অষ্ট ভূজা প্রসাদ শুক্লা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অষ্ট ভূজা প্রসাদ শুক্লা উত্তরপ্রদেশের খালিলাবাদ থেকে লোকসভার বিজেপি সদস্য। [১] তাঁর বাবার নাম কপিল দেব শুক্লা। তিনি ১৯৫৫ সালের ২০ ডিসেম্বর বস্তী জেলার (ইউপি) কাতারসোয়াম গ্রামে জন্মগ্রহণ করেন এবং তাঁর মামার বাড়ী গৌড়পুরের নওরদৌর গ্রামে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তাঁর মামা রাজদেও পান্ডে ছিলেন গ্রামের গ্রাম প্রধান যার শালীনতার প্রবল প্রভাব তাঁর যুবমনে পড়েছিল।

১৯৭৮ সালের জুন মাসে তিনি শ্রীমতী সাবিত্রী শুক্লার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি ছেলে ও তিন মেয়ে রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা এলএলবি ও এমএ এবং তিনি কাতারসোয়াম, পোস্ট- ধানঘাটা, জেলা- বাস্তি (ইউপি)।

তথ্যসূত্র[সম্পাদনা]