আই লভ ইউ (২০০৭-এর চলচ্চিত্র)
আই লভ ইউ | |
---|---|
পরিচালক | রবি কিনাগী |
প্রযোজক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
চিত্রনাট্যকার | এন.কে. সলিল |
উৎস | পারুচুরি ভ্রাতৃদ্বয় কর্তৃক নুভোস্তান্তে নিনদান্তানা |
শ্রেষ্ঠাংশে | দেব পায়েল সরকার |
সুরকার | জিৎ গাঙ্গুলী |
চিত্রগ্রাহক | নাইড়ু |
সম্পাদক | রবি কিনাগী |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি | ১২ জুলাই, ২০০৭ |
স্থিতিকাল | ১৫০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
আই লভ ইউ খ্যাতিমান পরিচালক রবি কিনাগী পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ২০০৭ সালের একটি বাংলা চলচ্চিত্র।[১][২] চলচ্চিত্রটির কাহিনি ১৯৮৯ সালের সূরয আর. বার্জাত্য পরিচালিত ম্যাঁয়নে পেয়ার কিয়া চলচ্চিত্রের ন্যায়। চলচ্চিত্রটি মূলত অণুপ্রাণিত হয়েছে ২০০৫ সালের তেলুগু চলচ্চিত্র নুভোস্তান্তে নিনদান্তানা থেকে।
কাহিনি
[সম্পাদনা]চলচ্চিত্রটি এক ধনী পুত্র এবং দরিদ্র কন্যার মধ্যকার প্রেমের গল্প। রাহুল (দেব) তার বোন বর্ষা এর বিয়ের জন্য লন্ডন থেকে ফিরে আসে। তার বাবা (অরুণ বন্দ্যোপাধ্যায়) বিরাট আয়োজনে মেয়ের বিয়ে ব্যবস্থা করেছেন। বিয়ের জন্য বর্ষা তার সেরা বন্ধু পূজা (পায়েল সরকার) কে নিয়ে আসে। এদিকে রাহুল-এর সাথে মোনার বিয়ে আগে থেকেই মুখের কথায় ঠিক করা হয়েছে। তাই মোনার বাবা (রজতাভ দত্ত) ও মোনার মা (কমলিকা বন্দ্যোপাধ্যায়) বিয়েবাড়িতে উপস্থিত হয়। এদিকে দেখতে দেখতে রাহুল ও পূজার মধ্যে নানা খুনসুটি থেকে ভালবাসা হয়ে যায়। তাই পূজার বড়ভাই (তাপস পাল) বিয়েতে কমদামি উপহার নিয়ে এলে মোনার বাবা ও রাহুলের বাবা তাকে অপমান করে। তিনি পূজাকে নিয়ে বাড়ি থেকে চলে যান।
রাহুল পূজার কাছে যেতে চায়। তাই সে বাড়ির সম্পত্তি এবং মোনাকে রেখে পূজাদের গ্রামের বাড়িতে যায়। কিন্তু পূজার বড়ভাই কিছুতেই ধনীর ছেলের কাছে নিজের বোনকে তুলে দেবেন না। তিনি রাহুলকে তাদের জীবনধারায় অভ্যস্ত হওয়ার কঠিন চ্যালেঞ্জ দেন। রাহুল তা মোকাবেলা করে সফল হয় এবং পূজার বড়ভাইয়ের মনজয় করে নেয়। রাহুলের বাবাও রাহুলকে নিয়ে যেতে গ্রামে এসে তার ভালবাসার একাগ্রতা দেখে মনে মনে মেনে নেয়।
কিন্তু মোনার বাবা কিছুতেই মেনে নেয়না। সে পূজাকে গ্রামেরই এক গুণ্ডাকে দিয়ে অপহরণ করায়। কিন্তু শেষে রাহুল সবাইকে বাঁচায়। গুণ্ডাকে সে মারতে গেলে তার জায়গায় পূজার বড়ভাই এসে মেরে ফেলে। ফলে তার জেল হয়।
চলচ্চিত্রে দেখানো হয় যে তিনি জেল থেকে মুক্তির আগের দিন কারাগারের দ্বারবানকে এই সমস্ত কাহিনি বলছেন এবং তার ভাগ্নে/ভাগ্নির নাম ঠিক করছেন কারণ তিনি নিশ্চিত ছিলেন যে পূজা ও রাহুল-এর বিয়ে হয়ে গেছে। কিন্তু জেল থেকে বেরিয়ে তিনি দেখতে পান যে তারা বড়ভাইয়ের আশীর্বাদ পাবেনি দেখে বিয়ে করেনি। পরে পূজার বড়ভাই আশীর্বাদ করলে বিয়ে করবে বলে ঠিক করেছিল তারা।
