মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড
প্রাতিষ্ঠানিক লোগো
সংক্ষেপেএমজিএমসিএল
গঠিত৪ আগস্ট, ১৯৯৮
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
সদরদপ্তরঢাকা
অবস্থান
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলাইংরেজি
ব্যবস্থাপনা পরিচালক
আবু দাউদ মুহম্মদ ফরিদুজ্জামান[১]
প্রধান অঙ্গ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
প্রধান প্রতিষ্ঠান
পেট্রোবাংলা
ওয়েবসাইটএমজিএমসিএল

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানী। কোম্পানিটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামে অবস্থিত।[২]

ইতিহাস[সম্পাদনা]

বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) ১৯৭৪ সালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকায় গ্রানাইট পাথর আবিষ্কার করে। নানা পরীক্ষা-নিরীক্ষার পর ১৯৯২ সালে বাংলাদেশ এবং উত্তর কোরিয়া সরকারের মধ্যে বাণিজ্যিক বিষয়ে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতার আলোকে পেট্রোবাংলা এবং উত্তর কোরীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কোরীয়া সাউথ-সাউথ কো-অপারেশন কর্পোরেশন (নামনাম) এর মধ্যে ২৭ মার্চ, ১৯৯৪ তারিখে আরো একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ৪ আগস্ট, ১৯৯৮ সালে প্রকল্পটি পেট্রোবাংলার অধীনে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) হিসেবে নিবন্ধিত হয়। জুলাই ২০০১ সালের মধ্যে কাজ শেষের কথা থাকলেও নামনাম ২৫ মে ২০০৭ সালে খনিটি এমজিএমসিএল-এর নিকট হস্তান্তর করে। বর্তমানে এমজিএমসিএল নিজস্ব ব্যবস্থাপনায় খনি পরিচালনা করে যাচ্ছে।

এক নজরে[সম্পাদনা]

[৩]

বিবরণ তারিখ
আবিষ্কার ১৯৭৩–৭৪
সম্ভাব্যতা যাচাই সমীক্ষা ১৯৭৬–৭৭
হাইড্রোজিওলজিক্যাল সমীক্ষা ১৯৮৪–৮৫
ফিজিক্যাল কার্যক্রম শুরু ২০ অক্টোবর, ১৯৯৪
বাণিজ্যিক উৎপাদন শুরু ২৫ মে, ২০০৭
খনি হ্যান্ডওভার ও টেকওভারের তারিখ ৪ নভেম্বর, ২০১০

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ব্যবস্থাপনা পরিচালক"mgmcl.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৪ 
  2. "যোগাযোগ"mgmcl.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৪ 
  3. "একনজরে"mgmcl.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৪