ফাতিমা আজিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাতিমা আজিজ
فاطمه عزیز
২০১৬ সালে ফাতিমা আজিজ
কাজের মেয়াদ
২০০৫ – ১২ মার্চ, ২০২১
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৭৩[১]
কুন্দুজ, আফগানিস্তান
মৃত্যু (বয়স ৪৭)
সুইজারল্যান্ড
রাজনৈতিক দলস্বতন্ত্র
সন্তান
প্রাক্তন শিক্ষার্থীকাবুল মেডিকেল বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ, চিকিৎসক

ফাতিমা আজিজ ( দারি: فاطمه عزیز‎  ; পশতু: فاطمهٔ عزيز‎  ; ১৯৭৩ - ২০ মার্চ ২০২১) ছিলেন একজন আফগান চিকিৎসক এবং রাজনীতিবিদ। ২০০৫ সালে কয়েক দশকের পর অনুষ্ঠিত হওয়া আফগানিস্তানের প্রথম সংসদ নির্বাচনে কুন্দুজ প্রদেশের প্রতিনিধি হিসাবে তিনি সংসদের নিম্নকক্ষে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০১০ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি আরো দুইবার নির্বাচিত হয়েছিলেন।[২] ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২১ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ফাতিমা আজিজের প্রথম ভাষা ছিল দারি এবং তিনি পশতু, ইংরেজিউর্দুও বলতে পারতেন। [৩] তিনি একজন প্রকৌশলীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তার দুটি কন্যা ও দুটি পুত্র রয়েছে। তার ভাই কুন্দুজের অর্থনীতি মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ছিলেন।[২] ২০২০ সালে তিনি কোভিড-১৯ পরীক্ষায় তিনি সংক্রমিত বলে বলে ফলাফল এসেছিল এবং অক্সিজেন টিউব সহ বিছানায় শোয়া আবস্থায় তিনি একটি অনলাইন ভিডিও পোস্ট করেছিলেন।[৪] ২০২১ সালের ১২ মার্চ সুইজারল্যান্ডের একটি হাসপাতালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Fatima Aziz 'member of parliament' dies of cancer at 47"Khaama Press। ১২ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২১ 
  2. "Database"Afghan Bios। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "Wolesia Jirga (House of People): Fatima Aziz's biography"National Assembly of the Islamic Republic of Afghanistan। ২ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২১ 
  4. Akhgar, Tameem (২ জুলাই ২০২০)। "Long-Shut Factory Helps COVID-Struck Afghans Breathe Free"The Diplomat। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২১