হাইশাম হাসান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাইশাম হাসান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হাইশাম হাসান
জন্ম (1999-07-21) ২১ জুলাই ১৯৯৯ (বয়স ২৪)
জন্ম স্থান ইদহাফুশি, মালদ্বীপ
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ঈগলস
জার্সি নম্বর ৪৪
যুব পর্যায়
২০১৭–২০১৯ ঈগলস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭ ইদহাফুশি
২০১৮– ঈগলস
জাতীয় দল
২০১৭ মালদ্বীপ অনূর্ধ্ব-১৯ (০)
২০১৯ মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ (০)
২০১৯– মালদ্বীপ ১২ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:১৭, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

হাইশাম হাসান (ধিবেহী: ހައިޝަމް ހަސަން, ইংরেজি: Haisham Hassan; জন্ম: ২১ জুলাই ১৯৯৯) হলেন একজন মালদ্বীপীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মালদ্বীপীয় ক্লাব ঈগলস এবং মালদ্বীপ জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৭–১৮ মৌসুমে, মালদ্বীপীয় ফুটবল ক্লাব ঈগলসের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে হাইশাম ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন।[১] ২০১৭–১৮ মৌসুমেই, ইদহাফুশির হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন;[২] ইদহাফুশির হয়ে মাত্র এক মৌসুম অতিবাহিত করার পর মালদ্বীপীয় ক্লাব ঈগলসে যোগদান করেছেন।[৩]

২০১৭ সালে, হাইশাম মালদ্বীপ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মালদ্বীপের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত মালদ্বীপের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে মালদ্বীপের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মালদ্বীপের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

হাইশাম হাসান ১৯৯৯ সালের ২১শে জুলাই তারিখে মালদ্বীপের ইদহাফুশিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

হাইশাম মালদ্বীপ অনূর্ধ্ব-১৯ এবং মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মালদ্বীপের প্রতিনিধিত্ব করেছেন। মালদ্বীপের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৯ সালের ২২শে জুলাই তারিখে, মাত্র ২০ বছর ও ১ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী হাইশাম মায়োতের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মালদ্বীপের হয়ে অভিষেক করেছেন।[৪] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি মায়োত ১–৩ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] মালদ্বীপের হয়ে অভিষেকের বছরে হাইশাম সর্বমোট ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৩ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
মালদ্বীপ ২০১৯
২০২১
সর্বমোট ১২

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Youth Championship: Penalty jahaigen Maziya balikoh Eagles'in thashi milkukohffi"Raajje.mv Connecting dots (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  2. "Dharavandhoo athun eydhafuhta undhagoo molheh"eydhafushitimes.com (লাতিন ভাষায়)। ১১ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  3. "Haisham Eagles ah kulhen soiy koffi"Eydhafushi Times। ১৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  4. Alifulhu, Azzam (১৪ জুলাই ২০১৯)। "IOIG: Footboalha squad gai zuvaan kulhuntherinthakeh"Mihaaru (ইংরেজি ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  5. Strack-Zimmermann, Benjamin (২২ জুলাই ২০১৯)। "Maldives vs. Mayotte (1:3)"National Football Teams। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]