আল আহলি স্পোর্টস ক্লাব (দোহা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আল আহলি
পূর্ণ নামআল আহলি স্পোর্টস ক্লাব
ডাকনামআল আমিদ (ব্রিগেডিয়ার)
প্রতিষ্ঠিত১৯৫০; ৭৪ বছর আগে (1950)
মাঠহামাদ বিন খলিফা স্টেডিয়াম
ধারণক্ষমতা১২,০০০
সভাপতিকাতার আব্দুল্লাহ ইউসুফ আল-মোল্লা
ম্যানেজারসার্বিয়া নেবোয়শা ইয়োভোভিচ
লিগকাতার স্টার্স লিগ
২০২০–২১৫ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

আল আহলি স্পোর্টস ক্লাব (আরবি: النادي الأهلي الرياضي‎, ইংরেজি: Al Ahli SC; সাধারণত আল আহলি এসসি অথবা শুধুমাত্র আল আহলি নামে পরিচিত) হচ্ছে দোহা ভিত্তিক একটি কাতারি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে কাতারের শীর্ষ স্তরের ফুটবল লিগ কাতার স্টার্স লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৫০ সালে আল নাজাহ স্পোর্টস ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে।[১] ১২,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট হামাদ বিন খলিফা স্টেডিয়ামে আল আমিদ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সার্বীয় সাবেক ফুটবল খেলোয়াড় নেবোয়শা ইয়োভোভিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ ইউসুফ আল-মোল্লা। কাতারি মধ্যমাঠের খেলোয়াড় ওমিদ ইব্রাহিমি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৩]

ঘরোয়া ফুটবলে, আল আহলি এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি কাতার আমির কাপ শিরোপা রয়েছে। আলি কাদরি, জন বেনসন, মিশাল আব্দুল্লাহ, দিওকো কালুয়িতুকা এবং নাবিল আল জাহারের মতো খেলোয়াড়গণ আল আহলির জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Al-Ahli Sports Club – Foundation story"। al-ahliclub.com। ২ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১২ 
  2. "আল আহলির স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১ 
  3. "আল আহলি"ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]