আল ওয়াব স্পোর্টস ক্লাব
![]() | |
পূর্ণ নাম | আল ওয়াব স্পোর্টস ক্লাব |
---|---|
প্রতিষ্ঠিত | ২০১৪ (আল নাসর স্পোর্টস ক্লাব হিসেবে) |
লিগ | কাতারি দ্বিতীয় বিভাগ |
২০২০–২১ | ৮ম |
আল ওয়াব স্পোর্টস ক্লাব (আরবি: نادي الوعب الرياضي, ইংরেজি: Al-Waab SC; সাধারণত আল ওয়াব এসসি অথবা শুধুমাত্র আল ওয়াব নামে পরিচিত) হচ্ছে আল ওয়াব ভিত্তিক একটি কাতারি পেশাদার ফুটবল ক্লাব।[১][২] এই ক্লাবটি বর্তমানে কাতারের দ্বিতীয় স্তরের ফুটবল লীগ কাতারি দ্বিতীয় বিভাগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ২০১৪ সালে আল নাসর স্পোর্টস ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে।
মুহাম্মদ মুবারক বুদাউদ, সালেহ আনাদ আল দেরে, জাসিম মুহাম্মদ আল জাবির, আব্দুলরহমান মিসবাহ এবং মুহাম্মদ মাহজুব হাসানের মতো খেলোয়াড়গণ আল ওয়াবের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "আল ওয়াব"। ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১।
- ↑ "تغيير اسم فريق النصر الذي تم الاعلان عن انضمامه مؤخراً لدوري_الدرجة_الثانية ليصبح اسمه نادي الوعب"।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে আল ওয়াব স্পোর্টস ক্লাব[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] (ইংরেজি) (আরবি)