অসীম কামাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অসীম কামাল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মদ অসীম কামাল
জন্ম (1976-05-31) ৩১ মে ১৯৭৬ (বয়স ৪৭)
করাচি, সিন্ধু, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনবাম-হাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনরাইট-আর্ম অফ-ব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৮০)
১৭-২১ অক্টোবর ২০০৩ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টেস্ট২৮ নভেম্বর ২০০৫ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট প্রথম শ্রেণি লিস্ট এ টি২০
ম্যাচ সংখ্যা ১২ ৮৪ ৩৬
রানের সংখ্যা ৭১৭ ৪৪৬৭ ৮৫০ ১৫১
ব্যাটিং গড় ৩৭.৭৩ ৩৭.৫৩ ৩১.৪৮ ২৫.১৬
১০০/৫০ ০/৮ ৮/২৮ ০/৬ ০/০
সর্বোচ্চ রান ৯৯ ১৬৪ ৬৩ ৪৯
বল করেছে ১১৪ ১২
উইকেট
বোলিং গড় ৩৮.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a
সেরা বোলিং ১/৬ / /
ক্যাচ/স্ট্যাম্পিং ১০/- ৬৯/- ১২/– /–
উৎস: Cricinfo, ২৩ ডিসেম্বর ২০১৩

মোহাম্মদ অসীম কামাল (উর্দু: عاصم کمال‎‎; জন্ম: ৩১ মে ১৯৭৬ সালে করাচিতে) একজন পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার যিনি ২০০৩ থেকে ২০০৫ সালের মধ্যে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন।[১]

তিনি টেস্ট অভিষেকের সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৯ রান করেছিলেন।[২] কামাল তার অভিষেকের পর থেকে ১২ টি টেস্ট (২০ ইনিংস) খেলেছেন। কামাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৭ এবং ভারতের বিপক্ষে ৯১ ও ৭৩ রান করেছেন। কামাল ৮ টি হাফ-সেঞ্চুরিও করেছেন। তিনি ১০ টি ক্যাচও নিয়েছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Batsmen who quit too soon: Pakistan's Mohammad Wasim, Asim Kamal, England's Marcus Trescothick, Jonathan Trott | Sports | thenews.com.pk"www.thenews.com.pk 
  2. "Asim Kamal"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৫