বিষয়বস্তুতে চলুন

২০২৩–২৪ স্বাধীনতা কাপ (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩–২৪ স্বাধীনতা কাপ
বিবরণ
স্বাগতিক দেশবাংলাদেশ
তারিখবাছাই পর্ব:
২০–২৩ অক্টোবর ২০২৩
চুড়ান্ত পর্ব:
২৭ অক্টোবর – ১৮ ডিসেম্বর ২০২৩
দল১৩
মাঠ৩ (৩টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নবসুন্ধরা কিংস (১ম শিরোপা)
রানার-আপঢাকা মোহামেডান
পরিসংখ্যান
ম্যাচ২২
গোল সংখ্যা৪৫ (ম্যাচ প্রতি ২.০৫টি)
শীর্ষ গোলদাতাব্রাজিল জোনাথন ফার্নান্দেস
(ঢাকা আবাহনী)
ব্রাজিল হিগোর লেইট
(শেখ জামাল ডিসি)
ব্রাজিল ডরিয়েল্টন
(বসুন্ধরা কিংস)
(৩টি গোল করে)
সেরা খেলোয়াড়বাংলাদেশ রাকিব হোসেন
(বসুন্ধরা কিংস)
সেরা গোলরক্ষকবাংলাদেশ মেহেদী হাসান শ্রাবণ
(বসুন্ধরা কিংস)
ফেয়ার প্লে পুরস্কারঢাকা মোহামেডান
(দ্রষ্টব্য: সমস্ত পরিসংখ্যান বাছাই পর্বের প্লে-অফ ম্যাচ গুলো অন্তর্ভুক্ত করে না)


২০২৩–২৪ স্বাধীনতা কাপ, যা ২০২৩ স্বাধীনতা কাপ নামেও পরিচিত, এটি স্বাধীনতা কাপের ১৩তম সংস্করণ আসর, বাংলাদেশের শীর্ষ ডিভিশন ক্লাব এবং সার্ভিস দল ফুটবল কাপ টুর্নামেন্ট।[] টুর্নামেন্টে মোট ১৩টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।[][]

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস । তারা ৫ ডিসেম্বর ২০২২ তারিখে শেখ রাসেলকে ২(৪)−২(১) পেনাল্টি শুট আউটে হারিয়ে শিরোপা জিতেছে।[]

১৮ ডিসেম্বর ২০২৩ তারিখে ফাইনালে মোহামেডানকে ২–১ গোলে ব্যবধানে পরাজিত করে বসুন্ধরা কিংস এবারের স্বাধীনতা কাপের আসরের শিরোপা বিজয়ী[]

অংশগ্রহণকারী দলগুলো

[সম্পাদনা]

নিচের তেরোটি দল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।

দল অংশগ্রহণ আগের সেরা সাফল্য
বাংলাদেশ পুলিশ এফসি ৩য় সেমি-ফাইনাল (২০২১–২২)
বসুন্ধরা কিংস ৪র্থ বিজয়ী (২০১৮, ২০২২-২৩)
ব্রাদার্স ইউনিয়ন ১১তম কোয়ার্টার ফাইনাল (২০১৮-১৮, ২০২৮)
চট্টগ্রাম আবাহনী ৮ম বিজয়ী (২০১৬)
ঢাকা আবাহনী ১৩তম বিজয়ী (১৯৯০, ২০২১-২২)
ঢাকা মোহামেডান ১৩তম বিজয়ী (১৯৭২, ১৯৯১, ২০১৪)
ফর্টিস এফসি ২য় গ্রুপ পর্যায় (2022-23)
রহমতগঞ্জ এমএফএস ১৩তম সেমি-ফাইনাল (২৯১৭-১৮)
শেখ রাসেল ৯ম বিজয়ী (২০১৩)
শেখ জামাল ৯ম রানার্স আপ (২০১২-১৩)
বাংলাদেশ সেনাবাহিনী ৩য় কোয়ার্টার ফাইনাল (১৯৯১)
বাংলাদেশ নৌবাহিনী ৩য় গ্রুপ-পর্যায় (২০২৩-২৩)
বাংলাদেশ বিমান বাহিনী ৩য় গ্রুপ-পর্যায় (২০২২-২৩)

