অক্ষয় কুমার সেন
অবয়ব
অক্ষয় কুমার সেন | |
---|---|
জন্ম | ১৮৫৪ |
মৃত্যু | ১৯২৩ |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় |
নাগরিকত্ব | ভারত |
পেশা | সাধক |
পরিচিতির কারণ | ‘‘শ্রীশ্রীরামকৃষ্ণ পুঁথি’’ -এর রচয়িতা |
অক্ষয় কুমার সেন (১৮৫৪ - ১৯২৩) হলেন প্রখ্যাত বাঙালি পুঁথি সাহিত্যিক ও রামকৃষ্ণ দেবের সাধক।[১] স্বামী বিবেকানন্দ রহস্যচ্ছলে তাকে ‘শাঁকচুন্নী’ নামে সম্বোধন করতেন।[১]
জন্ম ও পারিবারিক পরিচিতি
[সম্পাদনা]অক্ষয় কুমার সেন ১৮৫৮ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ময়নাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[১] তার পিতার নাম হলধর সেন এবং মাতার নাম বিধুমুখী দেবী।[১]
মৃত্যু
[সম্পাদনা]তিনি ১৯২৩ সালে মৃত্যুবরণ করেন।[১]
রচনাবলী
[সম্পাদনা]সাধক সেন তার ভাবগুরু রামকৃষ্ণ দেবকে নিয়ে ৩টি পুস্তক রচনা করেন;[২] এগুলো হলোঃ
- শ্রীশ্রীরামকৃষ্ণপুঁথি - ভগবান শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরিতামৃত (১৩৭২);
- শ্রীশ্রীরামকৃষ্ণমহিমা (১৩৭৬) এবং
- শ্রীশ্রীরামকৃষ্ণপুঁথি (প্রথম ও দ্বিতীয় খন্ড) গদ্যরূপ প্রবাজিকা প্রদীপ্তপ্রাণা।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ "৬৩.০১ শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃতে উল্লিখিত ব্যক্তিবৃন্দের পরিচয় (ক – ঞ)"। শ্রীরামকৃষ্ণ কথামৃত। ঢাকা।
- ↑ "অক্ষয়কুমার সেন"। Ramakrishna Sarada Mission Vivekananda Vidyabhavan। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিউক্তিতে অক্ষয় কুমার সেন সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
- অক্ষয়কুমার সেন (১৮৫৮ - ১৯২৩) - শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃতে উল্লিখিত ব্যক্তিবৃন্দের পরিচয়।