কনভার্সন থেরাপি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Conversion therapy থেকে পুনর্নির্দেশিত)

কনভার্সন থেরাপি হচ্ছে একপ্রকার অপবিজ্ঞানের চর্চা যার মাধ্যমে ব্যক্তির সমকামিতা অথবা উভমকামিতা নামক যৌন অভিমুখিতা থেকে বিষমকামী যৌন অভিমুখিতায় পরিবর্তনের চেষ্টা করা হয়। যার যৌন অভিমুখিতা পরিবর্তনের জন্য এই চর্চা করা হবে, সেই চর্চায় তাকে নানাবিধ ধর্মীয় ও মনস্তাত্ত্বিক চাপের মধ্যে নিয়ে যাওয়া হয়। এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, যা থেকে বলা যেতে পারে, যৌন অভিমুখিতা পরিবর্তনশীল এবং চিকিৎসা শাস্ত্রীয় বই গুলো সতর্ক করেছে যে, এই ধরনের চর্চা একইসাথে অকার্যকর ও গুরুতরভাবে ক্ষতিকর। তা সত্ত্বেও এর প্রবক্তা ও এর সমর্থনকারীরা কল্পিত প্রতিবেদনের ভিত্তিতে দাবী করেছেন, এই চর্চার ফলে কেও কেও আসলেই বিষমকামীতে পরিবর্তিত হয়।[১][২][৩][৪][৫][৬][৭] যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসাশাস্ত্রীয়, বিজ্ঞানভিত্তিক সরকারী সংস্থা ও যুক্তরাষ্ট এই ধরনের থেরাপির উপর উদ্বেগ প্রকাশ করেছেন।[৮][৯][১০][১১][১২][১৩] এশিয়া, ইউরোপ ও আমেরিকার কিছু স্থানের বিচার ব্যবস্থায় এই থেরাপির বিরুদ্ধে আইন পাস করা হয়েছে।

মার্কিন মনস্তাত্ত্বিক সংগঠন (এপিএ); সমকামিতা মানসিক রোগ- এমন অনুমানের ভিত্তিতে সমকামিতার চিকিৎসার বিরোধিতা করেছে [৮] এবং ব্যাখ্যা করেছে সমকামিতার চিকিৎসা করা নৈতিকতাবর্হিত কর্মকাণ্ড।[৬] এটি আরো বলেছে যে, পুরুষ ও নারী সমকামীদের এভাবে বিষমকামীতে পরিণত করার জন্য কনভার্সন থেরাপির প্রয়োগ; প্রকৃত বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক। এর প্রয়োগে ব্যক্তির ক্ষতি হতে পারে।[৯] যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল ডেভিড স্যাচার ২০০১ সালে একটি প্রতিবেদনে বলেন, এমন কোনো তত্ত্ব নেই যা থেকে বলা যায় যৌন পরিবর্তন করা যেতে পারে।[১৪]

আধুনিক সময়ের ধর্মীয় কট্টোরবাদী গ্রুপগুলো সমকামিতাকে রোগ বলার চেয়ে এর থেরাপি দেওয়ার প্রতিই ধর্মীয় ন্যায্যতা দেয়।[৪]

ইতিহাস[সম্পাদনা]

কনভার্সন থেরাপির ইতিহাস সম্প্রসারিতভাবে তিন কল্পে বিভক্ত। একটি হলো ফ্রয়েডীয় যুগের প্রথমার্ধে, যেখানে কনভার্সন থেরাপি মুলধারায় সংযুক্ত হয়ে যায়। যেখানে ভাবা হত, যৌনতার জন্য মানসিক স্বাস্থ্যই মুলত দায়ী। এবং আরেকটি হলো স্টোনওয়াল যুগের পরবর্তী সময়; যেখানে মুলধারার চিকিৎসা পেশা কনভার্সন থেরাপিকে বাতিল করে দেয়।[৪]

মনবিশ্লেষৈনিক ইতিহাসের প্রথমার্ধে বিশ্লেষণকারী এটা মেনে নিয়েছিলেন যে, কিছু কিছু ক্ষেত্রে সমকামিতা কিছু কিছু ক্ষেত্রে ঠিক রোগ নয়। কিন্তু যে নৈতিক প্রশ্নটা তাদের সামনে এসে হাজির হয়েছিল, তা হলো আলোচনা করলে, যৌন অভিমুখিতা কী পরিবর্তন করা যায়? ১৯২০ সালে বিশ্লেষণকারীরা অনুমান করেছেন যে, সমকামিতা এক প্রকার রোগ এবং তা ভালো করার চেষ্টা করাটাই যথার্থ, যদিও মনোবিশ্লেষনকারীদের বক্তব্য ছিল, সমকামীদের যৌন অভিমুখিতা পরিবর্তন করতে চাওয়া বৃহৎ পরিসরে ঝুকিঁপূর্ণ [১৫]

