অনসূয়া আব্বাসি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনসূয়া আব্বাসি
জন্ম (1993-11-24) ২৪ নভেম্বর ১৯৯৩ (বয়স ৩০)
জাতীয়তাপাকিস্তানি
পেশাঅভিনেত্রী, মডেল, ভিজে (ভিডিও জকি)
কর্মজীবন২০১২- বর্তমান
সঙ্গীআইনান আরিফ (২০১৪ সালে বিয়ে)
আত্মীয়শমুন আব্বাসি (ভাই)
আঞ্জেলা আব্বাসি (ভাতিজি)

অনসূয়া আব্বাসি হচ্ছেন পাকিস্তানের একজন টেলিভিশন অভিনেত্রী। পাকিস্তান টেলিভিশনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করা অনসূয়া বড়ো হয়ে এমটিভি পাকিস্তানে ভিজে (ভিডিও জকি) হিসেবে চাকরি করেন। এছাড়াও তিনি বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হয়েছেন এবং আগ টিভি এবং জিও টিভিতেও চাকরি করেছেন কিন্তু তিনি পরে অভিনয় করা শুরু করেন। তার অভিনীত জনপ্রিয় টিভি ধারাবাহিক হচ্ছে মেরা ছায়ে ২ (২০১২), মেরি স্যাহেলি মেরি হামজোলি (২০১২), টুটে হুয়ে পেড় (২০১৩), নানহি (২০১৩), পিয়ারে আফজাল (২০১৩), মালিকা-এ-আলেয়া (২০১৪), ভাওয়ার (২০১৪) এবং মালিকা-এ-আলেয়া ২য় মৌসুম (২০১৫)।[১][২] তার জনপ্রিয় অধিকাংশ নাটকগুলোই জিও টিভির ছিলো, এছাড়াও কয়েকটি ছিলো এআরওয়াই ডিজিটালের

২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর অনসূয়ার আইনান আরিফ (ক্রিকেটার তসলিম আরিফের ছেলে) এর সঙ্গে বিয়ে হয়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Afzal, Asfia। "Last episode of 'Pyare Afzal' in cinema tonight"Brecorder.com। ২০১৫-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১২-২২ 
  2. "Nominees announced for 2014 Lux Style Awards"Dailytimes.com.pk। ২০১৪-০৮-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১২-২২ 
  3. "Anoushay Abbasi, Ainan Arif Abbasi tie the knot - Pakistan"Dawn.com। সংগ্রহের তারিখ ২০১৫-১২-২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]