অক্ষয়কুমার বসু মজুমদার
অক্ষয়কুমার বসু মজুমদার | |
---|---|
জন্ম | সুন্দর গ্রাম বরিশাল, ব্রিটিশ ভারত (বর্তমানে বাংলাদেশ) | ৯ মে ১৯১৩
মৃত্যু | ২৩ নভেম্বর ১৯৯৯ কলকাতা পশ্চিমবঙ্গ | (বয়স ৮৬)
পেশা | অধ্যাপনা ও সমাজসেবা |
ভাষা | বাংলা |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা প্রতিষ্ঠান | কলকাতা বিশ্ববিদ্যালয় |
উল্লেখযোগ্য রচনাবলি | দ্য বিউটিয়াস বেঙ্গল ভারতকবি রবীন্দ্রনাথ |
দাম্পত্যসঙ্গী | এমিলী বসু মজুমদার |
সন্তান | স্বাগতা (কন্যা) |
স্বাক্ষর | ![]() |
অক্ষয়কুমার বসু মজুমদার (৯ মে ১৯১৩ – ২৩ নভেম্বর ১৯৯৯) বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন।[১][২]
জন্ম ও প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]অক্ষয়কুমার বসু মজুমদারের জন্ম ১৯১৩ খ্রিস্টাব্দের ৯ মে ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের বরিশাল জেলার সুন্দরপুর গ্রামে। পিতা নলিনীকান্ত বসু মজুমদার ও মাতা শশীকলা দেবী। অক্ষয়কুমারের প্রাথমিক শিক্ষা শুরু বরিশালে। পরবর্তীকালে বরিশালেরই ব্রজমোহন কলেজ থেকে বি.এ পাশ করেন। উচ্চ শিক্ষার্থে কলকাতায় আসেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]কলকাতার ঠাকুরপুকুরের পঞ্চাননতলার পদ্মপুকুর রোডে স্থায়ী বাসস্থান করে তিনি শিক্ষা, সংস্কৃতি, সমবায়সহ বিভিন্ন ক্ষেত্রের বিকাশ ও উন্নয়নে সক্রিয় অংশ নেন। স্থানীয় চার-পাঁচটি কলেজের স্থাপনাকাল থেকে তিনি অধ্যাপনা, অধ্যক্ষতা, পরিচালনা ও উন্নয়নের সঙ্গে যুক্ত হন। এছাড়া বহু স্কুল শিক্ষাপ্রতিষ্ঠান, সোসাইটি প্রভৃতি প্রতিষ্ঠানের স্থাপনা ও পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। বহুবছর ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজে অধ্যাপনা করেন এবং পরবর্তীতে তিনি ওই কলেজের অধ্যক্ষ হন এবং অবসর নেন। তারই উদ্যোগে ওই অঞ্চলের পোষ্ট অফিস ও ব্যাঙ্ক স্থাপিত হয়। এছাড়াও তিনি বেহালা তথা ঠাকুরপুকুর অঞ্চলে সমবায় আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন এবং সমবায় সমিতিগুলির পরিচালন পর্ষদে সরকার মনোনীত ব্যক্তি ছিলেন তিনি। বিভিন্ন ক্ষেত্রের বিকাশ ও উন্নয়নের জন্য সরাসরি যুক্ত থেকেও শিক্ষাসংক্রান্ত বহু প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেছেন। আশির দশকে কবি জীবনানন্দ দাশের "রূপসী বাংলা" কাব্যগ্রন্থটি ইংরাজীতে দ্য বিউটিয়াস বেঙ্গল শিরোনামে অনুবাদ করেন এবং দেশ বিদেশের পণ্ডিতদের ভূয়সী প্রশংসা লাভ করেন।[৩]
রচিত গ্রন্থাবলি
[সম্পাদনা]জীবনানন্দ দাশের "রূপসী বাংলা" কাব্যগ্রন্থের ইংরাজী অনুবাদ ছাড়াও কয়েকটি গ্রন্থ রচনা করেন। সেগুলি হল —
- ভারতকবি রবীন্দ্রনাথ
- ভারতসাধক মহাত্মা গান্ধী
- নব-নবীনের কবি নজরুল
- সংগ্রামী কবি সুকান্ত
- যে যুগে এসেছিলাম, সে যুগে চলে যাচ্ছি এবং
- বরিশালের জননেতা শরৎচন্দ্র গুহ [১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ১, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
- ↑ "Bharatkabi Rabindranath by Akshaykumar Basu Mazumdar"। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৪।
- ↑ "The Beauteous Bengal"। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]