"পুরুষ ও নারী সমকামীরা কী তাদের যৌন অভিমুখিতা পরিবর্তন করতে পারবে ?"[সম্পাদনা]

মে মাসের ২০০১ সালে নিউ অরলিনে মার্কিন মনোরোগ-সংক্রান্ত সংগঠনের সম্মেলনে রবার্ট স্পিটজার সমকামী পুরুষ ও নারীরা কী তাদের যৌন অভিমুখিতা পরিবর্তন করতে সক্ষম? এমন প্রতিবেদন উপস্থাপন করেন। এখানে ২০০ জন অংশগ্রহণকারী বলেছিল, তারা পুর্বে সমকামী থাকলেও বর্তমানে বিষমকামী। The study was partly a response to the APA's 2000 statement cautioning against clinical attempts at changing homosexuality, and was aimed at determining whether such attempts were ever successful rather than how likely it was that change would occur for any given individual. স্পিটজার লিখেন প্রথম দিকের প্রমাণগুলো থেকে এটা অনুমেয় হয়েছিল, যৌন অভিমুখিতা পরিবর্তনকারী এই থেরাপির উপকারিতা আছে। কিন্তু প্রকৃতপক্ষে এসব থেরাপি গুলোর পদ্ধতিগত সমস্যা ছিল।[১]

২০১২ সালে স্পিটজার তার গবেষণাটিকে প্রত্যাহার করে নেন[১৬][১৭] এবং বলেন, আমি আমার উপসংহারে যা বলেছি, তা হয়তো ভুল ছিল। এই গবেষণা কোনোভাবে প্রমাণ করতে পারবে না, পুরুষ সমকামীরা নিজেদের যৌন অভিমুখিতা পরিবর্তন করতে পারে।"[১৮][১৯][২০][২১] তিনি অপ্রমাণিত এই থেরাপি প্রয়োগের জন্য সমকামী সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন।[২২] তিনি একে পেশাগত ভুল বলে অভিহিত করেন।[২৩] স্পিডযার এনএআরটিএইচ, পিফক্স, মার্কিন কলেজ অব পেডিয়াট্রিসিয়ান এবং ফোকাস অন দ্য ফ্যামিলীর মত সকল পুর্বের গে কনভারসেশন থেরাপি প্রয়োগকারী সংস্থার কাছে অনুরোধ করেন তারা যেন নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে তার গবেষণাটিকে ব্যবহার না করেন।[২১]

চিকিৎসাশাস্ত্রে, বৈজ্ঞানিক ও আইনত দৃষ্টিভঙ্গি[সম্পাদনা]

যুক্তরাষ্ট্রে এর অবস্থা[সম্পাদনা]

যদিও কনভার্সন থেরাপির উপর কোনো জাতীয় পর্যায়ের স্থগিতাদেশ নেই, তবুও যৌন অভিমুখিতা পরিবর্তনের এই প্রচেষ্টাকে বেশ কিছু দেশে নিষিদ্ধ করা হয়েছে। নিচের মানচিত্রে তা দেখানো হলো।

যুক্তরাষ্ট্রের মানচিত্র যেখানে সংখ্যালঘুদের যৌন অভিমুখিতা ও লিঙ্গ পরিচয় পরিবর্তনের প্রচেষ্টাকে রহিতকরণ দেখানো হয়েছে।
  যৌন সংখ্যালঘুদের লিঙ্গ পরিচয় ও যৌন অভিমুখিতা পরিবর্তনের জন্য কনভার্সন থেরাপি নিষিদ্ধকরণ
  যৌন সংখ্যালঘুদের উপর কনভার্সন থেরাপি চাপিয়ে দেওয়া নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই

স্বাস্থ্য-সংগঠনের অবস্থা[সম্পাদনা]

বিশ্বজুড়ে থাকা অনেক স্বাস্থ্য সংগঠন যৌন অভিমুখিতা পরিবর্তনের সমালোচনা করেছে।[২৪][২৫][২৬] যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংগঠন ঘোষণা দিয়ে বলেছে, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, যা থেকে বলা যায় গত ৪০ বছরের কনভার্সন থেরাপি থেকে কেও উপকৃত হয়েছে, বা এই ধরনের থেরাপির কোনো কার্যক্ষমতা আছে।[৯][২৭][২৮][২৯] তারা অন্বেষণে মাধ্যমে বুঝতে পেরেছে যে, এই থেরাপি অকার্যকর, বিপজ্জনক ও ক্ষতিকর। সমকামিতা থেকে মুক্তির যে দাবী করা হয়, তা ভিত্তিহীন এবং তা যদি বিশ্বাসও করা হয়, তবে একই সাথে এই ধরনের থেরাপির জন্য ক্ষতি হয়েছে; এমনটাও শুনা যায়। মার্কিন মনোরোগ সংগঠন (এপিএ) হিপোক্রেটিক শপথের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছে, যারা এই শপথ নিয়েছে, তাদের এই চর্চা থেকে দূরে থাকা উচিত।[২৮]