ভেন্যু

[সম্পাদনা]

মূলত কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে টুর্নামেন্টের অন্যতম আয়োজক ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তবে জেলা ক্রিকেট লীগ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থাকে জেলা স্টেডিয়ামকে ঋণ দিতে বাধা দিয়েছে। তাই চারটির পরিবর্তে তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট।[]

মুন্সীগঞ্জ
শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম
ক্ষমতা: ১০,০০০
২০২৩-২৪ স্বাধীনতা কাপের জন্য স্টেডিয়ামগুলির অবস্থান
গোপালগঞ্জ ঢাকা
শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম বসুন্ধরা কিংস এরিনা
ক্ষমতা: ৫,০০০ ক্ষমতা: ১৪,০০০

ম্যাচ পর্ব এবং তারিখ

[সম্পাদনা]
তারিখ/বছর ম্যাচ পর্ব ম্যাচের তারিখ
২৭ অক্টোবর-১৮ ডিসেম্বর ২০২৩ যোগ্যতার পর্যায় ২০-২৩ অক্টোবর ২০২৩
গ্রুপ পর্যায় ২৭ অক্টোবর - ১ ডিসেম্বর ২০২৩
কোয়ার্টার ফাইনাল ৩-৪ নভেম্বর ২০২৩
সেমি-ফাইনাল ৭ নভেম্বর ২০২৩
ফাইনাল ১৮ ডিসেম্বর ২০২৩

ড্র অনুষ্ঠানটি ২৩ অক্টোবর ২০২৩ তারিখে বাফুফে হাউস মতিঝিল, ঢাকার তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়। চারটি গ্রুপে বিভক্ত ছিল তেরটি দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নকআউট পর্বে উঠবে।[]

গ্রুপ সারাংশ

[সম্পাদনা]
গ্রুপ এ গ্রুপ বি
বাংলাদেশ পুলিশ এফসি ঢাকা আবাহনী
শেখ জামাল শেখ রাসেল
ব্রাদার্স ইউনিয়ন রহমতগঞ্জ এমএফএস
বাংলাদেশ বিমানবাহিনী
গ্রুপ সি গ্রুপ ডি
ঢাকা মোহামেডান বসুন্ধরা কিংস
ফর্টিস এফসি চট্টগ্রাম আবাহনী
বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী
বাছাই পর্ব-১ বাছাই পর্ব-২
বাংলাদেশ বিমান বাহিনী ফুটবল দল বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল
বাংলাদেশ নৌবাহিনী ফুটবল দল ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল দল

ম্যাচ রেফারি

[সম্পাদনা]
রেফারি
  • বাংলাদেশ মোঃ আলমগীর সরকার ()
  • বাংলাদেশ মোঃ আনিসুর রহমান সাগর
  • বাংলাদেশ মাহমুদ জামিল ফারুকী নাহিদ
  • বাংলাদেশ মোঃ মিজানুর রহমান
  • বাংলাদেশ গোলাম মোরশেদ চৌধুরী নয়ন
  • বাংলাদেশ বিটুরাজ বড়ুয়া
  • বাংলাদেশ মোঃ জালাল উদ্দিন
  • বাংলাদেশ মোঃ সাইমুন হাসান সানি
  • বাংলাদেশ ভুবন মোহন তোরাফদার
সহকারী রেফারি
  • বাংলাদেশ মোঃ নুরুজ্জামান
  • বাংলাদেশ সুজয় বড়ুয়া
  • বাংলাদেশ রাসেল মাহমুদ
  • বাংলাদেশ বিটুরাজ বড়ুয়া
  • বাংলাদেশ জুনায়েদ শরীফ
  • বাংলাদেশ মোঃ মিজানুর রহমান
  • বাংলাদেশ শফিকুল ইসলাম ইমন
  • বাংলাদেশ বিকাশ সরকার
  • বাংলাদেশ মোঃ মাহমুদুল হাসান মামুন
  • বাংলাদেশ শেখ ইকবাল আলম
  • বাংলাদেশ মোঃ শাহ আলম
  • বাংলাদেশ সবুজ কুমার দাস
  • বাংলাদেশ মোঃ সোহরাব হোসেন

