উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মহিউদ্দিন আহমেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিচের আলোচনাটি নিম্নলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন কোনো মন্তব্য বা আলোচনা উপযুক্ত পাতায় করা উচিত (যেমন অপসারিত না হলে নিবন্ধের আলাপ পাতায় বা অপসারিত হলে অপসারণ পর্যালোচনার পাতায়)।

ফলাফল ছিল: অপসারণ করা হল। আমি আজ সকালে ‘মহিউদ্দীন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ’-এর অধক্ষের সাথে কথা বলেছি। উনি নিশ্চিত করেছেন যে, একুশে পদক পেয়েছিলেন মহিউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ), আলোচ্য নিবন্ধের ব্যক্তি নন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৪, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মহিউদ্দিন আহমেদ[সম্পাদনা]

মহিউদ্দিন আহমেদ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (লগ দেখুন)
(উৎস খুঁজুন: "মহিউদ্দিন আহমেদ" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

উল্লেখযোগ্য ব্যক্তি না। তথ্য সূত্র দূর্বল। মো. মাহমুদুল আলম (আলাপ) ০৬:৪৫, ১২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  •  মন্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহবন্দী হিসেবে একত্রে অনশন করার কারণে তিনি বেশ ভালোই পরিচিত। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তার সম্পর্কে বেশ গুরুত্বের সাথেই লেখা হয়েছে (এই অংশটি আবার একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যবইয়েও সংকলিত হয়েছে।) তাছাড়া তিনি সেই সময়ের অন্যতম শীর্ষ ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নেরও সভাপতি ছিলেন। তাই আমার মনে হয়, নিবন্ধটি "রাখা যেতে পারে"। ≈ MS Sakib  «আলাপ» ১৭:৩০, ১৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    বঙ্গবকন্ধুর আত্মজীবনীতে অনেকের নাম আছে। তাদের জীবনী বাংলাপিডিয়াসহ অনেক বিশ্বকোষে স্থান পায়নি। উইকিপিডিয়া WP:RELPEOPLE কে খোঁজে। তিনি এ মানদন্ডে পড়েন না। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৮:৪৭, ১৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @মো. মাহমুদুল আলম: আপনার বক্তব্য একদমই যথার্থ। আমি আসলে বলেছিলাম রাখা যেতে পারে। যাতে দ্রুত কোন সিদ্ধান্তে না এসে আরও ভালো ভাবে খোঁজ-খবর নেওয়া হয়। যাইহোক, ওনি যেহেতু ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত এবং বেশ কয়েকজন ভাষাসৈনিককে ২০০০ সালে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়েছে, তাই আমি সেবছরের একুশে পদকপ্রাপ্তদের তালিকায় খুঁজি। সেই তালিকায় আমি মহিউদ্দিন আহমেদ নামটিও খুঁজে পাই। তবে ওনি "সমাজসেবা ও রাজনীতি" বিভাগে পুরস্কার পেয়েছেন। দেখে মনে হচ্ছে দুজনই একই ব্যক্তি, তবুও শতভাগ নিশ্চিত হওয়া প্রয়োজন। দুজন একই ব্যক্তি হলে অবধারিতভাবেই তিনি উল্লেখযোগ্য। -- ≈ MS Sakib  «আলাপ» ১২:১৬, ১৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @MS Sakib মহিউদ্দিন আহমেদকে ২০০০ সালে একুশে পদক দেয়া হয়।( মরনোত্তর)। আর এ মহিউদ্দিন মারা যায় ৪ জানুয়ারী ২০০০ সালে। ইনি হতে পারেন না। মহিউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ) এনার মৃত্যু ১২ এপ্রিল ১৯৯৭ সালে। ইনি হবেন। এনি একুশে পদক ২০০০ পেয়েছিলেন। এনার জীবনী পড়েন। এ সময়টা ছিল আওয়ামীলিগের শাসন কাল। সুতরাং আওয়ামীলিগের মহিউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ) হবেন। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৪:২৬, ১৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    আলোচ্য নিবন্ধের ব্যক্তি আর একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি একই ব্যক্তি কিনা এই বিষয়ে নিশ্চিত হওয়া গেলে, নিবন্ধ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া অনেকটা সহজ হয়ে যাবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৩, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @মো. মাহমুদুল আলম: ২০০০ সালের ৪ জানুয়ারি মৃত্যুবরণ করলে সেবছরের পুরষ্কারও মরণোত্তর হওয়াই স্বাভাবিক। তবে মহিউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ) পড়ে মনে হচ্ছে তিনিই পদক বিজয়ী। তারপরেও চুড়ান্ত সিদ্ধান্ত নিতে শতভাগ নিশ্চিত হতে হবে। ≈ MS Sakib  «আলাপ» ২০:১৪, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  •  মন্তব্য আমার কাছে তথ্যসূত্রের তথ্য এবং নিবন্ধের তথ্যে গোলমাল লাগছে। নিবন্ধের ব্যক্তি যে তথ্যসূত্রের ব্যক্তি সেটির দ্ব্যর্থতা নিরসনের জন্য আরও তথ্যসূত্রের প্রয়োজন বলে আমি মনে করি। — লাইফবার্গ (নবীশ)আলাপঅবদান ১৪:৫৭, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন কোনো মন্তব্য বা আলোচনা উপযুক্ত পাতায় করা উচিত (যেমন অপসারিত না হলে নিবন্ধের আলাপ পাতায় বা অপসারিত হলে অপসারণ পর্যালোচনার পাতায়)।