মুলধারার চিকিৎসা সংগঠন গুলো বিবৃতিতে কনভার্সন থেরাপিকে ক্ষতিকর বলেছে, কারণ এটা উদ্বেগ আর অপরাধকে কাজে লাগায়, পাশাপাশি এটা ব্যক্তির আত্মবিশ্বাসকে নষ্ট করে, হতাশাগ্রস্থ করে তুলে যার ফলে ব্যক্তি আত্মহত্যাও করতে পারে।[৩০]

সেইসব স্বাস্থ্যসংগঠন গুলোর তালিকা যারা কনভার্সন থেরাপি নিয়ে নেতিবাচক বিবৃতি দিয়েছে[সম্পাদনা]

আন্তর্জাতিক স্বাস্থ্যসংগঠন[সম্পাদনা]
মার্কিন স্বাস্থ্য সংগঠন[সম্পাদনা]
যুক্তরাজ্যের স্বাস্থ্য সংগঠন[সম্পাদনা]
অস্ট্রেলীয় স্বাস্থ্য সংগঠন[সম্পাদনা]
অন্যান্য স্বাস্থ্য সংগঠন[সম্পাদনা]

এপিএ টাস্কফোর্স স্টাডি[সম্পাদনা]

মার্কিন মনস্তাত্ত্বিক সংগঠন (এপিএ) সেক্সুয়াল অরিয়েন্টেশন চেঞ্জ এফোর্টের (এসওসিই) ক্ষেত্রে; পিয়ার রিভিউ গবেষণার উপর কাজ করে দেখেছে, এই গবেষণা পরিচালনা করতে যেসব পদ্ধতি পরিচালনা করা হয়, তাতে অগণিত সমস্যা আছে। এই টাস্কফোর্স দেখেছে, যেসব ব্যক্তি কনভার্সন থেরাপি নেয়, তাদের কেও কেও সমলিঙ্গে আকর্ষণ কম অনুভব করে, কিন্তু এরকম ঘটনার পরিমাণ খুবই কম যা অকিঞ্চিতকর। এই টাস্কফোর্স এর সমাপিকা বক্তব্যে বলে এসওসিই, তাদের পদ্ধতি প্রয়োগে যে সফলতার দাবী করছে, তা সমর্থিত (এপিএ টাস্কফোর্সের গবেষণা অনুযায়ী) নয়।[৫৩] এসওসিই তে দুইটা সমস্যা আছে, যার একটি হলো, এখানে এই থেরাপিস্টাওরা ভ্রান্তভাবে চিন্তা করেন, সমকামিতা একটা মানসিক সমস্যা (disorder) এবং অপরটি হলো এই যৌন অভিমুখিতা পরিবর্তন প্রচেষ্টা (এসওসিই) চোখে লাগার মত অধিক হারে পুরুষের উপর প্রয়োগ করা হয়, নারীদের উপর বলতে গেলে প্রয়োগ করা হয়ই নি।[৭][৯][২৬][৫৪][৫৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Drescher ও Zucker 2006, পৃ. 126, 175
  2. Ford 2001
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Cruz নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. Yoshino 2002
  5. Haldeman 1991, পৃ. 149
  6. Jason Cianciotto and Sean Cahill (2006). Youth in the crosshairs: the third wave of ex-gay activism ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ অক্টোবর ২০১৭ তারিখে. New York: National Gay and Lesbian Task Force Policy Institute.
  7. Haldeman, Douglas C. (ডিসেম্বর ১৯৯৯)। "The Pseudo-science of Sexual Orientation Conversion Therapy" (পিডিএফ)Angles: The Policy Journal of the Institute for Gay and Lesbian Strategic Studies4 (1)। জানুয়ারি ৭, ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৬, ২০১৮ 
  8. American Psychiatric Association (মে ২০০০)। "Position Statement on Therapies Focused on Attempts to Change Sexual Orientation (Reparative or Conversion Therapies)"American Psychiatric Association। জানুয়ারি ১০, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৮, ২০০৭In December of 1998, the Board of Trustees issued a position statement that the American Psychiatric Association opposes any psychiatric treatment, such as "reparative" or conversion therapy, which is based upon the assumption that homosexuality per se is a mental disorder or based upon the a priori assumption that a patient should change his/her sexual homosexual orientation. ... The validity, efficacy and ethics of clinical attempts to change an individual's sexual orientation have been challenged. To date, there are no scientifically rigorous outcome studies to determine either the actual efficacy or harm of "reparative" treatments. (references omitted) 
  9. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; APA নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  10. Glassgold, JM; ও অন্যান্য (২০০৯-০৮-০১), Report of the American Psychological Association Task Force on Appropriate Therapeutic Responses to Sexual Orientation (PDF), American Psychological Association, সংগ্রহের তারিখ ২০০৯-০৯-২৪ 
  11. Memorandum of Understanding on Conversion Therapy in the UK (পিডিএফ), জানুয়ারি ২০১৫, ২০১৫-০১-২৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১৫-০১-১৯ 
  12. General Medical Council supports Memorandum on conversion therapy in the UK, জানুয়ারি ২০১৫, ২০১৭-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১৫-০১-১৯ 
  13. Professional Standards Authority supports action by Accredited Registers on Conversion Therapy, জানুয়ারি ২০১৫, ২০১৫-০৫-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১৫-০১-১৯ 
  14. "The Surgeon General's call to Action to Promote Sexual Health and Responsible Sexual Behavior", A Letter from the Surgeon General U.S. Department of Health and Human Services, U. S. Department of Health and Human Services, ২০০৭-০২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০০৭-০৩-২৯ 
  15. Lewes 1988
  16. Zimmerman, Jonathan (মে ৩০, ২০১২)। "Echoes of an intolerant past"। Philadelphia, PA। Philadelphia Inquirer। prominent psychiatrist Robert Spitzer renounced his famous 2001 study claiming that some gays could become straight via so-called reparative therapy. 
  17. Besen, Wayne (জানুয়ারি ২, ২০১৩)। "2012: Many Celebrations, Few Setbacks"। Huffington Post। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩, ২০১৩Spitzer renounced his infamous 2001 study that said that some highly motivated homosexuals could change from gay to straight. 
  18. "My So-Called Ex-Gay Life"The American Prospect। এপ্রিল ১১, ২০১২। 
  19. "Robert Spitzer, Psychiatrist Behind Retracted 'Ex-Gay' Study, Apologizes To Gay Community, Patients"Huffington Post। এপ্রিল ২৫, ২০১২। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩ 
  20. Robert L. Spitzer (২০১২-০৫-২৪), "Spitzer Reassesses His 2003 Study of Reparative Therapy of Homosexuality" (PDF), Arch Sex Behav, 41 (4), পৃষ্ঠা 757, ডিওআই:10.1007/s10508-012-9966-y, সংগ্রহের তারিখ ২০১৩-০১-০৩ 
  21. Besen, Wayne। "TWO Exclusive Video: Interview with Dr. Robert Spitzer Who Discusses Retracting His Infamous 'Ex-Gay' Study"Truth Wins Out. truthwinsout.org। ১ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১২ 
  22. Becker, John M.। "EXCLUSIVE: Dr. Robert Spitzer Apologizes to Gay Community for Infamous 'Ex-Gay' Study"। truthwinsout.org। অক্টোবর ২১, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২৬, ২০১২ 
  23. Carey, Benedict (মে ১৮, ২০১২)। "Psychiatry Giant Sorry for Backing Gay 'Cure'"nytimes.com। Archived from the original on মে ২৭, ২০১২। সংগ্রহের তারিখ মে ২৬, ২০১২ archived here .
  24. "Conversion Therapy: Consensus Statement" (পিডিএফ)bps.org.uk। UK Council for Psychotherapy। পৃষ্ঠা 2। ১৭ মে ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৮ 
  25. "Health and Medical Organization Statements On Sexual Orientation, Gender Identity/Expression and 'Reparative Therapy'"lambdalegal.org। Lambda Legal। 
