আলাপ:অ্যাডোবি ড্রিমউইভার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খালি নিবন্ধের নোটিশ[সম্পাদনা]

নিবন্ধটি আসলেই খালি ছিল। তাই ট্যাগ লাগানো যথার্থ ছিল। এখন আরো তথ্য অনুবাদ করে যোগ করা হয়েছে। খালি নিবন্ধের নোটিশ অপসারণের অনুরোধ করছি, কেননা তথ্যছক বাদ দিলেও নিবন্ধে বিভিন্ন ভার্ষনসহ পরিচিত অংশে গ্রহণযোগ্য পরিমাণ তথ্য আছে এখন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:১৮, ১৯ অক্টোবর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

ভুক্তির নাম সঠিক মনে হচ্ছে না। "অ্যাডোব বা অ্যাডোবি ড্রিমওয়েভার" হতে পারে ।--আশা (আলাপ) ১৭:২৬, ১৯ অক্টোবর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
আমারও তাই মনে হচ্ছিল। আমিও এভাবেই জানতাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, ড্রিমউইভারই অভিধানগত উচ্চারণে সঠিক, কেননা Weaver-এর উচ্চারণ দেখছি: wē’vər লেখা। (এ্যামেরিকান হেরিটেজ ডিকশনারি) এখন যদি এ্যাডোব এটাকে "ওয়েভার" না বলে, তাহলে নিবন্ধ সরানোর প্রশ্নই আসে না, বরং ড্রিমওয়েভারকে এটাতে রিডিরেক্ট করতে হবে। খালি'র নোটিশ অপসারণযোগ্য মনে হওয়ায় ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৪১, ১৯ অক্টোবর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]