(): রেফারি এবং সহকারী রেফারি উভয় হিসাবে কাজ করে।

বাছাই পর্ব

[সম্পাদনা]
প্লে-অফ ১
দল ১ ফলাফল দল ২
বাংলাদেশ সেনাবাহিনী ২–০ বাংলাদেশ বিমান বাহিনী
প্লে-অফ ২
দল ১ ফলাফল দল ২
বাংলাদেশ নৌবাহিনী ২–০ ঢাকা বিশ্ববিদ্যালয়
প্লে-অফ-৩
দল ১ ফলাফল দল ২
বাংলাদেশ বিমান বাহিনী ২–০ ঢাকা বিশ্ববিদ্যালয়

ম্যাচ

[সম্পাদনা]

প্লে-অফ

[সম্পাদনা]

সব সময় স্থানীয় (ইউটিসি+০৬:০০)

বাংলাদেশ বিমান বাহিনী০–২বাংলাদেশ সেনাবাহিনী
প্রতিবেদন
  • ইমতিয়াজ রায়হান গোল ৫৭'
  • মিজানুর রহমান গোল ৮৯'
ঢাকা বিশ্ববিদ্যালয়০–২বাংলাদেশ নৌবাহিনী
প্রতিবেদন

অতিরিক্ত প্লে-অফ

[সম্পাদনা]
বাংলাদেশ বিমান বাহিনী২–০ঢাকা বিশ্ববিদ্যালয়
  • খালিদুল ইসলাম সামী গোল ৩০'
  • রেজা গোল ৬৩'
প্রতিবেদন

গ্রুপ পর্ব

[সম্পাদনা]
গ্রুপ টেবিলে রঙের চাবিকাঠি
গ্রুপ বিজয়ী এবং রানার্স আপ নকআউট পর্বে অগ্রসর হবে

টাইব্রেকার

[সম্পাদনা]

প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট), এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হবে:

  1. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের ম্যাচে পয়েন্ট;
  2. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল পার্থক্য;
  3. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল সংখ্যা;
  4. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের হেড-টু-হেড গোল পার্থক্য;
  5. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের হেড-টু-হেড গোল সংখ্যা;
  6. যেসকল দলের পয়েন্ট সমান এবং তারা যদি সর্বশেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়, তবে তাদের মধ্যে পেনাল্টি শুট-আউট;
  7. গ্রুপ পর্বের সকল ম্যাচে সর্বনিম্ন শাস্তিমূলক পয়েন্ট (একটি নির্দিষ্ট ম্যাচে একজন খেলোয়াড়ের জন্য শুধুমাত্র একটি নিয়ম প্রয়োগ করা হবে):
    1. হলুদ কার্ড = −১ পয়েন্ট;
    2. এক ম্যাচে দুটি হলুদ কার্ডের জন্য বহিষ্কার = −৩ পয়েন্ট;
    3. লাল কার্ড = −৩ পয়েন্ট;
    4. হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = −৪ পয়েন্ট;
  8. লটারি।

গ্রুপ এ

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
বাংলাদেশ পুলিশ এফসি +৩ নকআউট পর্যায় অগ্রসর
শেখ জামাল +৩
ব্রাদার্স ইউনিয়ন −৬
উৎস: জিএসএ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বে টাইব্রেকার
বাংলাদেশ পুলিশ এফসি২–০ব্রাদার্স ইউনিয়ন
  • মানস করিপভ গোল ২৩'
  • এডিস ইবারগুয়েন গার্সিয়া গোল ৬৭'
প্রতিবেদন

ব্রাদার্স ইউনিয়ন০–৪শেখ জামাল
প্রতিবেদন
রেফারি: মোঃ আলমগীর সরকার

শেখ জামাল০–১বাংলাদেশ পুলিশ এফসি
প্রতিবেদন
  • মানস করিপভ গোল ২৬'
রেফারি: মোঃ জালাল উদ্দিন

