শরধা রাম ফিল্লাউরী
শরধা রাম ফিল্লাউরী (জন্ম, ৩০ সেপ্টেম্বর, ১৮৩৭[১] – মৃত্যু, ২৪ জুন, ১৮৮১) একজন হিন্দু ধর্মপ্রচারক, সমাজ সংস্কারক, জ্যোতিষী, এবং লেখক ছিলেন। হিন্দি এবং পাঞ্জাবি সাহিত্যেে তার অবদানের জন্য বেশি স্মরণীয় তিনি। তাকে বলা হয় "আধুনিক পাঞ্জাবী গদ্যেের জনক"[২]
জীবনী
[সম্পাদনা]শরধা রাম ১৮৩৭ সালে জলন্ধরের ফিল্লাউর শহরে একটি ব্রাহ্মণ পরিবারে[২][৩] জন্মগ্রহণ করেন। তার বাবা, জয় দয়ালু একজন জ্যোতিষী ছিলেন। [২] তার তেমন কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না.[১] সাত বছর বয়সে, তিনি গুরুমুখী লিপি[২] শিখেছিলেন, দশবছর বয়সের মধ্যে,তিনি হিন্দি, সংস্কৃত, ফার্সি, জ্যোতিষশাস্ত্র, এবং সঙ্গীত নিয়ে[২] ,পড়াশোনা করেছিলেন,পরে তিনি সনাতন হিন্দুধর্মেের (সনাতন ধর্ম) একজন ধর্মপ্রচারক হয়েছিলেন।[২][৩][৪]
শরধা রাম তার বইতে,পাঞ্জাবি সংস্কৃতি ও ভাষা নথিভুক্ত করেন।[২][৩]
শরধা রাম মহাভারতের উপর তেজস্বী বক্তৃতা দিয়ে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগে, অভিযুক্ত হন। [২][৩] ফলস্বরূপ ১৮৬৫ সালেে, সাময়িকভাবে তিনি তার ফিল্লাউরের বাড়ী থেকে নির্বাসিত হন।[২][৩]
শরধা রাম, বিশেষ করে জ্যোতিষের ব্যাপারে প্রায়ই অমৃতসর এবং সংলগ্ন লাহোর পরিদর্শনেে যেতেন। [২] এই সময় তিনি একজন জ্যোতিষী হিসাবে খ্যাতি অর্জন করেন এবং এই বিষয়ে বেশ কিছু হিন্দি বই লেখেন।[২]
সম্প্রতি,শরধা রাম প্রথম হিন্দি ঔপন্যাসিক হিসাবে স্বীকৃত হয়েছেন।[২][৩][৫] তার প্রথম উপন্যাস ভগবতী প্রধানত অমৃতসরে লেখা হয়েছে বলে মনে করা হয়। বইটি ১৮৮৮ সালে, শরধা রামেের মৃত্যুর পর, প্রথম প্রকাশিত হয়।[২] উপন্যাসেে নারী এবং নারীদের অধিকারেের চিত্রায়ন, সেই সময়কালে, প্রগতিশীল ধ্যানধারনা ছিল। [২][৩]
শরধা রাম ১৮৮১ সালের ২৪শে জুন লাহোরে মারা যান[২]
কর্মজীবন
[সম্পাদনা]বই | বছর | বিবরণ |
---|---|---|
শিখান দে রাজ দি বিথিয়া (শিখ নিয়মাবলীর কাহিনী)[২][৩] | ১৮৬৬ | বইটি শিখ ধর্ম এবং মহারাজা রঞ্জিত সিংয়ের শাসনকালের দস্তাবেজ। .[৩][৬] শেষ তিনটি অধ্যায় তার রীতিনীতি, এবং লোকগীতি সহ. পাঞ্জাবি সংস্কৃতি এবং ভাষার প্রামাণ্য দলিল। বইটি প্রায়ই একটি পাঠ্যপুস্তক হিসেবে নির্দেশিত হত।[৩] |
পাঞ্জাবী বাতচিত[২][৩] | এই বইটি বিশেষভাবে ইংরেজদের, স্থানীয় ভাষা বুঝতে সাহায্য করার জন্য, লেখা হয়েছিল.[২][৩] গুরুমুখী লিপি থেকে রোমান লিপিতে বর্ণান্তরিত হওয়া সম্ভবত প্রথম বই এটি। [২][৩] এটির অধ্যয়ন, প্রশাসনিক সেবা ভর্তির ক্ষেত্রে আবশ্যক ছিল.[২][৩] | |
ওম জয় জগদীশ হরে |
১৮৭০[citation needed] | প্রথমবার পাঞ্জাবি অনুবাদ[৩] |
ভাগ্যবতী[২][৩] | ১৮৮৮ সালে প্রকাশিত | এই বইটি হিন্দি প্রথম উপন্যাস বলে মনে করা হয়।[২][৩][৫] |
সত্য ধর্ম মুক্তাবলী[৩] | ||
শতোপদেশ[৩] | ||
সত্যামৃত প্রবাহ[৩] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Singh Bedi, Harmohinder.
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব Walia, Varinda.
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প Maitray, Mohan.
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৬।
- ↑ ক খ Previously, Lala Sri Niwas was credited with this achievement; his Priksha Guru was written in 1902.
- ↑ Sisir Kumar Das.
আরও পড়ুন
[সম্পাদনা]- শরধা রাম গ্রন্থাবলী,হরমহীন্দর সিং বেদী, নির্মল প্রকাশক. (ডিন এবং গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের প্রধান কর্তৃক তিন খণ্ডের কাজ.)