ব্যবহারকারী আলাপ:Tracygsharp32

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিলম্বিত স্বাগতম![সম্পাদনা]

স্বাগতম জানাতে হয়তো বিলম্বিত হতে পারে কিন্তু আপনাকে পরিবেশিত কুকিগুলো এখনো গরম রয়েছে!

কিছুটা বিলম্বে হলেও Tracygsharp32 আপনাকে উইকিপিডিয়ায় স্বাগতম জানাতে চাই। আমি দেখতে পেলাম আপনি এখানে এসে কিছু অবদানও রেখে ফেলেছেন। আপনার অবদানের জন্য ধন্যবাদ! যদিও আপনি উইকিপিডিয়ার অবদান রাখার প্রক্রিয়া বুঝে গিয়েছেন বলে মনে হচ্ছে, আপনি নীচের কিছু সংযোগ অনুসরণ করে উপকৃত হতে পারেন, যা সম্পাদকদের উইকিপিডিয়া থেকে সর্বাধিক সুবিধা পেতে সহায়তা করে:

আর যখনই আপনি আলাপ পাতায় কোনো বার্তা রাখেন, শেষে মনে করে চারটি টিল্ডা (~~~~) দিয়ে স্বাক্ষর করতে ভুলবেন না। এর ফলে বার্তার শেষে আপনার স্বাক্ষর করার সময় ও আপনার ব্যবহারকারী নাম স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে।

আমি আশাবাদী যে, আপনি এখানে সম্পাদনা করা উপভোগ করছেন। আর দ্রুতই একজন উন্নয়নকারী উইকিপিডিয়ান হয়ে উঠবেন! যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার আলাপ পাতায় আমাকে নির্দ্বিধায় বার্তা দিতে পারেন, উইকিপিডিয়া:প্রশ্ন দেখতে পারেন বা আপনার আলাপ পাতায় বার্তার শুরুতে {{সাহায্য করুন}} যুক্ত করে এখানেই প্রশ্ন করতে পারেন।

আবারও, স্বাগতম! ~ খাত্তাব , , ... ১৩:১৭, ৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]