বিষয়বস্তুতে চলুন

অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া একটি রবীন্দ্রসঙ্গীতবাংলা ভাষায় গানটি রবীন্দ্রনাথ ঠাকুর ১৩১৫ বঙ্গাব্দের ৩ ভাদ্র তারিখে (১৯০৮ খ্রিষ্টাব্দ) রচনা করেছিলেন।[][] রবীন্দ্রনাথ জীবিতকালে তাঁর স্বরচিত যে গানগুলো গ্রামোফোনে রেকর্ড করেছিলেন সেগুলোর মধ্যে এটি অন্যতম।[]

"অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া"
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
রচিত৩ ভাদ্র ১৩১৫ বঙ্গাব্দ (১৯০৮ খ্রিষ্টাব্দ)
ধারারবীন্দ্রসঙ্গীত
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর

গানের কথা

[সম্পাদনা]

অমল ধবল পালে লেগেছে    মন্দ মধুর হাওয়া--

   দেখি নাই কভু দেখি নাই    এমন তরণী বাওয়া॥

       কোন্‌ সাগরের পার হতে আনে কোন্‌ সুদূরের ধন--

               ভেসে যেতে চায় মন,

       ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া॥

পিছনে ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে--

   মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে।

       ওগো কাণ্ডারী, কে গো তুমি, কার হাসিকান্নার ধন।

               ভেবে মরে মোর মন--

       কোন্‌ সুরে আজ বাঁধিবে যন্ত্র, কী মন্ত্র হবে গাওয়া॥

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rabindranath Tagore - Songs - প্রকৃতি - অমল ধবল পালে (amal dhabal pale legechhe)"www.tagoreweb.in। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২ 
  2. "Song amal dhabal pale legechhe | Lyric and History"www.geetabitan.com। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২ 
  3. রবীন্দ্র-সঙ্গীত-কোষ, পৃ. ৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]