  26. "Policy and Position Statements on Conversion Therapy"Human Rights Campaign। Human Rights Campaign। ২৭ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭ 
  27. "Answers to Your Questions: For a Better Understanding of Sexual Orientation and Homosexuality"। American Psychological Association। ২০০৮। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩১, ২০১৫ 
  28. "Therapies Focused on Attempts to Change Sexual Orientation"। Psych.org। ২০০৮-০৯-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৭-১৮ 
  29. H., K (১৯৯৯-০১-১৫), APA Maintains Reparative Therapy Not Effective, Psychiatric News (news division of the American Psychiatric Association), সংগ্রহের তারিখ ২০০৭-০৮-২৮ 
  30. Luo, Michael (২০০৭-০২-১২), Some Tormented by Homosexuality Look to a Controversial Therapy, The New York Times, পৃষ্ঠা 1, সংগ্রহের তারিখ ২০০৭-০৮-২৮ 
  31. "WPA Position Statement on Gender Identity and Same-Sex Orientation, Attraction, and Behaviours"wpanet.org। World Psychiatric Association। মার্চ ২০১৬। ১৭ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮There is no sound scientific evidence that innate sexual orientation can be changed. Furthermore, so-called treatments of homosexuality can create a setting in which prejudice and discrimination flourish, and they can be potentially harmful. The provision of any intervention purporting to 'treat' something that is not a disorder is wholly unethical. ... WPA considers same-sex attraction, orientation, and behaviour as normal variants of human sexuality. It recognises the multi-factorial causation of human sexuality, orientation, behaviour, and lifestyle. It acknowledges the lack of scientific efficacy of treatments that attempt to change sexual orientation and highlights the harm and adverse effects of such 'therapies'. 
  32. Lace-Evans, Olivia (৩০ মার্চ ২০১৬)। "Global health group takes on gay conversion therapy"BBC News। British Broadcasting Company। 
  33. "'Therapies' to change sexual orientation lack medical justification and threaten health"paho.org। Pan American Health Organization of the World Health Organization। 
  34. Powell, Lois; Hein, Laura। "Position Statement On Reparative Therapy" (পিডিএফ)ispn-psych.org। International Society of Psychiatric-Mental Health Nurses। ২০১৭-০৫-১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। In fact 'reparative or conversion therapies' have not supported authentic change in sexual orientation itself. ... There is no conclusive evidence that 'reparative therapy' is beneficial to patients. ... Harmful sequelae of reparative therapy reported in the literature include anxiety, depression, avoidance of intimacy, sexual dysfunction, PTSD, loss of self-confidence and self-efficacy, shame/guilt, self-destructive behavior, and suicidality. 
  35. American Medical Association policy regarding sexual orientation, American Medical Association, ২০০৭-০৭-১১, ২০১৩-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০০৭-০৭-৩০ 
  36. McGeorge, Christi R.; Carlson, Thomas Stone; Toomey, Russell B. (২০১৫)। "An Exploration of Family Therapists' Beliefs about the Ethics of Conversion Therapy: The Influence of Negative Beliefs and Clinical Competence With Lesbian, Gay, and Bisexual Clients"। Journal of Marital and Family Therapy41 (1): 42–56। আইএসএসএন 0194-472Xডিওআই:10.1111/jmft.12040 
  37. Committee on Adolescence (১৯৯৩), "Homosexuality and Adolesence" (PDF), Pediatrics, Official Journal of the American Academy of Pediatrics, 92 (4): 631–634, সংগ্রহের তারিখ ২০০৭-০৮-২৮ 
  38. Physician Assistants vote on retail clinics, reparative therapy, SpiritIndia.com, ২০০৭-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০০৭-০৮-২৮ 
  39. "Position on Sexual Orientation and Reparative Therapy"aasect.org। American Association of Sexuality Educators, Counselors and Therapists। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৭ 
  40. "Memorandum of Understanding on Conversion Therapy in the UK" (পিডিএফ)psychotherapy.org.uk। UK Department of Health। নভেম্বর ২০১৫। 
  41. Australian Medical Association (জুন ২১, ২০০৭)। "AMA Position Statement – Sexual Diversity and Gender Identity (2002): A submission to the Australian Human Rights Commission Inquiry "Same-Sex: Same Entitlements""Australian Human Rights Commission। ডিসেম্বর ২২, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৭, ২০১৮The AMA opposes the use of "reparative" or "conversion" therapy that is based upon the assumption that homosexuality is a mental disorder and that the patient should change his or her sexual orientation. 
  42. Australian Medical Association (মে ২০, ২০১৭)। "AMA Position Statement – Marriage Equality"। জুলাই ৬, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৭, ২০১৮There are real and significant mental and physiological health impacts arising from structural discrimination, and the AMA supports moves to eliminate it in all of its forms. All Australian doctors should offer sensitive, non-discriminatory care to all of their patients, regardless of their sexual orientation or gender identity. 
  43. Australian Psychological Society (২০১৫)। "APS Position Statement on the use of psychological practices that attempt to change sexual orientation" (পিডিএফ)Australian Psychological Society। মার্চ ১৭, ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৭, ২০১৮(emphases in original)   APS strongly opposes any approach to psychological practice or research that treats lesbians, gay men, and bisexual people as disordered. The APS also strongly opposes any approach to psychological practice or research that attempts to change an individual's sexual orientation.
    There is no peer-reviewed empirical psychological research objectively documenting the ability to 'change' an individual’s sexual orientation. Furthermore, there is no peer-reviewed empirical psychological research demonstrating that homosexuality or bisexuality constitutes a disorder. In addition to the lack of empirical support for the claim that sexual orientation can be changed, empirical evidence indicates that attempts at changing sexual orientation can be harmful.
     
