অনুরাধা (অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনুরাধা
জন্ম
সুলোচনা দেবী

জাতীয়তাভারতীয়
পেশা
দাম্পত্য সঙ্গীসতীশ কুমার (বি. ১৯৮৭; মৃ. ২০০৭)
সন্তান২ (অভিনয়াশ্রী, কালীচরণ)
পিতা-মাতা
  • কৃষ্ণ কুমার (পিতা)
  • সরোজা দেবী (মাতা)

অনুরাধা (জন্ম নাম: সুলোচনা দেবী ) একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। তিনি মূলত ১৯৮০–৯০ এর দশকে অভিনয়ে সক্রিয় ছিলেন। তিনি মূলত আইটেম গানে নৃত্যশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। তিনি তামিল, কন্নড়, মালয়ালম, তেলুগু, হিন্দি এবং ওড়িয়া ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।

কর্মজীবন[সম্পাদনা]

পরিচালক কেজি জর্জের তেরো বছর বয়সে সুলোচনার জন্য অভিনয়ের দ্বার খুলে দেন। মূলত জর্জই সেসময়ে তার জন্ম নাম পাল্টে অনুরাধা রাখেন। তিনি তখন সবচেয়ে লম্বা অভিনেত্রী ছিলেন। চলচ্চিত্রের নায়িকা হিসাবে কর্মজীবন শুরু করলেও বেশিদিন সেখানে থিতু হননি। পরবর্তীতে মনোযোগ দিয়েছেন আইটেম গানে। স্বাভাবিকের তুলনায় লম্বা হওয়া সত্ত্বেও অনুরাধা প্রায় ৭০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তার বেশিরভাগ সহ-অভিনেতা বা নায়করা তার চেয়ে অনেক খাটো ছিল। মার্শাল আর্টে প্রশিক্ষণ থাকায় কোনও সাহায্য ছাড়াই চলচ্চিত্রে তার অ্যাকশন সিকোয়েন্সগুলো নিজেই করেছিলেন। করেছিলেন। তিনি ছিলেন একজন মোটরসাইকেল আরোহী, যিনি জাভা, এনফিল্ড বুলেট এবং অন্যান্য মোটরসাইকেল চালাতেন। তাকে থাঙ্গাম, কান্নানা কান্নে, মুথারাম এবং দেবমগল সহ কয়েকটি সান টিভি সিরিয়ালেও দেখা গেছে।[তথ্যসূত্র প্রয়োজন]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

অনুরাধার জন্ম সম্ভ্রান্ত পরিবারে। তাঁর বাবা কৃষ্ণ কুমার ছিলেন কোরিওগ্রাফার এবং মা সরোজা দেবী ছিলেন চলচ্চিত্রে অভিনেত্রীদের হেয়ারড্রেসার। তার বাবা একজন মারাঠি এবং তার মা অন্ধ্র প্রদেশের[১] তিনি ১৯৮৭ সালে সতীশ কুমারের সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। সতীশ পেশায় ছিলেন একজন নৃত্য পরিচালক। তাদের দু’টি সন্তান ছিল অভিনয়শ্রী (জন্ম: ১৯৮৮) এবং কালীচরণ (জন্ম: ১৯৯১)। তারা দুজনেই পরবর্তীতে অভিনেত্রী হিসেবে অভিভূত হয়েছেন। [২]

যাইহোক, ১৯৯৬ সালের ৭ নভেম্বর একটি মোটরসাইকেল দুর্ঘটনায় কুমারের মস্তিষ্কের ব্যাপক ক্ষতি হয়। ২০০৭ সালে হার্ট অ্যাটাকে তিনি মারা যান। [৩]

চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]

তামিল[সম্পাদনা]

