'জাম-পা'ই-র্দো-র্জে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
'জাম-পা'ই-র্দো-র্জে

'জাম-পা'ই-র্দো-র্জে (ওয়াইলি: 'jam pa'i rdo rje) বা কুন-দ্গা'-ব্সোদ-নাম্স (তিব্বতি: ཀུན་དགའ་བསོད་ནམསওয়াইলি: kun dga' bsod nams) (১৪৮৫ - ১৫৩৩) তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের বাইশতম সা-স্ক্যা-খ্রি-'দ্জিন ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

'জাম-পা'ই-র্দো-র্জে ১৪৮৫ খ্রিষ্টাব্দে তিব্বতের র্ত্সে-গ্দোং (ওয়াইলি: rtse gdong) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল নাম-ম্খা'-ব্ক্রা-শিস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: nam mkha' bkra shis rgyal mtshan) এবং মাতার নাম ছিল মা-গ্চিগ-হোর-মো-ত্শে-ব্র্তান (ওয়াইলি: ma gcig hor mo tshe brtan)। ছয় বছর বয়সে তিনি শেস-রাব-র্গ্যাল-ম্ত্শান নামক কুড়িতম সা-স্ক্যা-খ্রি-'দ্জিনের নিকট হেবজ্রবজ্রকীলয় সম্বন্ধে অধ্যয়ন করেন। দশ বছর বয়সে ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারে তিনি দ্কোন-ম্ছোগ-'ফেল-বা নামক সপ্তম ঙ্গোর-ছেন এবং গ্লো-বো-ম্খান-ছেন-ব্সোদ-নাম্স-ল্হুন-গ্রুব নামক পন্ডিতের নিকট শিক্ষার্থীর শপথ লাভ করেন। বারো বছর বয়সে তিনি সা-স্ক্যা বৌদ্ধবিহারে য়োন-তান-ব্যুং-গ্নাস (ওয়াইলি: yon tan 'byung gnas) নামক পন্ডিতের নিকট বিনয়, প্রমাণ ও প্রজ্ঞাপারমিতা সম্বন্ধে শিক্ষালাভ করেন। কুড়ি বছর বয়স হলে দ্কোন-ম্ছোগ-'ফেল-বা তাকে ভিক্ষুর শপথ গ্রহণ করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন মুস-ছেন-সাংস-র্গ্যাস-রিন-ছেন নামক অষ্টম ঙ্গোর-ছেন, ছাগ-লো-রিন-ছেন-ছোস-র্গ্যাল (ওয়াইলি: chag lo rin chen chos rgyal), রিন-ছেন-ছোস-স্ক্যোং-ব্জাং-পো (ওয়াইলি: rin chen chos skyong bzang po) প্রভৃতি। ১৪৯৬ খ্রিষ্টাব্দে তিনি বাইশতম সা-স্ক্যা-খ্রি-'দ্জিন হিসেবে নির্বাচিত হন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন স্ঙ্গাগ্স-'ছাং-ঙ্গাগ-দ্বাং-কুন-দ্গা'-রিন-ছেন নামক তেইশতম সা-স্ক্যা-খ্রি-'দ্জিন, দ্কোন-ম্ছোগ-ল্হুন-গ্রুব নামক দশম ঙ্গোর-ছেন প্রভৃতি। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gardner, Alexander (জুলাই ২০১১)। "Sakya Lotsāwa Jampai Dorje"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৪ 
পূর্বসূরী
ব্দাগ-ছেন-ব্লো-গ্রোস-র্গ্যাল-ম্ত্শান
'জাম-পা'ই-র্দো-র্জে
বাইশতম সা-স্ক্যা-খ্রি-'দ্জিন
উত্তরসূরী
স্ঙ্গাগ্স-'ছাং-ঙ্গাগ-দ্বাং-কুন-দ্গা'-রিন-ছেন