২০২৩–২৪ বিসিএল ওয়ানডে
অবয়ব
তারিখ | ২৪ – ৩০ ডিসেম্বর |
---|---|
তত্ত্বাবধায়ক | বাংলাদেশ ক্রিকেট বোর্ড |
ক্রিকেটের ধরন | লিস্ট এ ক্রিকেট |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড রবিন ও ফাইনাল |
আয়োজক | বাংলাদেশ |
বিজয়ী | উত্তরাঞ্চল (২য় শিরোপা) |
রানার-আপ | পূর্বাঞ্চল |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৪ |
খেলার সংখ্যা | ৭ |
২০২৩–২৪ বাংলাদেশ ক্রিকেট লিগ ওয়ানডে, হলো লিস্ট এ ক্রিকেট টুর্নামেন্ট বিসিএল ওয়ানডে-এর তৃতীয় আসর।[১] টুর্নামেন্টেটি বাংলাদেশে আয়োজন করা হচ্ছে, এবারের আসর ২৪ ডিসেম্বর ২০২৩ উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু এবং ৩০ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হবে। [২] এবারের টুর্নামেন্ট ২০২৩–২৪ বাংলাদেশ ক্রিকেট লিগ এর পরপরই শুরু হয়েছে। উত্তরাঞ্চল গত আসরের বিজয়ী, ফাইনালে দক্ষিণাঞ্চলকে তারা ৩ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে।[৩]
এই আসরে পূর্বাঞ্চলকে ৪ উইকেটে হারিয়ে পরপর দ্বিতীয়বারের মত উত্তরাঞ্চল শিরোপা নিজেদের করে নেয়।[৪][৫]
স্কোয়াড
[সম্পাদনা]- 21 December 2023 পর্যন্ত হালনাগাদকৃত।[৬]
মধ্যাঞ্চল | পূর্বাঞ্চল | উত্তরাঞ্চল | দক্ষিণাঞ্চল |
---|---|---|---|
পয়েন্ট টেবিল
[সম্পাদনা]দল | খেলা | জয় | হার | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|
পূর্বাঞ্চল | ৩ | ২ | ১ | ০ | ৪ | ০.৭০৪ |
উত্তরাঞ্চল | ৩ | ২ | ১ | ০ | ৪ | ০.৬৬১ |
মধ্যাঞ্চল | ৩ | ২ | ১ | ০ | ৪ | -০.৬৯২ |
দক্ষিণাঞ্চল | ৩ | ০ | ৩ | ০ | ০ | -০.৪৯৯ |
- দুই দল ফাইনালে উত্তির্ন হবে
ফিক্সচার
[সম্পাদনা]রাউন্ড ১
[সম্পাদনা]মধ্যাঞ্চল
২৮৮/৭ (৫০ ওভার) |
ব
|
পূর্বাঞ্চল
২৫৭/৯ (৪৭ ওভার) |
- টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চলে
৩০৫/৫ (৫০ ওভার) |
ব
|
উত্তরাঞ্চল
৩০৬/৪ (৪৮.৩ ওভার) |
- টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় উত্তরাঞ্চল
রাউন্ড ২
[সম্পাদনা]দক্ষিণাঞ্চলে
১৬৩ (৪৮.২ ওভার) |
ব
|
মধ্যাঞ্চল
১৬৭/৬ (৪৯.২ ওভার) |
- টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মধ্যাঞ্চল।
পূর্বাঞ্চল
২৭৮ (৪৯.২ ওভার) |
ব
|
উত্তরাঞ্চল
২১৭ (৪০.৫ overs) |
- টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পূর্বাঞ্চল
রাউন্ড ৩
[সম্পাদনা]মধ্যাঞ্চল
২০১ (৪৮.১ Overs) |
ব
|
উত্তরাঞ্চল
২০৩/২ (২৪.৪ Overs) |
- উত্তরাঞ্চল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
দক্ষিণাঞ্চল
২০৭ (৪১.৩ ওভার) |
ব
|
পূর্বাঞ্চল
২১১/৩ (৩৯ ওভার) |
- পূর্বাঞ্চল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
ফাইনাল
[সম্পাদনা]পূর্বাঞ্চল
২৭৫/৬ (৫০ ওভার) |
ব
|
উত্তরাঞ্চল
২৭৬/৬ (৪৩.৩ ওভার) |
- উত্তরাঞ্চল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "BCL teams Confirmed to start from December 24"। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ "বিসিএল ওয়ানডে শুরু ২৪ ডিসেম্বর, ফাইনাল ৩০ এ"। Bdcrictime.com। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ "দক্ষিণকে হারিয়ে চ্যাম্পিয়ন উত্তরাঞ্চল"। Jugantor.com। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ "বিসিএল ওয়ানডে আসরের শিরোপা উত্তরাঞ্চলের"। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২৩।
- ↑ "North Zone clinch BCL One Day title" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২৩।
- ↑ "BCL 1-Day 2023-34: Updated squads of all 4 teams"। cricheroes.in (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
এক্সট্রা লিংক
[সম্পাদনা]
ক্রিকেট প্রতিযোগিতা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |