কপিলি নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নগাঁও শহরের কাছে কোপিলি নদী

কপিলি নদী (কপিল ঋষির নামে নামাঙ্কিত) উত্তর-পূর্ব ভারতের একটি আন্তঃরাজ্য নদী। নদীটি মেঘালয় এবং আসাম রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত এবং আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরের বৃহত্তম উপনদী।[১]

গতিপথ[সম্পাদনা]

কপিলির উত্স মেঘালয় মালভূমিতে এবং তারপর এটি মধ্য আসাম এবং আসামের পার্বত্য জেলাগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলেছে। আসামে এটি কারবি আংলং, ডিমা হাসাও, কামরূপ এবং নগাঁও জেলার মধ্যে দিয়ে প্রবাহিত।[২] নদীটির দৈর্ঘ্য ২৯০ কিলোমিটার (১৮০ মা) এবং এর অববাহিকা ১৬,৪২০ বর্গকিলোমিটার (৬,৩৪০ মা)। এর গতিপথে কয়েকটি দর্শনীয় জলপ্রপাতের দেখা পাওয়া যায়[১][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mahanta, Kashyap (নভেম্বর–ডিসেম্বর ২০১২)। "Structural Formation & Seismicity of Kopili Fault Region in North- East India and Estimation of Its Crustal Velocity": 4699–4700। 
  2. Das, Bubul (মে ২০১২)। "A Comparison of Fish Diversity of Kopili and Jamuna Rivers of Karbi Anglong District, Assam" (পিডিএফ)। 1: 22–23। ১৯ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৩ 
  3. "Jaintia Hills"। Encyclopædia Britannica। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৩