  44. Rosenstreich, Gabi (২০১৩)। LGBTI People: Mental Health and Suicide (পিডিএফ) (2nd সংস্করণ)। Sydney: National LGBTI Health Alliance। পৃষ্ঠা 10। এপ্রিল ২০, ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৭, ২০১৮Experiences of LGBTI people include violence, refusal or reluctance to treat or if treating to acknowledge a health concern directly related to their sexual orientation, gender identity or intersex status. They also include homophobic and transphobic treatment paradigms, for example, pathologising LGBTI identity as a symptom of mental ill-health and using conversion therapies for same-sex attracted people (also known as reparative therapy). This practice claims to change sexual orientation and has been condemned the Australian Psychological Society and numerous other Australian and international professional associations as not only not working (as it is based on false premises) but also as unethical and harmful to the wellbeing of those who undergo it. 
  45. Royal Australian College of General Practitioners (২০১৬)। "SG16 – Sex, sexuality, gender diversity and health contextual unit"। এপ্রিল ২৩, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৭, ২০১৮[G]eneral practitioners (GPs) [must] have a good understanding of the diversity of sex, sexuality and gender in Australia, and to approach every individual in a holistic and non-judgemental way, minimise discrimination and obstacles to care access, and optimise the quality of healthcare that they provide. The title of this contextual unit is intentionally broad to encompass individuals who may identify as lesbian, gay, bisexual, transgender, intersex, queer (LGBTIQ), asexual, pansexual, those who do not identify with any particular gender or sexual orientation, and those who prefer not to be categorised. The purpose of this unit is to challenge the 'binary' approach to provision of healthcare by GPs, in which assumptions and judgements are made about an individual's sex, sexuality and/or gender based on appearances and/or what is considered by the individual GP to be 'normal.' This approach is essentially flawed and typically impacts the quality of care that can be provided. ... GPs have an important role to play in advocating to reduce discrimination and in creating meaningful therapeutic relationships with LGBTIQ individuals to improve healthcare access. The establishment of high-quality therapeutic relationships and delivery of quality care to these individuals draws on the core skills in The Royal Australian College of General Practitioners' (RACGP's) 2016 curriculum. 
  46. Bell, Melissah; Costiga, Genevieve (সেপ্টেম্বর ১৮, ২০১৭)। "Doctors criticise gay conversion therapy remarks in marriage equality debate" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। Royal Australasian College of Physicians jointly with the Royal Australian and New Zealand College of Psychiatrists। মার্চ ১৭, ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৭, ২০১৮ 
  47. Medhora, Shalailah (সেপ্টেম্বর ২১, ২০১৭)। "'Ludicrous practice' of gay conversion therapy to be scrutinised"Hack, Triple JAustralian Broadcasting Corporation। সেপ্টেম্বর ২২, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৭, ২০১৮Medical groups like the Australian Medical Association and the Royal Australasian College of Physicians have slammed gay conversion therapy. 
  48. Committee for Therapeutic Interventions and Evidence-Based Practice, Royal Australian and New Zealand College of Psychiatrists (জুন ২০১৫)। "Position Statement 60 – Sexual orientation change efforts"Royal Australian and New Zealand College of Psychiatrists। জানুয়ারি ১৭, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৭, ২০১৮The harm such therapies can cause to individuals, the contribution they make to the misrepresentation of homosexuality as a mental disorder, and the prejudice and discrimination that can flourish through the use of such therapies has led all major medical organisations to oppose the use of sexual orientation change efforts.
    Recommendations
    * The RANZCP does not support the use of sexual orientation change efforts of any kind
    * Mental health workers must avoid misrepresenting the efficacy of sexual orientation change efforts when providing assistance to people distressed by their own or others' sexual orientation
    * Mental health workers should assist people distressed by their sexual orientation by care and treatment approaches that involve acceptance, support, and identity exploration. These should aim to reduce the stigma associated with homosexuality and respect the person’s religious beliefs.
     
