২০১৯–২০ ভারত মহিলা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
 
  ওয়েস্ট ইন্ডিজ মহিলা ভারত মহিলা
তারিখ ১ নভেম্বর – ২০ নভেম্বর ২০১৯
অধিনায়ক স্তাফানি টেলর (ডব্লিউওডিআই)
আনিসা মুহাম্মদ (ডব্লিউটি২০আই)
মিতালী রাজ (ডব্লিউওডিআই)
হারমানপ্রীত কৌর (ডব্লিউটি২০আই)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত মহিলা ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান স্তাফানি টেলর (১৯৩) পুনম রাউত (১২৩)
সর্বাধিক উইকেট আনিসা মুহাম্মদ (৫) দীপ্তি শর্মা (৫)
পুনম যাদব (৫)
সিরিজ সেরা খেলোয়াড় স্তাফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ভারত মহিলা ৫–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান শেমাইন ক্যাম্পবেল (৫৯) শেফালী বর্মা (১৫৮)
সর্বাধিক উইকেট হেইলি ম্যাথিউজ (৬) দীপ্তি শর্মা (৮)
সিরিজ সেরা খেলোয়াড় শেফালী বর্মা (ভারত)

ভারত মহিলা ক্রিকেট দল নভেম্বর ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর করে। সফর সূচীতে অন্তর্ভুক্ত ছিল তিনটি মহিলাদের একদিনের আন্তর্জাতিক (ডব্লিউওডিআই), যা হচ্ছে ২০১৭-২০ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার অংশ, ও পাঁচটি মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক (ডব্লিউটি২০আই) ম্যাচ। [১][২] ভারত ওডিআই সিরিজটি ২-১ এ জয় লাভ করে।[৩]

দলীয় সদস্য[সম্পাদনা]

ডব্লিউওডিআই ডব্লিউটি২০আই
 ওয়েস্ট ইন্ডিজ[৪]  ভারত[৫]  ওয়েস্ট ইন্ডিজ[৬]  ভারত[৭]

সিরিজটি শুরুর পূর্বে চিনেলী হেনরিকে স্কোয়াড থেকে বাদ দিয়ে, হেইলি ম্যাথিউজ ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে ডাকা হয়।[৮] কারণ ম্যাথিউস ৮ খেলার নিষেধাজ্ঞা কাটিয়ে খেলার জন্য প্রস্তুত ছিল।[৯] দ্বিতীয় ওডিআইয়ের শুরুতে, কানেইশা আইজ্যাককে দলে অন্তর্ভুক্ত করা হয় এবং বাদ দেয়া হয় ব্রিটনি কুপারকে[১০]

ডব্লিউওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ডব্লিউওডিআই[সম্পাদনা]

ওয়েস্ট ইন্ডিজ 
২২৫/৭ (৫০ ওভার)
 ভারত
২২৪ (৫০ ওভার)
স্তাফানি টেলর ৯৪ (৯১)
শিখা পান্ডে ২/৩৮ (৯ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • আলিয়া অ্যালেইনস্বনিশা হেক্টর (ওয়েস্ট ইন্ডিজ) উভয়ে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে।
  • পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ মহিলা ২, ভারত মহিলা ০

২য় ডব্লিউওডিআই[সম্পাদনা]

ভারত 
১৯১/৬ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৩৮ (৪৭.২ ওভার)
পুনম রাউত ৭৭ (১২৮)
অ্যাফি ফ্লেচার ২/৩২ (১০ ওভার)
শেমাইন ক্যাম্পবেল ৩৯ (৯০)
পুনম যাদব ২/২৬ (১০ ওভার)
  • ভারত মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • পয়েন্ট: ভারত মহিলা ২, ওয়েস্ট ইন্ডিজ মহিলা ০

৩য় ডব্লিউওডিআই[সম্পাদনা]