  1. ঘেটু (২০১৬)
  2. সুপার দা (২০০৪)
  3. উইনার (২০০৩)
  4. ইভান (২০০২)
  5. ঠেদিনেন ভান্থাথু (১৯৯৭)
  6. ঢিনামুম এন্নাই গাভানি (১৯৯৭)
  7. দ্য টেরোরিস্ট (১৯৯৭)
  8. রাজালি (১৯৯৬)
  9. ছিন্ন মণি (১৯৯৫)
  10. পোনমালাই পযহুধু (১৯৯৩)
  11. সাথিয়াম আধু নিচায়ম (১৯৯২)
  12. ভানাক্কাম ভাথিয়ারে (১৯৯১)
  13. "পুধু মাপিল্লাই" (১৯৮৯)
  14. "সাঙ্গু পুষ্পাঙ্গল" (১৯৮৯)
  15. "রেত্তাই কুজল থুপ্পাকি" (১৯৮৯)
  16. থেনড্রাল পুয়ালনাধু (১৯৮৯)
  17. বীরপান্ডিয়ান (১৯৮৭)
  18. রাজা মারিয়াধাই (১৯৮৭)
  19. মাক্কাল এন পাক্কাম (১৯৮৭)
  20. অঞ্জাথা সিংগাম (১৯৮৭)
  21. থাঙ্গাছি (১৯৮৭)
  22. কল্যাণ কাচেরি (১৯৮৭)
  23. সলভাথেল্লাম উনমাই (১৯৮৭)
  24. থাঝুভাথা কাইগল (১৯৮৬)
  25. মেন্দুম পল্লবী (১৯৮৬)
  26. এনাক্কু নানে নিদিপাথি (১৯৮৬)
  27. কাইথিয়িন থিরপু (১৯৮৬)
  28. কাইথি রানী (১৯৮৬)
  29. "মহাশক্তি মরিয়ম্মান" (১৯৮৬)
  30. বিদুথালাই (১৯৮৬)
  31. জীবনথী (১৯৮৬)
  32. কোভিল ইয়ানাই (১৯৮৬)
  33. হেমাভিন কাধলারগাল (১৯৮৫)
  34. ইয়েমাত্রে ইয়েমারাতে(১৯৮৫)
  35. "মায়াবী" (১৯৮৫)
  36. সাভি (১৯৮৫)
  37. আর্থমুল্লা আসসাইগল (১৯৮৫)
  38. নবগ্রহ নয়াগী (১৯৮৫)
  39. "পানাম পথুম সেয়ুম" (১৯৮৫)
  40. আন্ধা ওরু নিমিদাম (১৯৮৫)
  41. বিশা কান্নি (১৯৮৫)
  42. ইঙ্গাল কুরাল (১৯৮৫)
  43. কারুপু সত্তাইকরণ (১৯৮৫)
  44. উনাক্কাগা ওরু রোজা (১৯৮৫)
  45. নেরমাই (১৯৮৫)
  46. ভিট্টুকারি (১৯৮৫)
  47. পাদিক্কাধা পান্নাইয়ার (১৯৮৫)
  48. চিদাম্বরা রহসিয়াম (১৯৮৫)
  49. রমন শ্রীরামন (১৯৮৫)
  50. শিবপ্পু নীলা (১৯৮৫)
  51. নবগ্রহ নয়াগী (১৯৮৫)
  52. উন্নাই থেদি ভারুভেন (১৯৮৫)
  53. চেইন জয়পাল (১৯৮৫)
  54. পুধু যুগম (১৯৮৫)
  55. নাগম (১৯৮৫)
  56. নল্লা থামবি (১৯৮৫)
  57. কল্যাণম ওরু কালকাট্টু (১৯৮৫)
  58. রাজথি রোজাকিলি (১৯৮৫)
  59. আলাই ওসাই (১৯৮৫)
  60. "ভেশম" (১৯৮৫)
  61. জানুয়ারি ১ (১৯৮৪)
  62. উরিমাই থেদুম উরাভু (১৯৮৪)
  63. পেই ভিদু (১৯৮৪)
  64. ন্যায়ম (১৯৮৪)
  65. সিরাই (১৯৮৪)
  66. কদমাই (১৯৮৪)
  67. ইধু এঙ্গা বুমি (১৯৮৪)
  68. "ভাই সলিল বীরনাদি" (১৯৮৪)
  69. নালাই উনাথু নাল (১৯৮৪)
  70. নন্দ্রী (১৯৮৪)
  71. এঝুথাথা সাত্তাঙ্গল (১৯৮৪)
  72. নিরাপাড়াদি (১৯৮৪)
  73. সাবাশ (১৯৮৪)
  74. "পুয়াল কদন্ত ভূমি" (১৯৮৪)
  75. কুজন্ধাই ইয়েসু (১৯৮৪)
  76. মরুপাত্তা কোনাঙ্গল (১৯৮৪)
  77. নূরভাথু নাল (১৯৮৪)
  78. রাজা ভিট্টু কান্নুকুট্টি (১৯৮৪)
  79. ভেত্রি (১৯৮৪)
  80. আথোরা আথা (১৯৮৪)
  81. উরিমাই থেদুম উরাভু (১৯৮৪)
  82. ২৪ মণি নেরাম (১৯৮৪)
  83. "পোনমালাই পোজধু" (১৯৮৪)
  84. বিধি (১৯৮৪)
  85. থেরপ্পু এন কাইয়িল (১৯৮৪)
  86. প্রিয়মুদন প্রভু (১৯৮৪)
  87. মাদ্রাজ ভাথিয়ার (১৯৮৪)
  88. মাদুরাই সুরান (১৯৮৪)
  89. ইলামাই কালাঙ্গল (১৯৮৩)
  90. মুথু এঙ্গল সোথু (১৯৮৩)
  91. মেলা পেসুঙ্গল (১৯৮৩)
  92. সিরাম সিঙ্গাঙ্গল (১৯৮৩)
  93. ওরু ওদাই নাধিয়াগিরাথু (১৯৮৩)
  94. থালাইমাগান (১৯৮৩)
  95. ইলয়াপিরাভিগাল (১৯৮৩)
  96. থাঙ্গা মাগন (১৯৮৩)
  97. আজাগিয়া লায়লা (১৯৮২)
  98. মারুপত্ত কোনাঙ্গল (১৯৮২)
  99. নান কুদিথুকোঁদে ইরুপেন (১৯৮২)
  100. মোহনা পুন্নাগাই (১৯৮১)
  101. সত্য সুন্দরম (১৯৮১)
  102. শিবপ্পু মাল্লি (১৯৮১)
  103. কুঝান্ধাই থেদি (১৯৭৯)
  104. পোন্নু ওরুক্কু পুধুসু (১৯৭৯)
  105. কালিককোয়েল কাবালি (১৯৭৯)

