মুসলিম যুব লীগ
অবয়ব
মুসলিম যুব লীগ | |
---|---|
সভাপতি | আসিফ আনসারি[১] |
জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক | ভি. কে. ফয়জল বাবু[২] |
সচিব | ইমরান আশরাফী (মহারাষ্ট্র) নজরুল্লা খান (তামিলনাড়ু) মনপ্রীত সিং (মহারাষ্ট্র) মুফতি সাইয়্যেদ আলম (ঝাড়খণ্ড) মুহাম্মদ খালিদ রাজ (রাজস্থান) |
মুখপাত্র | সাইয়্যেদ মুনাব্বর আলী শিহাব থাঙ্গল[৩] |
প্রতিষ্ঠা | ১৯৭৩ |
সদর দপ্তর | চেন্নাই |
মাতৃ সংগঠন | ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগ |
ওয়েবসাইট | http://iumyl.in |
মুসলিম যুব লীগ, সংক্ষেপে ইয়ুথ লীগ, হল ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগের যুব শাখা।[৪][৫]
সাইয়্যেদ মুনাব্বর আলী শিহাব থাঙ্গাল এবং পিকে ফিরোস বর্তমানে যথাক্রমে কেরল রাজ্য যুব লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।[৬][৭]
জাতীয় পদাধিকারী
[সম্পাদনা]নাম | অবস্থান | রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল |
---|---|---|
আসিফ আনসারী | জাতীয় সভাপতি | দিল্লি |
ভি কে ফয়জল বাবু[২] | জাতীয় সাধারণ সম্পাদক | কেরল |
জুবায়ের খান | জাতীয় সহ-সভাপতি | মহারাষ্ট্র |
আনসারী মাথার | জাতীয় কোষাধ্যক্ষ | আশরাফ আলী [সাংগঠনিক সম্পাদক] |
মুসলিম যুব লীগ কেরল রাজ্য কমিটি
[সম্পাদনা]কেরল রাজ্য কমিটির পদাধিকারী
[সম্পাদনা]নাম | অবস্থান |
---|---|
সাইয়্যেদ মুনাব্বর আলী শিহাব থাঙ্গল[৭] | সভাপতি |
পিকে ফিরোস[৬] | সাধারণ সম্পাদক |
কেরল রাজ্য কমিটির প্রাক্তন পদাধিকারী
[সম্পাদনা]বছর | রাষ্ট্রপতি | সাধারণ সম্পাদক |
---|---|---|
১৯৮০ | পিকেকে বাভা | কেপিএ মজিদ |
১৯৯০ | এম কে মুনির | গ. মামুটি |
১৯৯৫ | এম কে মুনির | কে টি জলিল |
২০০০ | সাদিক আলী থাঙ্গল | টিএ আহমেদ কবির |
২০০৭[৮] | কে এম সাজি[৮] | এন. সামসুধীন[৮] |
২০১২[৯] | পিএম সাদিকালী[৯] | সিকে সুবায়ের[৯] |
২০১৬[৭] | মুনাব্বর আলী শিহাব থাঙ্গল | পিকে ফিরোস[৬] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ N., Ashif (২০২১-০১-২৪)। "Asif Ansari Youth League-nte Puthiya Adhyakshan; Theerumanam Sabir Gafar-inte Rajikku Pinnale"। OneIndia।
- ↑ ক খ "Fyzal Babu Youth League Akhilendia General Secretary"। Madhyamam। ১৯ মার্চ ২০২১।
- ↑ "Munavvar Ali Thangal elected MYL State President"। Mathrubhumi। ১৫ ডিসেম্বর ২০১৬।
- ↑ Safeena, K. P. (২৯ জুন ২০২১)। "IUML Failed to Recognize Changes in Muslim community, Feels Youth League"। Malayala Manorama।
- ↑ "MYL offers legal help to Kappan"। The Hindu। ২০২১-০১-২৪।
- ↑ ক খ গ "Muslim Youth League Leader, PK Firoz Demands Probe into Firms of Kerala CPI-M Top leader's Son"। Madhyamam। ৫ সেপ্টেম্বর ২০২০।
- ↑ ক খ গ Meethal, Amiya (১৬ ডিসেম্বর ২০১৬)। "Munavarali Shihab Thangal to Head Muslim Youth League"। Deccan Chronicle।
- ↑ ক খ গ "K. M. Shaji and N. Shamsudheen Elected MYL State President and Secretary"। The Hindu। ২০০৭-০৬-১৮।
- ↑ ক খ গ "Sadiqali is MYL Prez, Subair Sec"। The New Indian Express। ১৬ মে ২০১২।