টোকারি গান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টোকারি গান হল একপ্রকার অসমীয়া লোকগানটোকারি নামে বাদ্যযন্ত্র সহযোগে এই গান গাওয়া হয় বলে একে টোকারি গান বলা হয়।[১][২] একদিকে লোক-বিশ্বাস ও অন্যসিকে আধ্যাত্মিক বিশ্বাস নিয়ে এই গানসমূহ রচিত হয়[১] এবং ব্যক্তি ও স্থানভেদে এগুলো কিছুটঅ ভিন্ন হয়। টোকারি গান অসমীয়া লোক-সাহিত্যের এক বৈশিষ্ট্যপূর্ণ শিল্পকলা। এই গানসমূহতে তন্ত্র এবং দেহ-তত্ত্বের চর্চা করা হয়। কোনো রচয়িতা গানের মাঝে শিব-পার্বতীর গুণ গাইছে, কোনোজন আবার মানবদেহকে টোকারির সাথে তুলনা করে গান রচনা করেছে।[১] টোকারি গান বহু প্রাচীনকাল থেকে অসমীয়া সমাজ জীবনে প্রচলিত।

টোকারি[সম্পাদনা]

টোকারি আঙুলের সাহায্যে আঘাত করে বাজানো একপ্রকার বাদ্যযন্ত্র যা ভারতের আসাম প্রদেশের লোকজ বাদ্যযন্ত্র।[৩] আসামের বিভিন্ন অঞ্চলে প্রচলিত তার জাতীয় বাদ্যযন্ত্র সমূহের ভিতরে টোকারির ব্যবহার ও জনপ্রিয়তাই অধিক বলে জানা যায়। এটি আসামের প্রাচীন লোকবাদ্য।[৪] আসামের নিম্ন এলাকায় প্রচলিত আরেকটি বাদ্যযন্ত্র একধরনের লোকবাদ্য দোতারার সঙ্গে এর বেশ মিল দেখতে পাওয়া যায়।[৫] তবে টোকারির আকার দোতোরার চেয়ে কিছুটা বড় ও ভারী হয়। চীনের একটি বাদ্যযন্ত্র রুয়ান (Ruan)-এর সাথেও এর অনেকখানি সাদৃশ্য রয়েছে।[৫] অনুমান করা হয় যে টোকারি নামটির উত্‍পত্তি হয়েছে "টোকর" শব্দ থেকে, অর্থাৎ‍ টোকর দেওয়ার ফলে শব্দ সৃষ্টি হওয়ার জন্যেই এই বাদ্যের নাম টোকারি রাখা হয়েছে।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ড. লীলা গগৈ (জানুয়ারি ২০০৭)। অসমীয়া লোক-সাহিত্যের রূপরেখা। বনলতা। পৃষ্ঠা ৬৮–৭২। আইএসবিএন 81-73-39-327-3 
  2. KHANDBAHALE.COM। "Assamese | অসমীয়া Dictionary & Translation - KHANDBAHALE.COM"www.khandbahale.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৭ 
  3. সাদিন, লোকবাদ্য তুমি না থাকিলে বসন্তক আদরিম কিদরে, তারিখ: ৬ এপ্রিল, ২০১২, আহরণ: ১০ এপ্রিল, ২০১২, পৃষ্ঠা: ৯
  4. ধর্মেশ্বর বরুয়া (২০০৫)। টোকারি। বীণা মন্দির। পৃষ্ঠা ৪৪। 
  5. Dilip Ranjan Barthakur (২০০৩)। The Music And Musical Instruments Of North Eastern India। Mittal Publications। পৃষ্ঠা 131–। আইএসবিএন 978-81-7099-881-5