মালয়লাম[সম্পাদনা]

  1. রবিবার সন্ধ্যা ৭টা (১৯৯০)
  2. প্রভাথাম চুভান্না থেরুভিল (১৯৮৯)
  3. মহারাজাভু (১৯৮৯)
  4. থেরুভু নর্থকি (১৯৮৮)
  5. অগ্নিচিরাকুল্লা থামবি (১৯৮৮)
  6. "ক্যারাতে গার্লস" (১৯৮৮)
  7. ভীকরন (১৯৮৮)
  8. জন্মশত্রু (১৯৮৮)
  9. ভাম্বান (১৯৮৭)
  10. রাজভেম্বলা
  11. ইই নূটান্ডিলে মহারোগম (১৯৮৭)
  12. আভালুদে কড়া (১৯৮৭)
  13. কালরাত্রি (১৯৮৭)
  14. কালথিন্তে সবদাম (১৯৮৭)
  15. কুলম্বাদিকাল (১৯৮৬)
  16. পেনসিমহাম (১৯৮৬)
  17. আনোরু রাভিল (১৯৮৬)
  18. রেলওয়ে ক্রস (১৯৮৬)
  19. ভার্যা ওরু মান্থরি (১৯৮৬)
  20. সাখাভু (১৯৮৬)
  21. কারিনাগাম (১৯৮৬)
  22. অর্ধরাত্রি (১৯৮৬)
  23. ক্যাবেরেট ড্যান্সার (১৯৮৬)
  24. পূর্ণামী রাত্রিল (১৯৮৬)
  25. ইথু নাল্লা থামশা (১৯৮৫)
  26. উয়েরথেঝুনেলপ্পু (১৯৮৫)
  27. শত্রু (১৯৮৫)
  28. "জ্বালানাম" (১৯৮৫)
  29. পুঝায়োঝুকুম ভাজি (১৯৮৫) রেসমি চরিত্রে
  30. ব্ল্যাক মেইল (১৯৮৫) মালু চরিত্রে
  31. আনাক্কারুম্মা (১৯৮৫)
  32. কাত্তুরানি (১৯৮৫)
  33. নেরারিয়াউম নেরাথু (১৯৮৫)
  34. চোরাক্কু চোরা (১৯৮৫)
  35. এঝু মুথাল অনপাথু ভারে (১৯৮৫)
  36. রিভেঞ্জ (১৯৮৫)
  37. কিরথাম (১৯৮৫)
  38. পৌরনামী রাভিল (১৯৮৫)
  39. জীবনে জীবন (১৯৮৫)
  40. শব্দম (১৯৮৪)
  41. পুমধাতে পেন্নু (১৯৮৪)
  42. ওরু সুমঙ্গলিউদে কথা (১৯৮৪)
  43. ময়নাকাম (১৯৮৪)
  44. কুরিশযুধাম (১৯৮৪)
  45. ভেট্টা (১৯৮৪)
  46. নিশেদী (১৯৮৪)
  47. রাজভেম্বলা (১৯৮৪)
  48. স্বর্ণ গোপুরম (১৯৮৪)
  49. কুলি (১৯৮৩)
  50. আত্তাক্কালসাম (১৯৮৩)
  51. ইঙ্গানে নি মারাক্কুম (১৯৮৩)
  52. মরচুয়ারি (১৯৮৩)
  53. আরবিকাদল (১৯৮৩)
  54. পাসপোর্ট (১৯৮৩)
  55. হিমাম (১৯৮৩)
  56. বেল্ট মাথাই (১৯৮৩)
  57. সম্রাম্বম (১৯৮৩)
  58. ভাশি (১৯৮৩)
  59. আধিপত্যম (১৯৮৩)
  60. ওরু মুখম পালা মুখম (১৯৮৩)
  61. ভিসা (১৯৮৩)
  62. এন্টে কাধা (১৯৮৩)
  63. ভিদু (১৯৮২)
  64. কালিয়া মারধনম (১৯৮২)
  65. আ রাত্রি (১৯৮২)
  66. থাদাকাম (১৯৮২)
  67. লাভ ইন সিঙ্গাপুর(১৯৮০)
  68. কৌমারা প্রয়াম (১৯৭৯)
  69. ওলকাতাল (১৯৭৯)
  70. ইনিয়াভাল উরাঙ্গত্তে (১৯৭৮)
  71. থুলাবর্ষাম (১৯৭৬)

