিনি ঢাকা-১৪ আসনের সাবেকসংসদ সদস্য[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

আগা খান মিন্টু ঢাকার মিরপুরের কাউন্দিয়ায় জন্মগ্রহণ করেন। বর্তমানে মিরপুরের শাহআলীর বাসিন্দা।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

আগা খান মিন্টু ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৭০ সালে বৃহত্তর মিরপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রীয় ভাবে অংশহণ করেন।

১৯৮৩ সালে তিনি বৃহত্তর মিরপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। ১৯৯৩ সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের গাবতলী-মিরপুর এলাকার (৮নং ওয়ার্ড) আওয়ামীলীগ মনোনীত কমিশনার ছিলেন। তিনি ১৯৯৪ সালে বৃহত্তর মিরপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। ২০১৬ সাল থেকে তিনি শাহআলী থানা আওয়ামী লীগের সভাপতি।

৪ এপ্রিল ২০২১ সালে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক মৃত্যুবরণ করলে শূন্য আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ২৪ জুন ২০২১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন ২০২৪ সালের নির্বাচনে তিনি তার আসনে নৌকার প্রতিক পাননি ।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দুটিতেই বিনা ভোটে জয়ের পথে নৌকা"দৈনিক কালের কণ্ঠ। ২৪ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২১ 
  2. "ঢাকা-১৪: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আগা খান"দৈনিক যুগান্তর। ২৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২১