  49. Board, Royal Australian and New Zealand College of Psychiatrists (মার্চ ২০১৬)। "Position Statement 83 – Recognising and addressing the mental health needs of people identifying as LGBTI"Royal Australian and New Zealand College of Psychiatrists। অক্টোবর ১, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৭, ২০১৮[S]exual orientation change efforts, or often non-consensual therapies intended to change the sexual orientation of a person, are now broadly understood to be harmful and unethical 
  50. "CPA Policy Statement on Conversion/Reparative Therapy for Sexual Orientation" (পিডিএফ)cpa.ca। Canadian Psychological Association। ২০১৫। 
  51. "Questions and Answers: Sexual Orientation in Schools – What do we know?"canada.ca। Government of Canada। A student's sexual orientation is not a 'lifestyle' choice and under no circumstances should a student be counselled to change or attempt to 'repair' their sexual orientation. These kinds of 'conversion' or 'reparative' therapies have been criticized and discouraged by the American Psychological Association and by many teacher associations across Canada. Clinical research has demonstrated that these approaches are largely ineffective, ignore the impact of social stigmatization on mental health, and in some cases, can be extremely dangerous, particularly for vulnerable youth. Instead of attempting to change a student's sexual orientation, educators, administrators, and health care professionals should focus on helping the youth and their family to develop active coping mechanisms to address issues related to internalized homophobia, stigma, prejudice and discrimination. 
  52. Kjær, Reider (২০০৩)। "Look to Norway? Gay Issues and Mental Health Across the Atlantic Ocean"। Journal of Gay & Lesbian Psychotherapy। Haworth Medical Press। 7 (1/2): 65। ডিওআই:10.1300/J236v07n01_05In October 2000, the General Assembly [of the Norwegian Psychiatric Association] voted overwhelmingly (about 90%) in favor of the following statement ... Homosexuality is no disorder or illness, and can therefore not be subject to treatment. A 'treatment' with the only aim of changing sexual orientation from homosexual to heterosexual must be regarded as ethical malpractice, and has no place in the health system. 
  53. Appropriate Therapeutic Responses to Sexual Orientation Page 2
  54. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Bright নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  55. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Ucdavis নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বইপরিচিতি[সম্পাদনা]

