আলাপ:দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

@Wiki Ruhan: ভাইয়া, গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান নামে এই বিষয়ে নিবন্ধে ইতিমধ্যেই উইকিতে আছে। এটা সেখানে পুনর্নির্দেশ করে দিয়ে, ঐ নিবন্ধের মানোন্নয়ন করা যেতে পারে। — মো. হাসিব আফিফ (আলাপ) ০৫:২১, ২৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সেটা ঈদগাহের নিবন্ধ। এটি ময়দান অর্থাৎ মাঠের নিবন্ধ। ঈদগাহটি যেমন উল্লেখযোগ্য, তেমনি মাঠটিও ঐতিহাসিক গুরুত্ব সম্বলিত। এদের ইতিহাস পুরোটাই আলাদা। অনেকটা ঢাকা জেলা আর ঢাকা শহরের মতো। —Wiki RuHan [ Talk ] ০৫:২৭, ২৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Wiki Ruhan: হ্যাঁ, এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আমার ধারনা আছে। ভাবলাম আপনার দৃষ্টিগোচর হয়েছে কি না ঐ নিবন্ধটিতে। — মো. হাসিব আফিফ (আলাপ) ০৫:৩৫, ২৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

কেন হবে না আফিফ! তোমাকে ধন্যবাদ স্মরণ করে দেওয়ার জন্য। আফিফ, তোমাকে একটা কাজ দিই। তুমি এই দুই নিবন্ধের ভাষাগত আরও উন্নয়ন করো। আর তথ্যসূত্র পেলে যোগ করো। পারবে? —Wiki RuHan [ Talk ] ০৫:৩৯, ২৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Wiki Ruhan: আমি চেষ্টা করবো সম্প্রসারণ করার। — মো. হাসিব আফিফ (আলাপ) ০৫:৫০, ২৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
নোট: নিবন্ধে ব্যবহৃত একমাত্র উৎসটি একটি অনির্ভরযোগ্য সূত্র। সেটি সরিয়ে অন্য একটি নির্ভরযোগ্য উৎসের সূত্র ব্যবহার করলে "সমইৎকার" (!) হয়। — Meghmollar2017আলাপ০৬:২৮, ২৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]