উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/শিবলী রুবাইয়াত উল ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিচের আলোচনাটি নিম্নলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন কোনো মন্তব্য বা আলোচনা উপযুক্ত পাতায় করা উচিত (যেমন অপসারিত না হলে নিবন্ধের আলাপ পাতায় বা অপসারিত হলে অপসারণ পর্যালোচনার পাতায়)।

ফলাফল ছিল: অপসারণ করা হলAshiq Shawon (আলাপ) ১৬:১৫, ১১ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

শিবলী রুবাইয়াত উল ইসলাম[সম্পাদনা]

শিবলী রুবাইয়াত উল ইসলাম (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (লগ দেখুন)
(উৎস খুঁজুন: "শিবলী রুবাইয়াত উল ইসলাম" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

নীতিমালা অনুসারে উল্লেখযোগ্য ব্যক্তি নন। অপসারণ করা হোক —শাকিল হোসেন আলাপ ১০:৪৭, ২০ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধটি আমি ইংরেজি থেকে অনুবাদ করে তৈরি করেছি। এটি শুধু অনুবাদ করা হয়েছে, কোনো পরিমার্জন বা সংশোধন এখনো করা হয় নাই। যদি নিবন্ধটি নীতিমালা অনুসারে অপসারণযোগ্য হয় তবে অপসারণ করে দিবেন। আর যদি পরিমার্জন বা সংশোধন করে রাখা যায় তবে জানাবেন। তবে সেটা করে দিবো। ধন্যবাদ। রুবেল শেখ (আলাপ) ১১:৪৬, ২০ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধের ব্যক্তিই উল্লেখযোগ্য নন কারণ বাংলাদেশ সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি সয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবেন না —শাকিল হোসেন আলাপ ১১:৫৭, ২০ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধের বেক্তি শুধুমাত্র বাংলাদেশ সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ৪ বার সফলভাবে দায়িত্ত্ব পালন করা সাবেক ডিন, বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ফিনান্স অ্যান্ড ব্যাংকিং পাঠ্য বই ও স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য "ই-ব্যাংকিং এবং ই-কমার্স" এবং "ইনস্যুরেন্সের ফান্ডামেন্টালস" নামক বহুল আলোচিত ও ব্যবহৃত দুটি বইয়ের লেখক হিসেবে উল্লেখযোগ্য বলে আমি মনে করি। এছাড়া, তিনি রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। -- রুবেল শেখ (আলাপ) ১৭:২৯, ২৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (উচ্চশিক্ষায়তনিক ব্যক্তিত্ব) অনুসারে সাধারণভাবে কোন বিশ্ববিদ্যালয়ের ডিন কিংবা অধ্যাপক উল্লেখযোগ্য নন। মাধ্যমিক স্তরের কোনো বইয়ের লেখক কোন নীতিমালা অনুসারে উল্লেখযোগ্য হবেন তা অনুগ্ৰহ পূর্বক উল্লেখ করুন —শাকিল হোসেন আলাপ ০৩:৫২, ২৬ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন কোনো মন্তব্য বা আলোচনা উপযুক্ত পাতায় করা উচিত (যেমন অপসারিত না হলে নিবন্ধের আলাপ পাতায় বা অপসারিত হলে অপসারণ পর্যালোচনার পাতায়)।