অভিনয়ে
[সম্পাদনা]- রাহুল চরিত্রে দেব
- পূজা চরিত্রে পায়েল সরকার
- পূজার বড় ভাই চরিত্রে তাপস পাল
- রাহুলের বাবা চরিত্রে অরুণ বন্দ্যোপাধ্যায়
- রাহুলের মা চরিত্রে অণুরাধা রায়
- মোনার বাবা চরিত্রে রজতাভ দত্ত
- মোনার মা চরিত্রে কমলিকা বন্দ্যোপাধ্যায়
- ভারত পাল
- শুভাশিষ মুখোপাধ্যায়
- পূজার বন্ধু চরিত্রে কণিকা বন্দ্যোপাধ্যায়
- পূজার বন্ধু/রাহুলের বোন চরিত্রে পাওলি দাম
- সুমিত গঙ্গোপাধ্যায়
- জয় বদলানী
সঙ্গীত
[সম্পাদনা]আই লভ ইউ | ||||
---|---|---|---|---|
কর্তৃক সঙ্গীত অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ২০০৭ | |||
ঘরানা | চলচ্চিত্রের গান | |||
জিৎ গাঙ্গুলী কালক্রম | ||||
|
শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারের এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন জিৎ গাঙ্গুলী।[৩]
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "আই লভ ইউ" | শান, শ্রেয়া ঘোষাল | |
২. | "ভালবাসা হাত বাড়াল" | শান, শ্রেয়া ঘোষাল | |
৩. | "দূর ঐ পাহাড় মিশেছে" | বাবুল সুপ্রিয়, শ্বেতা, শ্রেয়া ঘোষাল | |
৪. | "একটা কথা বলব" | বাবুল সুপ্রিয়, শ্রেয়া ঘোষাল | |
৫. | "মন মানে না" | সনু নিগম | |
৬. | "চলরে চলরে ভাই" | সনু নিগম |
চরিত্রের মানচিত্র এবং পুনঃনির্মাণ
[সম্পাদনা]নুভোস্তান্তে নিনদান্তানা (২০০২) (তেলুগু) |
সামথিং সামথিং... উনাক্কাম এনাক্কাম (২০০৩) (তামিল) |
নিনিল্লো নানাল্লে (২০০৫) (কন্নড়) |
রামাইয়া বাস্তাবাইয়া (২০১৪) (হিন্দি) |
আই লাভ ইউ (২০০৭-এর চলচ্চিত্র) | সুনা ছাদহেই মো রূপা ছাদহেই (ওড়িয়া) |
নিঃশ্বাস আমার তুমি (বাংলাদেশ) |
শ্রী হরি | ফবু | বিষ্ণুবর্ধণ | সোনু সূদ | তাপস পাল | সিদ্ধার্থ মহাপত্র | মিশা সওদাগর |
সমালোচকদের গ্রহণ
[সম্পাদনা]চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বাণিজ্যিকভাবে সফল ছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Bhattacharya, Arnab (২০০৭-০১-২৬)। "The Telegraph - Calcutta : I Love You"। Calcutta, India: www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৩।
- ↑ "I Love You (2007) Movie"। www.gomolo.in। ২০০৯-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৩।
- ↑ Songs">"I Love You 2007 -> Songs"। ১০ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা ভাষার চলচ্চিত্র
- Music infoboxes with Module:String errors
- ২০০৭-এর চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- রবি কিনাগী পরিচালিত চলচ্চিত্র
- ২০০০-এর দশকের বাংলা ভাষার চলচ্চিত্র
- তেলুগু চলচ্চিত্রের বাংলা পুনর্নির্মাণ
- জিৎ গাঙ্গুলী সুরারোপিত চলচ্চিত্র
- বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র
- ভারতীয় প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র