উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/হাসান হামিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিচের আলোচনাটি নিম্নলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন কোনো মন্তব্য বা আলোচনা উপযুক্ত পাতায় করা উচিত (যেমন অপসারিত না হলে নিবন্ধের আলাপ পাতায় বা অপসারিত হলে অপসারণ পর্যালোচনার পাতায়)।

ফলাফল ছিল: অপসারণ করা হলআফতাবুজ্জামান (আলাপ) ২৩:৫০, ২০ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

হাসান হামিদ[সম্পাদনা]

হাসান হামিদ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (লগ দেখুন)
(উৎস খুঁজুন: "হাসান হামিদ" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

কোনো নির্ভরযোগ্য মাধ্যমিক উৎসে তাৎপর্যপূর্ণ প্রচার নেই। তথ্যসূত্রগুলো সব ব্যক্তির নিজের লেখা কলাম। উল্লেখযোগ্য কোনো পদক-পুরস্কার লাভ করেন নি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৭:০২, ১৪ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

  • সাইটেশন ওভারকিল। কোন উল্লেখযোগ্য পুরস্কার পাননি। দ্রুত মোছা হোক। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৭:২৪, ১৪ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    হাসান হামিদ বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একজন তরুণ কলামিস্ট। তিনি মানুষের সামাজিক ও জাতীয় সংকট নিয়ে গবেষণামূলক প্রবন্ধ লিখে চলেছেন। তিনি ইতিহাস বিষয়ে অনেক প্রবন্ধ লিখেছেন যা আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি একজন গবেষক ও গুরুত্বপূর্ণ লেখক। গ্লোবাল বেঙ্গলি লিস্ট ফেস্ট পুরস্কার পেয়েছেন যেখানে ৮টি দেশের অনেক লেখক অংশ নিয়েছিলেন। হাসান হামিদ সম্পর্কে যে রেফারেন্সগুলো যুক্ত করা হয়েছে তার পাতাটিতে তা তার কাজের সামান্য অংশ। ধন্যবাদ আপনাকে। -- Muksina1090 (আলাপ) ১১:২১, ১৪ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
তাঁকে নিয়ে প্রকাশিত অনেক সংবাদের সূত্রও আছে। প্লিজ। খেয়াল করুন। -- Muksina1090 (আলাপ) ১১:২২, ১৪ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
তথ্যসূত্রগুলো সব ব্যক্তির নিজের লেখা কলাম নয়। তাঁর বই ও তাঁকে নিয়ে জাতীয় পত্রিকায় অনেক নিউজও হয়েছে। হচ্ছে।
যেমন- https://www.prothomalo.com/bangladesh/মুজিব-বর্ষে-আবৃত্তিমেলা-প্রকাশ-করল-হাসান-হামিদের
কিংবা https://www.manobkantha.com.bd/art-literature/385430
অথবা https://www.kalerkantho.com/online/book-fair/2021/03/26/1017801
এ রকম অনেক আছে। সব এখানে উল্লেখ করা হয়নি। ধন্যবাদ। -- Muksina1090 (আলাপ) ১১:২৭, ১৪ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন কোনো মন্তব্য বা আলোচনা উপযুক্ত পাতায় করা উচিত (যেমন অপসারিত না হলে নিবন্ধের আলাপ পাতায় বা অপসারিত হলে অপসারণ পর্যালোচনার পাতায়)।