মাইনুল হক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাইনুল হক, সাধারণত মাইনু নামে পরিচিত, একজন বাংলাদেশী ক্রিকেটার যিনি ১৯৭৬-৭৭ সালে ঢাকায় এমসিসির বিপক্ষে বিখ্যাত ক্রিকেট ম্যাচে বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন। পরের মরসুমে, শ্রীলঙ্কার বিপক্ষে তিনি দলের উপ-অধিনায়ক হিসেবে রকিবুল হাসানকে সহায়তা করেছিলেন। তিনি ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। তিনি ফরিদপুরে ৩৯ এবং শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ৪৩ রান করেছিলেন। ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে তিনি রকিবুল হাসানের সাথে সেঞ্চুরি জুটি করেছিলেন ভারত থেকে সফরকারী ডেকান ব্লুজদের বিপক্ষে।[১]

১ম শ্রেণির ক্যারিয়ার[সম্পাদনা]

প্রাথমিক অবসর[সম্পাদনা]

মইনুল ১৯৭৮ মৌসুমের পরপরই বিদেশে চলে যান, এভাবে হঠাৎ করেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। তার সিদ্ধান্ত নেওয়ার পেছনের মূল কারণটি ছিল সেই সময়কার বাংলাদেশের ক্রিকেট অপেশাদার পর্যায়ে ছিল। এমনকি শীর্ষ ক্রিকেটারদেরও খুব কম বেতন দেওয়া হতো। এঁরা সকলেই অন্যান্য পেশাগত কর্মে জড়িত ছিলেন। মাইনু ছাড়াও আরও কয়েকজন জাতীয় ক্রিকেটার (নজরুল কাদের লিন্টু, নাজিম শিরাজী, আসাদাদুজ্জামান মিশা, নেহাল হাসনাইন, মাত্র কয়েকজনের নাম) ক্রিকেটে কেরিয়ারের থেকে অন্য পেশাকে বেশি গুরুত্ব দিয়েছেন।[২]

ঘরোয়া ক্রিকেট[সম্পাদনা]

তিনি তার ঘরোয়া ক্রিকেটের বেশিরভাগ অংশ ঢাকার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে খেলেছিলেন।

আত্মীয়স্বজন[সম্পাদনা]

তার বড় ভাই সেলিম ১৯৭৯ সালে ইংল্যান্ডে আইসিসি ট্রফিতে অংশ নেওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য ছিলেন।[৩]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hasan Babli. "Antorjartik Crickete Bangladesh". Khelar Bhuban Prakashani, November 1994.
  2. Ameer, Rafiqul (১২ মে ২০০৬)। https://web.archive.org/web/20120222034651/http://www.thedailystar.net/magazine/2006/05/02/sports.htm। ২০১২-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-৩০  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  3. BanglaCricket: Bangladesh in ICC Trophy, ICC Trophy 1979, Englands ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৮-০৭-২৪ তারিখে (Retrieved on 2008-9-29)