অনুপ কুমার (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনুপ কুমার
জন্ম
কল্যাণ কুমার গাঙ্গুলী

১৯২৬
মৃত্যু২০ সেপ্টেম্বর ১৯৯৭
(বয়স ৭১)
পেশাঅভিনেতা, চিত্রশিল্পী
কর্মজীবন১৯৫০–১৯৯৫
আত্মীয়অশোক কুমার (ভাই)
সতী দেবী (বোন)
কিশোর কুমার (ভাই)

অনুপ কুমার (১৯২৬ - ২০ সেপ্টেম্বর ১৯৯৭) ছিলেন একজন ভারতীয় অভিনেতা, যিনি ৬৫টিরও অধিক বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ছিলেন অভিনেতা অশোক কুমার ও গায়ক কিশোর কুমারের ভাই।[১]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

অনুপ কুমার ব্রিটিশ ভারতের মধ্যপ্রদেশ ও বেরার রাজ্যের খাণ্ডোয়ায় একটি হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কুঞ্জলাল গাঙ্গুলী ছিলেন একজন আইনজীবী। চার ভাই-বোনের মধ্যে অনুপ কুমার ছিলেন দ্বিতীয়। বাকি তিনজন হলেন অশোক কুমার (জ্যেষ্ঠ), সতী দেবী এবং কিশোর কুমার (কনিষ্ঠ)।[২]

অভিনয় জীবন[সম্পাদনা]

অনুপ কুমার চলতি কা নাম গাড়ি চলচ্চিত্রে তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত।[৩]

তিনি এবং তার ভাই অশোক কুমার ১৯৯০ সালে দূরদর্শনের গোয়েন্দা ধারাবাহিক ভীম ভাওয়ানি-তে অভিনয় করেছিলেন।

মৃত্যু[সম্পাদনা]

অনুপ কুমার ১৯৯৭ সালের ২০ সেপ্টেম্বর হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর।[৪]

অভিনীত চলচ্চিত্র[সম্পাদনা]

  • খিলাড়ি (১৯৫০)
  • গৌনা (১৯৫০)
  • বিদ্যাসাগর (১৯৫২)
  • ফিরদৌস (১৯৫৩)
  • সমাজ (১৯৫৪)
  • সজনী (১৯৫৬)
  • বান্দি (১৯৫৭) - মদন চৌবে
  • দেখ কবিরা রোয়া (১৯৫৭) - মোহন
  • শেরু (১৯৫৭)
  • জীবন সাথী (১৯৫৭)
  • চলতি কা নাম গাড়ি (১৯৫৮) - জগমোহন 'জগ্গু' শর্মা
  • লুকোচুরি (১৯৫৮) - অনুপ গাঙ্গুলি
  • ফ্যাশনেবল ওয়াইফ (১৯৫৯) - নটবর
  • নাই রাহেঁ (১৯৫৯)
  • চাচা জিন্দাবাদ (১৯৫৯) - রমেশ
  • নাচ ঘর (১৯৫৯)
  • জঙ্গলি (১৯৬১) - জীবন
  • ঝুমরু (১৯৬১) - রমেশ
  • ডার্ক স্ট্রিট (১৯৬১)
  • কিসমত পলট কে দেখ (১৯৬১)
  • ক্রোড়পতি (১৯৬১) - দিওয়ান হিম্মত রায়
  • বেজুবান (১৯৬১)
  • কাশ্মীর কি কলি (১৯৬৪) - চন্দর
  • ভিগি রাত (১৯৬৫) - কুঁওয়ার
  • বহু বেটি (১৯৬৫) - গুরুদাস
  • মহাভারত (১৯৬৫) - উত্তরার ভাই
  • শ্রীমান ফান্টুশ (১৯৬৫) - রঞ্জন
  • রাত ঔর দিন (১৯৬৭) - ড. কুমার
  • হাম দো ডাকু (১৯৬৭)
  • জব ইয়াদ কিসি কি আতি হ্যায় (১৯৬৭) - উস্তাদ
  • দিল ঔর মহব্বত (১৯৬৮) - অনুপ
  • আঁসু বন গায়ে ফুল (১৯৬৯) - শ্যাম রাও
  • প্রেম পূজারী (১৯৭০) - ট্রাক চালক
  • অমর প্রেম (১৯৭২)
  • ভিক্টোরিয়া নং ২০৩ (১৯৭২) - হবলদার মুরলী
  • রাখি ঔর হাতকড়ি (১৯৭২) - বিক্রম
  • অনহোনি (১৯৭২) - বন্দী
  • নির্মাণ (১৯৭৪) - সমীর
  • মজবুর (১৯৭৪) - ভীত বিমান যাত্রী (বিশেষ উপস্থিতি)
  • চোরি মেরা কাম (১৯৭৫) - কনস্টেবল

টেলিভিশন[সম্পাদনা]

  • দাদা দাদি কি কাহানিয়াঁ (১৯৮৬)
  • এক রাজা এক রানী (১৯৯৬) - দোকানদার (বিশেষ উপস্থিতি)
  • ভীম ভবানী (১৯৯০) - ভবানী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "An event to remember Ashok, Anoop and Kishore Kumar"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  2. "Ashok Kumar: Lesser Known Facts"The Times of Indiaআইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  3. "Anoop Kumar: योडलिंग के गुरु कहे जाते थे अनूप कुमार, भाई किशोर कुमार जितना नहीं हो पाए मशहूर"Amar Ujala (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  4. "Actor Anup Kumar dead"m.rediff.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]