কন্নড়[সম্পাদনা]

হিন্দি[সম্পাদনা]

  1. মাছলতি জাওয়ানি (১৯৮৯)
  2. পেয়ার কারকে দেখো (১৯৮৭)
  3. বলিদান (১৯৮৫)
  4. হাইশিয়াত (১৯৮৪)

তেলুগু[সম্পাদনা]

  1. মায়া বাজার (২০১০)
  2. লালসার চরিত্রে অজথা সাতরুভু (১৯৮৯)
  3. হানথাকুডি ভেটা (১৯৮৭)
  4. ধর্মপত্নী (১৯৮৭)
  5. পুন্নমি চন্দ্রুডু (১৯৮৭)
  6. গরুর ছেলে নং ১ (১৯৮৬)
  7. আকরান্দনা (১৯৮৬)
  8. বিক্রম (১৯৮৬)
  9. খুনি (১৯৮৫)
  10. গন্ধর্ব্য কন্যা (১৯৭৯)
  11. সিঙ্গাপুরে প্রেম (১৯৮০)

ওড়িয়া[সম্পাদনা]

  1. চাকাডোলা কারুচি লীলা (১৯৯০)

কন্ঠ শিল্পী[সম্পাদনা]

২০০১ সালে <i id="mweg">সিটিজেন</i> চলচ্চিত্রে নাগমা চরিত্রে।

টেলিভিশনের পর্দায় কাজ[সম্পাদনা]

বছর সিরিজ/শো ভূমিকা ভাষা চ্যানেল
১৯৯৭-২০০১ অন্তরাঙ্গালু নল্লাপল্লী মীনাক্ষী তেলেগু ইটিভি
২০০৯–২০১৩ থাঙ্গাম মুথারাসি তামিল সান টিভি
২০১১–২০১৪ মুথারাম রাজলক্ষ্মী
২০১৩–২০১৬; ২০১৮ দেবমগল অন্নপুরাণী
২০১৭ গঙ্গা আলঙ্গারা নাছিয়ার
২০১৭–২০১৯ নেঞ্জাম মারাপ্পাথিল্লাই অকিলন্দেশ্বরী তারকা বিজয়
২০১৭–২০১৮ কল্যাণপরিসু রাজলক্ষ্মী সান টিভি
২০১৯ অগ্নি ন্যাচাথিরাম গঙ্গাদেবী
২০১৯; ২০২১ আলিথো সারদাগা অতিথি তেলেগু ইটিভি
২০২১ কান্না কান্নে কমলা তামিল সান টিভি
জোথি
থিরুমগাল বনমাদেবী
২০২২–বর্তমান চেল্লাম্মা মারাগাথাম তারকা বিজয়
২০২২ আনবে ভা ভিসালাচি সান টিভি
কান্দা নল মুধল থাই কেজাভি রং তামিল

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Virundhinar Pakkam | Actress Anuradha"। sunnetwork.in। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৪ 
  2. "Sara Deva on a roll"। ৬ এপ্রিল ২০১৭। 
  3. "Interview Anuradha - YouTube"। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪ – YouTube-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]