  • Bayer, Ronald (১৯৮৭), Homosexuality and American Psychiatry: The Politics of Diagnosis, Princeton: Princeton University Press, আইএসবিএন 0-691-02837-0 
  • Bergler, Edmund (১০ ডিসে ১৯৫৬), "Curable Disease?", Time, ১১ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৮ 
  • Bergler, Edmund (১৯৬২), Homosexuality: disease or way of life?, Collier Books 
  • Bieber, Irving (১৯৬২), Homosexuality: A Psychoanalytic Study of Male Homosexuals, Basic Books Inc 
  • Bright, Chuck (ডিসেম্বর ২০০৪), "Deconstructing Reparative Therapy: An Examination of the Processes Involved When Attempting to Change Sexual Orientation", Clinical Social Work Journal, 32 (4): 471–481, ডিওআই:10.1007/s10615-004-0543-2 
  • Cruz, David B. (১৯৯৯), "CONTROLLING DESIRES: SEXUAL ORIENTATION CONVERSION AND THE LIMITS OF KNOWLEDGE AND LAW" (পিডিএফ), Southern California Law Review, 72: 1297, ১৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৮ 
  • Domenici, Thomas; Lesser, Ronnie C. (১৯৯৫), Disorienting Sexuality: Psychoanalytic Reappraisals of Sexual Identities, New York: Routledge, আইএসবিএন 0-415-91198-2 
  • Drescher, Jack (জুন ১৯৯৮), "I'm Your Handyman: A History of Reparative Therapies", Journal of Homosexuality, 36 (1): 19–42, ডিওআই:10.1300/J082v36n01_02, পিএমআইডি 9670099 
  • Drescher, Jack (২০০১), "Ethical Concerns Raised When Patients Seek to Change Same-Sex Attractions", Journal of Gay & Lesbian Psychotherapy, Haworth Press, 5 (3/4): 183, ডিওআই:10.1300/j236v05n03_11 
  • Drescher, Jack; Zucker, Kenneth, সম্পাদকগণ (২০০৬), Ex-Gay Research: Analyzing the Spitzer Study and Its Relation to Science, Religion, Politics, and Culture, New York: Harrington Park Press, আইএসবিএন 1-56023-557-8 
  • Drescher, Jack (১৯৯৮), Psychoanalytic Therapy and the Gay Man, Hillsdale, New Jersey: The Analytic Press, আইএসবিএন 0-88163-208-2 
  • Ellis, Albert (১৯৬৫), Homosexuality: Its Causes and Cure, New York: Lyle Stuart Inc., এলসিসিএন 65-12351 
  • Ford, Jeffry G. (২০০১), "Healing homosexuals: A psychologist's journey through the ex-gay movement and the pseudo-science of reparative therapy", Journal of Gay & Lesbian Psychotherapy, 5 (3–4): 69–86, ডিওআই:10.1300/J236v05n03_06 
  • Freud, Sigmund (১৯৯১), On Sexuality: Volume 7, London: Penguin Books, আইএসবিএন 0-14-013797-1 
  • Freud, Ernst L. (১৯৯২), Letters of Sigmund Freud, New York: Dover Publications, Inc, আইএসবিএন 0-486-27105-6 
  • Gay, Peter (২০০৬), Freud: A Life for Our Time, London: Papermac, আইএসবিএন 0333486382 
  • Haldeman, Douglas C. (১৯৯১), "Sexual orientation conversion therapy for gay men and lesbians: A scientific examination" (পিডিএফ), Gonsiorek, John; Weinrich, James, Homosexuality: Research Implications for Public Policy, Newbury Park, California: Sage Publications, Inc, আইএসবিএন 0-8039-3764-4, ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৮ 
  • Haldeman, Douglas C. (জুন ২০০২), "Gay Rights, Patient Rights: The Implications of Sexual Orientation Conversion Therapy" (পিডিএফ), Professional Psychology: Research and Practice, 33 (3): 260–264, ডিওআই:10.1037/0735-7028.33.3.260, ২৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৮ 
  • Hooker, Evelyn (মার্চ ১৯৫৭), "The Adjustment of the Male Overt Homosexual", Journal of projective techniques, 21 (1): 18–31, ডিওআই:10.1080/08853126.1957.10380742, পিএমআইডি 13417147 
  • Jones, Ernest (১৯৫৫), The Life and Work of Sigmund Freud, Volume 2, New York: Basic Books 
