অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, বিলাসপুর
অবয়ব
নীতিবাক্য | সারভে সন্তু নিরাময় |
---|---|
ধরন | পাবলিক বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২০২০ |
সভাপতি | রণদীপ গুলেরিয়া [১] |
পরিচালক | ডাঃ. বীর সিং নেগি |
শিক্ষার্থী | ২০০ |
স্নাতক | ২০০ |
অবস্থান | , , ভারত |
ওয়েবসাইট | www |
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, বিলাসপুর ( এইমস বিলাসপুর ) [২] একটি পাবলিক ইনস্টিটিউট। মেডিকেল স্কুল এবং হাসপাতালটি ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুরে অবস্থিত এবং এটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) এর মধ্যে একটি। ৪ অক্টোবর ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। [৩] এবং ০৫ অক্টোবর ২০২২ সালে উদ্বোধন করা হয়েছিল [৪]
শিক্ষাবিদ
[সম্পাদনা]ইনস্টিটিউটটি ৫০ জন শিক্ষক নিয়ে এমবিবিএস ছাত্রের প্রথম ব্যাচ শুরু করেছিল। এরপর ২০-২১ শিক্ষাবর্ষে চালু হওয়ার পর পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অভ মেডিক্যাল এডুকেশন & রিসার্চ, চন্ডীগড় হল ও আল ইন্ডিয়া ইনস্টিটিউট অভ মেডিক্যাল সায়েন্সেস বিলাসপুর নতুন প্রতিষ্ঠান চালু হয়। [৫]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Randeep Guleria takes charge as President of AIIMS, Bilaspur"। ThePrint। ফেব্রুয়ারি ৫, ২০২৩। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৫, ২০২৩।
- ↑ "AIIMs is currently now being constructed in Bilaspur district of beautiful state of Himachal Pradesh"। Himachal Go। ১২ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১।
- ↑ "Foundation Stone Of All India Institute Of Medical Sciences (AIIMS) Laid At Bilaspur, Himachal Pradesh"। Business World। ২০১৭-১০-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৫।
- ↑ "AIIMS Bilaspur in Himachal Pradersh inaugurated"। Punjab News Express। ২০২১-০১-১২। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৫।
- ↑ "First MBBS batch welcomed at AIIMS, Bilaspur"। The Tribune। ২০২১-০১-১২। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৭।