বিষয়বস্তুতে চলুন

মোলীয় ঘনমাত্রা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোলীয় ঘনমাত্রা
সাধারণ প্রতীক
c
এসআই এককmol/m3
অন্যান্য একক
mol/L
অন্যান্য রাশি হতে উৎপত্তি
c = n/V
মাত্রা

মোলীয় ঘনমাত্রা (মোলত্ব, পদার্থের ঘনমাত্রা বা পরিমাণের ঘনমাত্রা নামেও পরিচিত) হল কোনও রাসায়নিক প্রজাতির ঘনমাত্রার পরিমাপ, বিশেষ করে একটি দ্রবণে একটি দ্রাব্যের ঘনমাত্রার পরিমাপ, যাকে প্রতি একক আয়তনের দ্রবণে পদার্থের পরিমাণ দ্বারা প্রকাশ করা হয়। রসায়নশাস্ত্রে মোলীয় ঘনমাত্রার সবচেয়ে বহুল ব্যবহৃত এককটি হল মোল প্রতি লিটারে (mol/L বা mol/dm3) কোনও দ্রবণে দ্রবীভূত পদার্থের ঘনমাত্রা যদি ১ mol/L হয়, তাহলে তাকে ১ মোলার বলা হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]