  • Jones, S. L.; Yarhouse, A. M. (২০০৭), Ex‐gays? A longitudinal study of religiously mediated change in sexual orientation, Downers Grove, IL: InterVarsity Press 
  • Johnson, Chris (২০০৮-০৫-১২), Robinson backs out of symposium on "ex-gays", Washington Blade, ২০০৮-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা 
  • Katz, Jonathan (১৯৭৬), Gay American History: Lesbians and Gay Men in the U.S.A., New York: Crowell, আইএসবিএন 0690005105 
  • Kirby, Michael (ডিসেম্বর ২০০৩), "The 1973 deletion of homosexuality as a psychiatric disorder: 30 years on", Australian & New Zealand Journal of Psychiatry, 37 (6): 18–31, 674–677, ডিওআই:10.1111/j.1440-1614.2003.01269.x 
  • Marmor, Judd (১৯৬৫), Sexual Inversion: The Multiple Roots of Homosexuality, New York: Basic Books, এলসিসিএন 65-13343 
  • Norcross, John C.; Koocher, Gerald P.; Garofalo, Ariele (অক্টোবর ২০০৬), "Discredited Psychological Treatments and Tests: A Delphi Poll", Professional Psychology: Research and Practice, 37 (5): 515–522, ডিওআই:10.1037/0735-7028.37.5.515 
  • LeVay, Simon (১৯৯৬), Queer Science: The Use and Abuse of Research into Homosexuality, Cambridge: MIT Press, আইএসবিএন 0-262-12199-9 
  • Lewes, Kenneth (১৯৮৮), The Psychoanalytic Theory of Male Homosexuality, New York: Simon & Schuster, আইএসবিএন 0-671-62391-5 
  • Lewes, Kenneth (১৯৯৮), "A special oedipal mechanism in the development of male homosexuality", Psychoanalytic Psychology, 15 (3): 341–359, ডিওআই:10.1037/0736-9735.15.3.341 
  • O'Connor, Noreen; Ryan, Joanna (১৯৯৩), Wild Desires and Mistaken Identities: Lesbianism and Psychoanalysis, London: Virago, আইএসবিএন 1-85381-303-6 
  • Plowman, William (২০০৮-০৫-১২), Homosexuality Panel Squelched by Gay Activists, NPR 
  • Shidlo, Ariel; Schroeder, Michael (২০০২a), "Changing Sexual Orientation: A Consumers' Report", Professional Psychology: Research and Practice, 33 (3): 249–259, ডিওআই:10.1037/0735-7028.33.3.249 
  • Shidlo, Ariel; Schroeder, Michael (২০০২b), Sexual conversion therapy: ethical, clinical, and research perspectives, পৃষ্ঠা 137, আইএসবিএন 978-0-7890-1911-0, সংগ্রহের তারিখ ২০১১-০৫-১৭ 
  • Socarides, Charles (১৯৬৮), The Overt Homosexual, New York: Grune & Stratton, আইএসবিএন 080890437X 
  • Spitzer, Robert L. (অক্টোবর ২০০৩), "Can Some Gay Men and Lesbians Change Their Sexual Orientation? 200 Participants Reporting a Change from Homosexual to Heterosexual Orientation", Archives of Sexual Behavior, 32 (5): 403–17; discussion 419–72, ডিওআই:10.1023/A:1025647527010, পিএমআইডি 14567650 
  • Stanton, Martin (১৯৯১), Sandor Ferenczi: Reconsidering Active Intervention, Northvale: Jason Aronson Inc, আইএসবিএন 0-87668-569-6 
  • Terry, Jennifer (১৯৯৯), An American Obsession: Science, Medicine and the Place of Homosexuality in Modern Society, Chicago: Chicago University Press, আইএসবিএন 0226793664 
  • Waidzunas, Tom (২০১৬), The Straight Line: How the Fringe Science of Ex-Gay Therapy Reoriented Sexuality, Minneapolis: University of Minnesota Press, আইএসবিএন 9780816696154 
  • Young-Bruehl, Elisabeth (১৯৮৮), Anna Freud, New York: Summit Books, আইএসবিএন 0-671-68751-4 
  • Yarhouse, Mark A.; Throckmorton, Warren (২০০২), "Ethical Issues in Attempts to Ban Reorientation Therapies", Psychotherapy: Theory/Research/Practice/Training, 39 (1): 66–75, ডিওআই:10.1037/0033-3204.39.1.66 
  • Yoshino, Kenji (২০০২), "Covering", Yale Law Journal, 111 (4) 

বহিঃসংযোগ[সম্পাদনা]