লুসাইল স্পোর্টস ক্লাব
অবয়ব
পূর্ণ নাম | লুসাইল স্পোর্টস ক্লাব | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ২০১৪ | ||
ম্যানেজার | মিরসাদ ইয়োনুজ | ||
লিগ | কাতারি দ্বিতীয় বিভাগ | ||
২০২০–২১ | ৬ষ্ঠ | ||
|
লুসাইল স্পোর্টস ক্লাব (আরবি: نادي لوسيل الرياضي, ইংরেজি: Lusail SC; সাধারণত লুসাইল এসসি, লুসাইল সিটি অথবা শুধুমাত্র লুসাইল নামে পরিচিত) হচ্ছে লুসাইল ভিত্তিক একটি কাতারি পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে কাতারের দ্বিতীয় স্তরের ফুটবল লীগ কাতারি দ্বিতীয় বিভাগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মেসিডোনীয় সাবেক ফুটবল খেলোয়াড় মিরসাদ ইয়োনুজ।[২]
সাউদ আল আলি আল ইনিজি, খালিদ নাওয়াফ, আব্দুল্লাহ আলাউই বালগাইস, হামাদ মহসিন হারবি এবং তারিক হামিদের মতো খেলোয়াড়গণ লুসাইলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "اعتماد مشاركة كلاً من فريق النصر وفريق لوسيل في دوري الدرجة الثانية"।
- ↑ "লুসাইল"। ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১।