গ্রুপ বি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
ঢাকা আবাহনী +৬ নকআউট পর্যায় অগ্রসর
রহমতগঞ্জ এমএফএস +১
শেখ রাসেল −১
বাংলাদেশ বিমান বাহিনী −৬
উৎস: জিএসএ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বে টাইব্রেকার
শেখ রাসেল০–০রহমতগঞ্জ এমএফএস
প্রতিবেদন
রেফারি: মোঃ মিজানুর রহমান

রহমতগঞ্জ এমএফএস০–২ঢাকা আবাহনী
প্রতিবেদন
রেফারি: মোঃ সাইমুন হাসান সানি

রহমতগঞ্জ এমএফএস৪–১বাংলাদেশ বিমান বাহিনী
  • মুরাদ হোসেন চৌধুরী গোল ৩৩'
  • সামিন ইয়াসির জুয়েল গোল ৪৪'৫৫'
  • রফিকুল ইসলাম সুমন গোল ৯০+৪'
প্রতিবেদন
  • জুয়েল মিয়া গোল ৩২'

গ্রুপ সি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
মোহামেডান নকআউট পর্যায় অগ্রসর
বাংলাদেশ সেনাবাহিনী
ফর্টিস এফসি
উৎস: জিএসএ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বে টাইব্রেকার
মোহামেডান২–২বাংলাদেশ সেনাবাহিনী
  • আরিফ হোসেন গোল ২০'
  • জাফর গোল ৬৭'
প্রতিবেদন
  • ইমতিয়াজ রায়হান গোল ৯'
  • রঞ্জু সিকদার গোল ২৪'
রেফারি: বিটুরাজ বড়ুয়া

বাংলাদেশ সেনাবাহিনী০–০ফর্টিস এফসি
প্রতিবেদন
রেফারি: মোঃ জালাল উদ্দিন

ফর্টিস এফসি১–১মোহামেডান
প্রতিবেদন
  • মিনহাজুল আবেদীন বল্লু গোল ৭৪'

গ্রুপ ডি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
বসুন্ধরা কিংস +১ নকআউট পর্যায় অগ্রসর
চট্টগ্রাম আবাহনী
বাংলাদেশ নৌবাহিনী −১
অজানা তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: জিএসএ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বে টাইব্রেকার
বসুন্ধরা কিংস১–০বাংলাদেশ নৌবাহিনী
প্রতিবেদন
রেফারি: গোলাম মোরশেদ চৌধুরী নয়ন

বাংলাদেশ নৌবাহিনী১–১চট্টগ্রাম আবাহনী
  • সেলিম রেজা গোল ১২'
প্রতিবেদন
রেফারি: মাহমুদ জামিল ফারুকী নাহিদ

চট্টগ্রাম আবাহনী০–০বসুন্ধরা কিংস
রেফারি: ভুবন মোহন তোরাফদার

নকআউট পর্ব

[সম্পাদনা]

যোগ্যতা অর্জন করে

[সম্পাদনা]
  • নকআউট পর্বে আটটি দল জড়িত যারা গ্রুপ পর্যায় এর সময় তাদের প্রতিটি গ্রুপে শীর্ষ দুইয়ে শেষ করে।

বিপিএলবাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রতিনিধিত্বকারী থেকে ৮টি দল যোগ্যতা অর্জন করে।

  • নকআউট পর্বে, স্বাভাবিক খেলার সময় শেষে যদি একটি ম্যাচ গোলশূন্য শেষ হয়, অতিরিক্ত সময়ে (প্রতিটি ১৫ মিনিটের দুটি সময়) খেলাটি হবে এবং উক্ত খেলাটি শেষ পর্যন্ত মীমাংসা না হলে পরবর্তীতে পেনাল্টিশুট আউট করা হবে।
  • যোগ্য দলসমূহ
গ্রুপ চ্যাম্পিয়ন রানার্সআপ
গ্রুপ এ বাংলাদেশ পুলিশ এফসি শেখ জামাল
গ্রুপ বি ঢাকা আবাহনী রহমতগঞ্জ এমএফএস
গ্রুপ সি মোহামেডান বাংলাদেশ সেনাবাহিনী
গ্রুপ ডি বসুন্ধরা কিংস চট্টগ্রাম আবাহনী

বন্ধনী

[সম্পাদনা]
 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
৩ ডিসেম্বর–
 
 
বাংলাদেশ পুলিশ এফসি
 
১৫ ডিসেম্বর –
 
রহমতগঞ্জ এমএফএস
 
রহমতগঞ্জ এমএফএস
 
৫ ডিসেম্বর –
 
মোহামেডান
 
মোহামেডান (অ.স.প.)
 
