মনোগতিসঞ্চার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯১১ সালের ফরাসি সাময়িকী লা ভি মিস্তেরিয়োজ থেকে স্বতঃস্ফূর্ত মনোগতিসঞ্চার বিষয়ে শিল্পীর ধারণা।

পরামনোবিজ্ঞানের আলোচনায় মনোগতিসঞ্চার (ইংরেজি: Psychokinesis) বা দূরগতিসঞ্চার (ইংরেজি: Telekinesis) বলতে কোনও দূরবর্তী বস্তুর উপর কোনও ভৌত উপায় ব্যতীত কেবল দূর থেকে সেটির উপর মনোযোগ নিবদ্ধ করে মানসিক ক্ষমতার সাহায্যে সেটির ভেতরে গতির সঞ্চার করা বা সেটির কোনও পরিবর্তন সাধন করার দাবীকৃত ঘটনাটিকে বোঝানো হয়।

দাবী করা হয়েছে যে মনোগতিসঞ্চারের সাহায্যে বস্তুকে শূন্যে উঠিয়ে ভাসানো সম্ভব বা ধাতুর তৈরি বস্তুকে বাঁকানো সম্ভব। জাদু পরিবেশনের সময় প্রায়শই এ ধরনের বিভ্রম সৃষ্টি করা হয়। কিন্তু অনেক পরীক্ষা ও তদন্তের পরেও মনোগতিসঞ্চারের অস্তিত্বের সপক্ষে কোনও স্পষ্ট বৈজ্ঞানিক সাক্ষ্যপ্রমাণ তেমন নেই। কিছু কিছু পরীক্ষার গবেষকেরা ব্যাখ্যা দিয়েছেন যে দৈব ভৌত ব্যবস্থাসমূহের ঘটনাগুলির চেতনার খুব সামান্য প্রভাব থাকতে পারে; কিন্তু তাদের বিরোধীরা বলেছেন এগুলি প্রকাশনামূলক পক্ষপাত ও নিশ্চিতকরণ পক্ষপাতের ফল। তাই মনোগতিসঞ্চার সম্পর্কিত সিদ্ধান্তগুলি এখনও চূড়ান্ত নয়।

বিশ্বাস[সম্পাদনা]

মনোগতিসঞ্চার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হওয়া সত্ত্বেও অনেকে এটিতে বিশ্বাস করেন। ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে মানুষের বিভিন্ন ধর্ম এবং স্বভাবাতীত বিষয়গুলিতে বিশ্বাস সংক্রান্ত একটি জরিপে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮% পুরুষ এবং ৩১% নারী এসব বিষয়ে বিশ্বাস করে।[১]

কল্পকাহিনীতে ব্যবহার[সম্পাদনা]

মনোগতিসঞ্চার বিভিন্ন ধরনের কল্পকাহিনী এবং বৈজ্ঞানিক কল্পকাহিনীতে ব্যবহার করা হয়। এটি কমিক বই, চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান, ইত্যাদিতেও ব্যবহার করা হয়ে থাকে।[২][৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "American Piety in the 21st Century: New Insights to the Depth and Complexity of Religion in the US" (PDF) 
  2. "Twenty Technologies That Can Give You Super Powers: Super Power: Psychokinesis- BusinessWeek"। images.businessweek.com। ১১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭ 
  3. Gresh, Lois; Weinberg, Robert (২০০২)। The Science of Superheroes। Hoboken New Jersey: J. Wiley। পৃষ্ঠা ১৩১। আইএসবিএন ৯৭৮০৪৭১০২৪৬০৬ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)