ওয়েস্ট ইন্ডিজ 
১৯৪ (৫০ ওভার)
 ভারত
১৯৫/৪ (৪২.১ ওভার)
স্তাফানি টেলর ৭৯ (১১২)
পুনম যাদব ২/৩৫ (১০ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • পয়েন্ট: ভারত মহিলা ২, ওয়েস্ট ইন্ডিজ মহিলা ০

ডব্লিউটি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম ডব্লিউটি২০আই[সম্পাদনা]

৯ নভেম্বর ২০১৯
১৮:০০ (দিন/রাত)
Scorecard
ভারত 
১৮৫/৪ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১০১/৯ (২০ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আলিয়া অ্যালেইন (ওয়েস্ট ইন্ডিজ) মহিলা টি২০আই ক্রিকেটে অভিষেক করে।
  • শেফালী বর্মাস্মৃতি মন্ধনা মহিলা টি২০আই ক্রিকেটে যে কোন উইকেটে সর্বোচ্চ পার্টনারশীপের রেকর্ড (১৪৩) তৈরী করেন।[১১]

২য় ডব্লিউটি২০আই[সম্পাদনা]

১০ নভেম্বর ২০১৯
১৩:৩০
Scorecard
ওয়েস্ট ইন্ডিজ 
১০৩/৭ (২০ ওভার)
 ভারত
১০৪/০ (১০.৩ ওভার)
চেডিন ন্যাশন ৩২ (৩৬)
দীপ্তি শর্মা ৪/১০ (৪ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় ডব্লিউটি২০আই[সম্পাদনা]

১৪ নভেম্বর ২০১৯
১৮:০০ (দিন/রাত)
Scorecard
ওয়েস্ট ইন্ডিজ 
৫৯/৯ (২০ ওভার)
 ভারত
৬০/৩ (১৬.৪ ওভার)
চিনেলী হেনরি ১১ (১৮)
রাধা যাদব ২/৬ (৪ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪র্থ ডব্লিউটি২০আই[সম্পাদনা]

১৭ নভেম্বর ২০১৯
১৩:৩০
Scorecard
ভারত 
৫০/৭ (৯ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
৪৫/৫ (৯ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে খেলাটিকে উভয় দলের জন্য ৯ ওভারে সীমিত করা হয়।

,

৫ম ডব্লিউটি২০আই[সম্পাদনা]

২০ নভেম্বর ২০১৯
১৮:০০ (দিন/রাত)
Scorecard
ভারত 
১৩৪/৩ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
৭৩/৭ (২০ ওভার)
কাইশোনা নাইট ২২ (৩৯)
অনুজা পাতিল ২/৩ (৩ ওভার)
  • ভারত মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অনুজা পাতিল (ভারত) তার ৫০তম মহিলা টি২০আই ম্যাচ খেলে।[১২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Indian Women's Cricket Team for West Indies tour announced"Board of Control for Cricket in India। ২৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "শেমাইন কাম্পবেল, চেডিন ন্যাশন return to West Indies ODI squad to face India"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯ 
  3. "Mandhana, Rodrigues guide India to ODI series win against Windies"Women's CricZone। ৬ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯ 
  4. "Women's Squad for 1st & 2nd Colonial Medical Insurance ODIs Against India"Cricket West Indies। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯ 
  5. "সুশমা বর্মা returns for India's tour of West Indies; Shafali, Harleen retained"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯ 
  6. "Solid squad named for T20I series against India women"Cricket West Indies। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯ 
  7. "Settled India look too strong for struggling West Indies"Women's CricZone। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯ 
  8. "Chineley Henrey out of West Indies' ODIs against India with concussion"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯ 
  9. "Heyley Matthews set to return from suspension"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯ 
  10. "Isaac replaces Cooper for Cricket West Indies (CWI) Women in 3rd ODI against India"Cricket World। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯ 
  11. "Shafali Verma, Smriti Mandhana blow West Indies away with record stand"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯ 
  12. "Jemimah Rodrigues, Veda Krishnamurthy fifties give India 5-0 sweep over West Indies"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]