১৮ ডিসেম্বর –
 
চট্টগ্রাম আবাহনী
 
মোহামেডান
 
৩ ডিসেম্বর –
 
বসুন্ধরা কিংস
 
ঢাকা আবাহনী (পে.)১(৩)
 
১৫ ডিসেম্বর –
 
শেখ জামাল১(২)
 
ঢাকা আবাহনী
 
৫ ডিসেম্বর –
 
বসুন্ধরা কিংস
 
বসুন্ধরা কিংস
 
 
বাংলাদেশ সেনাবাহিনী
 

কোয়ার্টার ফাইনাল

[সম্পাদনা]
বাংলাদেশ পুলিশ এফসি১–২রহমতগঞ্জ এমএফএস
  • এডিস ইবারগুয়েন গার্সিয়া গোল ২৪' (পে.)
প্রতিবেদন
  • স্যামুয়েল মেনসাহ কোনি গোল ২৯'৩২'
রেফারি: মোঃ জালাল উদ্দিন

বসুন্ধরা কিংস২–১বাংলাদেশ সেনাবাহিনী
প্রতিবেদন
রেফারি: মোঃ আলমগীর সরকার

সেমি-ফাইনাল

[সম্পাদনা]
রহমতগঞ্জ এমএফএস০–১ঢাকা মোহামেডান
প্রতিবেদন
  • মুজাফফর মুজাফফরভ গোল ৭২'

ফাইনাল

[সম্পাদনা]

পরিসংখ্যান

[সম্পাদনা]

গোলদাতা

[সম্পাদনা]

এই প্রতিযোগিতায় ২২টি ম্যাচে ৪৫টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.০৫টি গোল (সম্পূর্ণ তারিখ অনুযায়ী)।

৩টি গোল

২টি গোল

১টি গোল

উৎস: জিএসএ

বিজয়ী

[সম্পাদনা]
২০২৩–২৪ স্বাধীনতা কাপ (বাংলাদেশ)
বিজয়ী
বসুন্ধরা কিংস
তৃতীয় শিরোপা

পুরস্কার

[সম্পাদনা]

টুর্নামেন্টের সমাপনীতে নিম্নলিখিত পুরস্কার প্রদান করা হয়:

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সেরা গোলরক্ষক সেরা খেলোয়াড়
ঢাকা মোহামেডান[] বাংলাদেশ মেহেদী হাসান শ্রাবণ
(বসুন্ধরা কিংস)[]
বাংলাদেশ রাকিব হোসেন
(বসুন্ধরা কিংস)[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "লিগ কমিটির দায়িত্ব নিয়েই চমকের ইঙ্গিত সালাউদ্দিনের!"Offside Desk। ২৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৩ 
  2. "ঢাবির হার দিয়ে শুরু ঘরোয়া ফুটবল মৌসুম"www.dhakapost.com। ২০ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৩ 
  3. "২৭ অক্টোবর স্বাধীনতা কাপ দিয়ে শুরু নতুন মৌসুম"www.deshrupantor.com। ২৩ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩ 
  4. "Indy Cup Football: Bashundhara Kings clinch title beating Sheikh Russell KC in penalty shootout"www.unb.com.bd। ৫ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৩ 
  5. "১০ জন নিয়েই চ্যাম্পিয়ন কিংস"www.dhakapost.com। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০২৩ 
  6. "Abahani, Kings placed in separate groups"The Daily Star। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩ 
  7. "আবারও কিংসের গ্রুপে চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেলের সঙ্গী আবাহনী"www.kalerkantho.com। ২৩ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩ 
  8. "Independence Cup Football: Bashundhara Kings clinch title beating Dhaka Mohammedan 2-1 in final"www.unb.com.bd। ১৮ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৩